৩৪ প্রেক্ষাগৃহে ইমনের ‘বীরত্ব’: দেখার আহ্বান জানালেন শাকিব খান

ইমনের ‘বীরত্ব’

১৬ সেপ্টেম্বর (শুক্রবার) দেশের ৩৪ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ইমনের ‘বীরত্ব’ সিনেমাটি। তারকাবহুল এই সিনেমাটি পরিচালনা করেছেন অভিষিক্ত নির্মাতা সাইদুল ইসলাম রানা। সিনেমাটিতে চিত্রনায়ক মামনুন ইমনের বিপরীতে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে আসা নিশাত নাওয়ার সালওয়া। মুক্তিকে সামনে রেখে সিনেমার নায়কসহ কলাকুশরীদের অভিনন্দন ও শুভেচ্ছো জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। সেই সঙ্গে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

দর্শকদের সিনেমাটির দেখার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব লিখেন, ‘দেশের সিনেমা হলে শুক্রবার মুক্তি পাচ্ছে স্নেহের ইমন অভিনীত সিনেমা বীরত্ব। অভিনন্দন এবং শুভকামনা এই সিনেমার পুরো টিমের প্রতি। সামনে নানান ধরনের গল্পে আরও ভালো ভালো সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। জয় হোক বাংলা সিনেমার।‘

এদিকে সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে গত ১৩ সেপ্টেম্বর এফডিসির ভিআইপি প্রজেকশন হল রুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতারা। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। ইমনের ‘বীরত্ব’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছেন নিপুণ আক্তার। একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছেন নিপুণ। সিনেমাটির জন্য দৌলতদিয়া ঘাটে অবস্থিত নিষিদ্ধ পল্লীতে বেশ কয়েক দিন থাকতে হয়েছিল তাকে।

ইমনের ‘বীরত্ব’

সিনেমাটির প্রসঙ্গে নিপুণ বলেন, ‘বীরত্ব সিনেমায় আমাকে একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে। যে জীবনে সব হারিয়েও বেঁচে থাকার স্বপ্ন দেখে। আমার বিশ্বাস আমার চরিত্রটি অনেক অসহায় নিপীড়িত মেয়েদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে। তাদের আশা জাগাবে, তারা নতুন করে বাচতে চাইবে।‘ সিনেমাটির মাধ্যমে যৌনকর্মীর চরিত্রে প্রথমবারের মত দেখা যাবে নিপুণকে।

অন্যদিকে সিনেমাটি নিয়ে ইমন বলেন, ‘জীবনে বহু চরিত্রে অভিনয় করেছি কিন্তু এতো গভীরভাবে চরিত্রের মায়ায় এর আগে কখনো পরি নাই। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে সেই শুটিং এর পর থেকে আজ পর্যন্ত। এরকম চরিত্র পাওয়া যেকোনো অভিনেতার জন্যই একটা বড় অর্জন। পরিচালক অনেক পরিশ্রম করেই সিনেমাটি তৈরি করেছেন।‘ ইমনের বীরত্ব সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন নবাগত চিত্রনায়িকা সালওয়া। প্রত্যেকে এই সিনেমার জন্য অনেক কষ্ট করেছেন বলে জনাইয়েছেন তিনি।

‘বীরত্ব’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন সাইদুল ইসলাম রানা। প্রথম সিনেমা প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘বীরত্ব একজন সাহসী যুবকের জীবনের নানা রকম ঘাতপ্রতিঘাতের গল্প। চরিত্র সেটাই যেটা ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করে। বীরত্ব সম্পূর্ণ ভিন্ন ও মায়ায় জড়ানো গল্প। এই সিনেমা দিয়েই বড় পর্দায় খল চরিত্রে অভিষেক হচ্ছে ইস্তেখাব দিনারের। যিনি ছোট পর্দায় খুবই শক্তিশালী অভিনেতা এবং বর্তমান ওটিটিতে তার জনপ্রিয়তা আকাশচুম্বী।‘

পিং -পং এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক। সিনেমাটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন ইমন, সালওয়া, নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বর্দা মিঠু মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন, তানভীর রিজভী, জেসমিন আক্তার, ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়া সহ অনেকে। কিছুদিন আগে প্রকাশিত সিনেমাটির ট্রেলার দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।

আরো পড়ুনঃ
শাকিব খানকে নিয়ে সানী সানোয়ারের নতুন পুলিশি অ্যাকশন সিনেমা!
ট্রেলারে প্রশংসিত সার্কাসকন্যা জয়া: মুক্তি পাচ্ছে ২৩শে সেপ্টেম্বর
মালেক আফসারীর নতুন সিনেমা ‘নাইন এমএম’: আগামী ঈদে মুক্তি

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d