‘দ্য কাশ্মীর ফাইলস’ দিয়ে রেকর্ডের খাতায় ওলটপালটঃ ধরাশয়ী ‘বচ্চন পাণ্ডে’

‘দ্য কাশ্মীর ফাইলস’

‘দ্য কাশ্মীর ফাইলস’

করোনা মহামারী শেষে অক্ষয় কুমার অভিনীত ‘সুরিয়াবংশী’ সিনেমা দিয়ে নতুন করে শুরু হয়েছিলো বলিউডের সিনেমার যাত্রা। এরপর মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। ‘সুরিয়াবংশী’র পর আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিওয়ারি’ সিনেমাটিও বক্স অফিসে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলো। তবে অপ্রত্যাশিতভাবেই গত ১১ই মার্চ মুক্তিপ্রাপ্ত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি ছাপিয়ে গেছে আগের সব সিনেমাগুলোকে। ‘দ্য কাশ্মীর ফাইলস’ দিয়ে রেকর্ডের খাতায় ওলটপালটের পর বক্স অফিসে ধরাশয়ী হয়েছে অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’।

প্রথম সপ্তাহে রেকর্ড আয়ের পর সেই ধারাবাহিকতা ধরে রেখেছে দ্বিতীয় সপ্তাহেও। সিনেমাটি মুক্তির দ্বিতীয় শুক্রবার বক্স অফিসে প্রায় ২০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। ভারতে হোলি উপলক্ষ্যে উৎসবের এই সিনেমা আবারো ঝলক দেখিয়েছে সিনেমাটি। এরপর মুক্তির দ্বিতীয় শনিবার এবং রবিবার বক্স অফিসে ২৫ কোটি রুপি আয়ের মাধ্যমে নতুন মালফলক অর্জন করতে সক্ষম হয়েছিলো ‘দ্য কাশ্মীর ফাইলস’। দৈনিক আয়ের হিসেবে দ্বিতীয় রবিবার ছিলো সিনেমাটির সবচেয়ে বেশী আয় করা দিন।

তবে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমাটি মুক্তির দ্বিতীয় সোমবার আবারো রেকর্ড পরিমাণ আয় করেছে। ১২.৫০ কোটি রুপি আয়ের মাধ্যমে দ্বিতীয় সোমবার বক্স অফিসে আয়ের দিক থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ পিছনে ফেলেছে ‘পিকে’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সাঞ্জু’, ‘কবির সিং’, ‘তানহাজি’ এবং ‘পদ্মাবত’ এর মত ব্লকবাস্টার সিনেমাকে। দ্বিতীয় সোমবারে বক্স অফিস আয়ে সিনেমাটির সামনে আছে ‘টাইগার জিন্দা হ্য’, ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ এবং ‘দাঙ্গাল’।

দ্বিতীয় সপ্তাহে মঙ্গলবার সিনেমাটি আয়ের ধারা কিছুটা নিম্নমুখী হতে দেখা গেছে। মঙ্গলবার বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১০.৫০ কোটি রুপি, যা আগের দিনের তুলনায় প্রায় ১৫% কম। তবে ইতিমধ্যে বক্স অফিসে এই সিনেমাটি যে তাণ্ডব চালিয়েছে সে হিসেবে এটি স্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুক্তির ১২ দিন পর সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৯০ কোটি রুপিতে।

সময় কোটি রুপি
প্রথম সপ্তাহ ৯৬.১৪
দ্বিতীয় শুক্রবার ১৯.৭৫
দ্বিতীয় শনিবার ২৫.০০
দ্বিতীয় রবিবার ২৬.৫০
দ্বিতীয় সোমবার ১২.৫০
দ্বিতীয় মঙ্গলবার ১০.৫০
মোট (১২ দিন) ১৯০.৩৯

এদিকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির এক সপ্তাহ পর মুক্তি পেয়েও বক্স অফিসে ধরাশয়ী হয়েছে অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বচ্চন পাণ্ডে’। ১৮ই মার্চ মুক্তি প্রথম দিনে হোলি উপলক্ষ্যে শুরুটা ভালো হলেও পরের দুইদিন আয়ের তেমন কোন উন্নতি দেখা যায়নি। এরপর সোমবারে সিনেমাটি মাত্র ৩.৫ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। মুক্তির পর প্রথম পাঁচদিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে মাত্র ৪১ কোটি রুপি।

সময় কোটি রুপি
শুক্রবার ১২.২৫
শনিবার ১১.০০
রবিবার ১১৬.৫০
সোমবার ৩.৫০
মঙ্গলবার ৩.২৫
মোট ৪১.৫

প্রসঙ্গত, আগামী ২৫শে মার্চ মুক্তি পেতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘আরআরআর’। এস এস রাজামৌলী পরিচালতি এই প্যান-ইন্ডিয়া সিনেমাটি আগামী সপ্তাহে ভারতের বেশীরভাগ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে। তাই ২৫শে মার্চ থেকে অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পাণ্ডে’ সিনেমাটির মোট স্ক্রিন অনেক কমে যাওয়ার কারনে শেষ পর্যন্ত সিনেমাটি বক্স অফিসে ফ্লপের খাতায় নাম লিখাতে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই।

আরো পড়ুনঃ
দ্বিতীয় সপ্তাহে অক্ষয়ের সিনেমাকে পিছনে ফেলে দিলো ‘দ্য কাশ্মীর ফাইলস’
বলিউডের হিট মেশিন রোহিত শেঠি এবং সিনেমায় তার কিছু অবিশ্বাস্য অর্জন!
বলিউডের ঐতিহাসিক ব্লকবাস্টার হওয়ার দিকে এগুচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d