নিজেকে ঢালিউড ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার বললেন চিত্রনায়িকা দীঘি

ঢালিউড ইন্ডাস্ট্রির রাজনীতির

ঢালিউড ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। হতাশা ব্যাক্ত করে দীঘি জানিয়েছেন চুক্তিবদ্ধ করার পরে না জানিয়ে অন্যজনকে নিয়ে কাজ করেন নির্মাতা। সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে হয়ে পড়েছেন উল্লেখ করে এই নায়িকা তাকে বাদ দেয়ার খবর ফেসবুকে জেনেছেন বলে জানিয়েছেন। এমনকি বাদ দেওয়ার বিষয়টি তাঁকে জানানোর প্রয়োজনও মনে করেননি নির্মাতা বলে মন্তব্য করেছেন দীঘি।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যা আশা দেয় আরেকজনকে, যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়…। যারা নতুন প্রোজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে।‘

ঢালিউড ইন্ডাস্ট্রির লোকেরা সবচেয়ে বেশি নিষ্ঠুর হয় উল্লেখ করে দীঘি আরও বলেন, ‘আমাদের এই ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। আমার কোনো অনুশোচনা নেই, কেননা আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে। যারা সত্যি আমাকে ভালোবাসে তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং সিম্পলি আমি আল্লাহর ওপর আস্থা রাখি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত।‘

তবে এই অভিযোগ কাদের বিরুদ্ধে সেটা স্পট করেননি চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এ প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে তিনি বলেন, ‘একজন তরুণ নির্মাতা আমাকে তাঁর চলচ্চিত্রে কাস্ট করেছিলেন। ছবিও তোলা হয়েছিল, কথা ছিল লিখিত চুক্তি হবে আগামী সপ্তাহে। কিন্তু আমাকে না জানিয়েই সেখানে অন্য একজন শিল্পীকে নেন। এটা খুবই অন্যায়। এর আগেও একাধিকবার তিনি এ কাজ করেছেন। আমি নাম বলতে চাই না…।‘

ঢালিউড ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার বলে হতাশা ব্যাক্ত করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। দীঘি সেই নির্মাতার নাম প্রকাশ না করলেও সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আলফা আই ও চরকি প্রযোজিত নির্মিত হতে যাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমা নিয়েই এই জটিলতা। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মত বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। মৌখিকভাবে চূড়ান্তের পর শেষ মুহূর্তে দীঘিকে বাদ দেয়া হয়েছে বলে জানা গেছে।

একটি সূত্র থেকে জানা গেছে পরিচালক রায়হান রাফি শেষ মুহুর্তে সিনেমাটিতে নিশোর বিপরীতে চুক্তিবদ্ধ করেছেন চিত্রনায়িকা তমা মির্জাকে। কিছুদিন আগেই নিশো এবং তমা মির্জাকে নিয়ে সিনেমাটির ঘোষণা দিয়েছেন রায়হান রাফি। সূত্রটি আরও বলছে, পরিচালক রায়হান রাফি নায়িকা নির্বাচনে এমন কাজ নিয়মিত করে থাকেন। কিছুদিন আগে চিত্রনায়িকা পরী মণি এই পরিচালকের বিরুদ্ধে একই রকম একটি অভিযোগ এনেছিলেন।

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি একটি বিজ্ঞাপন চিত্রে ‘ময়না পাখি’ সংলাপের মাধ্যমে আলোচনায় আসেন। এরপর নিজের বড় পর্দায় নিজের অভিষিক্ত সিনেমা ‘কাবুলিওয়ালা’য় জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ ১৫ বছর পর গত বছরের মার্চে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষিক্ত হন দীঘি। সর্বশেষ ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে একটি সিনেমায় দেখা গেছে দীঘিকে।

আরো পড়ুনঃ
আবারো বিতর্কে দীঘি: ‘মানব দানব’ সিনেমায় না থাকা প্রসঙ্গে ভিন্ন বক্তব্য
এবার দীঘির বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত
তুমি আছো তুমি নেই: দীঘির প্রথম সিনেমা নিয়ে যত আলোচনা-বির্তক

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d