বলিউডের বর্তমান অবস্থাকে হিটলারের জার্মানির সঙ্গে তুলনা নাসিরুদ্দিনের!

বলিউডের বর্তমান অবস্থাকে

বলিউডের বর্তমান অবস্থাকে

বলিউডের বর্তমান অবস্থাকে হিটলারের জার্মানির সঙ্গে তুলনা করলেন শক্তিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ইন্ডাস্ট্রিতে বৈষম্যের শিকার না হলেও সাম্প্রতিক সময়ে বলিউডে কিছু পরিবর্তন লক্ষ্য করছেন বলে জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বলিউডে বর্তমানে সরকারের হয়ে কথা বলার সিনেমা তৈরিতে বেশী উৎসাহ দেখা যাচ্ছে বলে মনে করছেন নাসিরুদ্দিন। এছাড়া এসব সিনেমা নির্মানের জন্য আর্থিক সাহায্যও করা হচ্ছে বলে মন্তব্য করেছেন এই অভিনেতা।

বলিউডে ধর্মীয় বৈষম্য প্রসঙ্গেও কথা বলেছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে নাসিরুদ্দিন বলেন, ‘আমি জানি না বর্তমানে ইসলাম ধর্মাবলম্বী অভিনেতারা ইন্ডাস্ট্রিতে কোনও প্রকার বৈষম্যের শিকার কি না। আমি মনে করি এখানে আমাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ।‘ এছাড়া বর্তমানে বলিউডে টাকার প্রভাব অনেক বেশী উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে একটিই ঈশ্বর। সেটা হল ধন। তুমি যত বেশি টাকা এনে দিতে পারবে, তোমাকে তত বেশি শ্রদ্ধা করা হবে।‘ এ প্রসঙ্গে বলিউডের তিন খানের উদাহরণ দিয়েছেন নাসিরুদ্দিন।

উক্ত আলাপচারিতায় নাসিরুদ্দিন কথা বলেন আফগানিস্তান প্রসঙ্গও। কাবুলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু দিন আগে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠিত হলেও বিশ্বের কাছে তা চিন্তার বিষয়। ভারতীয় মুসলিমদের একটি অংশ এই বর্বরদের ক্ষমতায় আসার বিষয়টি উদ্‌যাপন করছে। তা যথেষ্ট বিপজ্জনক।‘ প্রবীণ অভিনেতার এই মন্তব্যের নিন্দা করেন অনেকেই। এর পর এক সংবাদমাধ্যমকে নাসিরুদ্দিন বলেন, ‘আমি তাঁদের কথা বলছিলাম, যাঁরা প্রকাশ্যে তালিবানকে সমর্থন করেন। ওরা অতীতে যা করেছে, সেটা দেখে আমাদের প্রত্যেকেরই চিন্তিত হওয়া উচিত।‘

এছাড়া তিনি আরো জানিয়েছেন, তালিবানের প্রতি ইসলাম ধর্মাবলম্বীদের একাংশের সমর্থন দেখে তিনি ব্যথিত। এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার জন্য দক্ষিণপন্থীদের থেকে তিনি বাহবাও পেয়েছেন বলে মন্তব্য করেন এই অভিনেতা। তবে সে সব নিয়ে ভাবিত নন তিনি। নিজের অবস্থানে অনড় থেকে নাসিরুদ্দিন জানিয়েছেন, কিছু মানুষের তালিবানকে সমর্থন করা নিয়ে তিনি যা বলেছেন, তা সঠিক। তাঁর কথায়, ‘দাবানল ছড়িয়ে পড়তে খুব বেশি সময় নেয় না।‘

আরো পড়ুনঃ
ওটিটি প্লাটফর্মে শাহরুখ খান: এবার ওয়েব সিরিজে আসছেন বলিউড বাদশা
বিশাল বাজেটে নির্মিত বলিউডের কয়েকটি ব্যর্থ সিনেমার উপাখ্যান
‘বিক্রম ভেদা’ হিন্দি রিমেক: সার্বিয়া থেকে শুরু হচ্ছে দৃশ্যধারনের কাজ

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d