প্রকাশ্যে ‘অনুসন্ধান’ ট্রেলার: হিন্দি ‘চেহরে’ সিনেমাকে নকলের অভিযোগ!

প্রকাশ্যে 'অনুসন্ধান' ট্রেলার

প্রকাশ্যে 'অনুসন্ধান' ট্রেলার

সম্প্রতি প্রকাশ করা হয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘অনুসন্ধান’ সিনেমার ট্রেলার। ছবির ট্রেলার দেখে বোঝা যাচ্ছে একটি রহস্যে ভরা গল্পের উপর ভিত্তি করে নির্মিত সিনেমা ‘অনুসন্ধান’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

ট্রেলারে দেখা যায়, হঠাৎই বার্মিংহাম থেকে ফোন। পুজোর মধ্যেই লন্ডন উড়ে যেতে হবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। স্ত্রীর বাধা সত্ত্বেও বেরিয়ে পড়লেন। এরপর লন্ডের রাস্তাতে দুর্ঘটনা। বিপদে পড়ে সামনের একটি বাড়িতে ঢুকে পড়লেন শাশ্বত। সেখানে তিনি এমন এক পরিবারের দেখা পেলেন যাঁদের সকলেই উকিল। পরিবারেই একজন শাশ্বতকে বললেন, ”এখানে জজ রয়েছেন, প্রসিকিউটর রয়েছেন, ডিফেন্স কাউন্সিল আছে, জেলার রয়েছেন। নেই শুধু অভিযুক্ত।” ধীরে ধীরে তাঁদের পাতা ফাঁদের জড়িয়ে পড়লেন শাশ্বত চট্টোপাধ্যায়।

এদিকে সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করছেন ‘অনুসন্ধান’ সিনেমাটি অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘চেহরে’র নকল। সেই ছবিরও ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে একটি লম্বা পোস্টে কমলেশ্বর দাবি করলেন, যেই ছবি মুক্তিই পায়নি তার রিমেক কী ভাবে করা যায়।

এ প্রসঙ্গে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘অনুসন্ধান ছবিটাকে হিন্দি ছবি চেহেরের রিমেক বলা হচ্ছে। যে ছবি রিলিজই করেনি – সেই ছবি দেখে – টুকে – লিখে – লন্ডনে গতবছর সেপ্টেম্বরে শুটিং ও তারপরে পোস্ট প্রোডাকশন করে এর মধ্যে নকল করবো কীভাবে? আসল কথা আলাদা। যে গল্পের ওপর ভিত্তি করে এই ছবি (এ ডেঞ্জারাস গেম) তার ওপর ভিত্তি করে আমরাই তিন বছর আগেই একটা নাটকও করেছি। নাটকটির নাম প্লেহাউস। প্রযোজনায় শৈলুষিক নাট্যদল। সেই গল্পের ওপর ভিত্তি করেই হয়তো তৈরি হয়েছে চেহেরে। তারই কিছু উপকরণ অনুসন্ধান ছবিটিতেও আছে।’

এছাড়াও বাঙালির আত্নবিস্মৃতি এবং হীনমন্যতার কথা উল্লেখ করে তিনি আরো লিখেন, ‘আসলে কিছু মনে না করলে বলি, আমরা বাঙালিরা আত্মবিস্মৃত এবং হীনমন্য হতে ভালোবাসি – তাই বাংলা ভাষা বললে একটু কম নাম দাম প্রতিপত্তি পাওয়া যায় বাজারে । ঠিক তেমনি একই গল্প নিয়ে হিন্দিতে ছবি হলে আমাদের নালঝোল গড়িয়ে পড়ে কিন্তু বাংলায় ছবি হলে আমরা নকল নবিশী খুঁজি। এবং এই লেখাতেও অনেকে প্রাদেশিকতা খুঁজে পাবেন কিন্তু আত্মমর্যাদা খুঁজে পাবেন না।তাতে শুধু আমি নই – আমরা অনেকেই অভ্যস্ত।’

সিনেমাটির চিত্রনাট্যে হিমাংশু ধানুকারও অবদান আছে উল্লেখ করে তিনি লিখেন, ‘এবারে বলি এসকে মুভিজের কর্ণধার ও এই ছবির প্রযোজক হিমাংশু ধানুকা এই চিত্রনাট্য লেখার সময় থেকেই আমাদের সঙ্গে আছে – আজ আছে এর নির্মাণে। ওনারও অনেক অবদান রয়েছে এই গল্প নির্বাচন ও তৈরী করার ক্ষেত্রে। তাঁর কাছেও আমি কৃতজ্ঞ।’

সিনেমাটিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে পায়েল সরকারকে। একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা সরকার, জয়দীপ মুখোপাধ্যায় সহ আরও অনেকেই। এসভিএফ এর ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন অশোক কুমার ধানুকা এবং হিমাংশু ধানুকা।

আরো পড়ুনঃ
আগামী ঈদে মুক্তি পাচ্ছে জিত-মিমি জুটির প্রথম সিনেমা ‘বাজি’
প্রকাশ্যে ‘ডিকশনারি’ ট্রেলার: পরকীয়ার বেড়াজালে নুসরাত

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d