স্থগিত হলো ‘জার্সি’ সিনেমার মুক্তি: ‘৮৩’র ব্যর্থতা না ওমিক্রন সংক্রমণ?

‘জার্সি’ সিনেমার মুক্তি

‘জার্সি’ সিনেমার মুক্তি

করোনা মহামারী শেষে নতুন সিনেমা মুক্তির মাধ্যমে নতুন স্বাভাবিকের দিকে এগুচ্ছিলো বলিউড। ধারাবাহিকভাবে মুক্তি পেয়েছে বলিউডের বেশ কয়েকটি সিনেমা। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে অক্ষয় কুমার অভিনীত ‘সুরিয়াবংশী’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করতে সক্ষম হয়েছে। এছাড়া হলিউড সিনেমা ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ এবং তেলুগু সিনেমা ‘পুষ্পাঃ দ্য রাইজ’ সিনেমাগুলো বক্স অফিসে সফলতা করতে অর্জন করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতায় আগামী ৩১শে ডিসেম্বর মুক্তির কথা ছিলো শহীদ কাপুর অভিনীত ‘জার্সি’ সিনেমাটি। কিন্তু সম্প্রতি ‘জার্সি’ সিনেমার মুক্তি স্থগিত করেছেন নির্মাতারা।

বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী শহীদ কাপুর এবং ম্রুনাল ঠাকুর অভিনীত ‘জার্সি’ সিনেমার মুক্তি পিছিয়ে গেছে। ভারতে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির কারনে নির্মাতারা সিনেমাটির মুক্তি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩১শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিলো এই সিনেমার। এদিকে অনেকে মনে করছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রনবীর সিং অভিনীত ‘৮৩’ সিনেমার ব্যর্থতার কারনে নতুন করে ভাবছেন নির্মাতারা। এছাড়া সিনেমাটি সরাসরি ওটিটি প্লাটফর্মে মুক্তির কথাও শোনা যাচ্ছে।

সিনেমাটি মুক্তির মাত্র দুই দিন আগে মুক্তি পিছিয়ে দেয়ার ঘোষনা দিলেন নির্মাতারা। তবে সিনেমাটি মুক্তির নতুন তারিখ এখনো জানা যায়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিনেমাটির মুক্তির নতুন তারিখ ঘোষনা করবেন বলে জানা গেছে। দীর্ঘ অপেক্ষার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে থাকা বলিউডে আবারো করোনার থাবা। করোনার নতুন ভেরিয়েন্ট সংক্রমণের প্রথম ধাক্কা হিসেবে পিছিয়ে গেলো বহুল প্রতীক্ষিত সিনেমাটির মুক্তি।

এদিকে ওমিক্রনের সংক্রমণের কারনে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কাজরিওয়ালা নতুন পরিস্থিতিতে রাজ্যে নতুন করে বিধিনিষেধ আরোপ করার ঘোষনা দিয়েছেন। রাজ্য সরকার কতৃক এই ঘোষনার কিছুক্ষণের মধ্যেই ‘জার্সি’ সিনেমার মুক্তি পিছিয়ে দেয়ার ঘোষনা দিলেন নির্মাতারা। বিগত কয়েকদিন ধরে ভারতে করোনার ধারাবাহিক সংক্রমণ বৃদ্ধির কারনে এমন সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। ধারনা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে পারে। ইতিমধ্যে প্রেক্ষাগৃহ বন্ধের ঘোষান দিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কবির সিং’ সিনেমার বিশাল সাফল্যের পর আবারো তেলুগু সিনেমার রিমেকে অভিনয় করছেন শহীদ কাপুর। আলোচিত তেলুগু সিনেমা ‘জার্সি’ এর হিন্দি সংস্করণে অভিনয় করছেন এই তারকা। চলতি বছরের দিওয়ালীতে মুক্তির কথা থাকলেও করোনার কারনে নির্ধারিত সময়ে মুক্তি দেওয়া সম্ভব হয়নি এই সিনেমার। করোনা পরবর্তি নতুন স্বাভাবিকে ৩১শে ডিসেম্বর মুক্তির কথা ছিলো। সিনেমাটিতে শহিদ কাপর ছাড়া আরো অভিনয় করছেন মৃণাল ঠাকুর এবং পঙ্কজ কাপুর।

আরো পড়ুনঃ
দক্ষিনের সিনেমা থেকে রিমেক হওয়া বলিউডের মুক্তি প্রতীক্ষিত যত সিনেমা!
সুরিয়াবংশী থেকে রাম সেতু: বলিউডে সিনেমা মুক্তির ঘোষনার হিড়িক!
শহিদ কাপুরকে নিয়ে এবার ভূষণ কুমারের বিগ বাজেটের অ্যাকশন সিনেমা!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d