প্রথম সপ্তাহান্ত শেষে বক্স অফিসে ভালো অবস্থানে ‘পোন্নিয়ান সেলভান ২’

‘পোন্নিয়ান সেলভান ২’

গত বছর মুক্তির পর একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙ্গে দিয়েছিলো মণি রত্নম পরিচালিত ‘পোন্নিয়ান সেলভান’ সিনেমাটি। প্যান ইন্ডিয়া মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি প্রথম দিন থেকেই তামিল নাড়ু বক্স অফিসে ঝড় তুলেছিলো। তামিলের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও দুর্দান্ত আয় করতে সক্ষম হয়েছে তারকাবহুল এই সিনেমা। তামিল নাড়ুতে সর্বোচ্চ আয়ের তামিল সিনেমা হিসেবে আবর্ভুত হয়েছে এটি। প্রথম পর্বের দারুণ সাফল্যের পর প্রশংসিত হয়েছে সিনেমাটির দ্বিতীয় পর্বও। জানা গেছে প্রথম সপ্তাহান্ত শেষে বক্স অফিসে ভালো অবস্থানে রয়েছে ‘পোন্নিয়ান সেলভান ২’ সিনেমাটি।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে প্রথম সপ্তাহান্ত শেষে তামিল সিনেমা ‘পোন্নিয়ান সেলভান ২’-এর বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৭২ কোটি রুপি। সিনেমাটির প্রথম পর্ব মুক্তির প্রথম সপ্তাহান্তে আয় করেছিলো ৯০ কোটি রুপি। প্রথম পর্বের তুলনায় আয় কিছুটা কম হলেও, সার্বিক বিবেচনায় আয়টিকে ভালো বলে জানিয়েছেন ভারতীয় সিনেমার ট্রেড বিশেষজ্ঞরা। দ্বিতীয় পর্ব নিয়ে নির্মাতাদের তেমন কোন প্রচারণা দেখা যায়নি। তবে মুক্তির পর দর্শকদের কাছে প্রশংসিত হওয়ার কারনে ধীরে ধীরে বাড়ছে এর বক্স অফিস আয়।

মুক্তির প্রথম সপ্তাহান্তের এই আয়ের মধ্যে তামিল নাডু বক্স অফিস থেকে এসেছে ৪১ কোটির রুপি। রেকর্ড না হলেও, চলতি বছরে তামিল নাডুতে প্রথম সপ্তাহান্তে সবচেয়ে আয় করা সিনেমা হচ্ছে ‘পোন্নিয়ান সেলভান ২’। সোমবার সিনেমাটির জন্য খুবই গুরুত্বপূর্ন। সোমবার বক্স অফিসে ভালো আয়ের ধারা অব্যাহত থাকলে প্রথম সপ্তাহে ভালো অবস্থানে থাকে সিনেমাটি। সিনেমাটি নিয়ে এখন পর্যন্ত দর্শক এবং সমালোচকদের প্রতিক্রিয়া ইতিবাচক হওয়ার কারনে সেরকমই প্রত্যাশা করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

এই মুহুর্তে ‘পোন্নিয়ান সেলভান ২’ সিনেমাটির প্রথম লক্ষ্য হচ্ছে তামিল নাড়ুতে ১০০ কোটি রুপির মাইলফলক অর্জন করা। তামিল নাড়ুতে ১০০ কোটির বেশী আয়ের সিনেমা খুব একটা দেখা যায়না। প্রথম সপ্তাহান্তে তামিল নাড়ু বক্স অফিসে সিনেমাটির আয়ের হিসেব নীচে দেওয়া হলো –

প্রথম দিন (শুক্রবার) ১২.৭৫ কোটি রুপি
দ্বিতীয় দিন (শনিবার) ১৩.২৫ কোটি রুপি
তৃতীয় দিন (রবিবার) ১৫.৫০ কোটি রুপি
সর্বমোট ৪১.৫০ কোটি রুপি

প্রথম পর্বের মত তামিল এই সিনেমাটির দ্বিতীয় পর্বও মুক্তি পেয়েছে প্যান ইন্ডিয়া। সব ভাষা মিলিয়ে মুক্তির প্রথম সপ্তাহান্ত শেষে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭২ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত তামিলের তিনটি সিনেমা ২০০ কোটি রুপির বেশী আয় করতে সক্ষম হয়েছে। সিনেমাগুলো হচ্ছে ‘টু পয়েন্ট জিরো’, ‘পোন্নিয়ান সেলভান’ এবং ‘বিক্রম’। এরমধ্যে ‘পোন্নিয়ান সেলভান’ এবং ‘বিক্রম’ গত বছর মুক্তিপ্রাপ্ত আর ‘টু পয়েন্ট জিরো’ মুক্তি পেয়েছিলো ২০১০ সালে। ‘পোন্নিয়ান সেলভান’ প্রথম পর্বের সর্ব ভারতীয় আয় ছিলো ২৬০ কোটি রুপি। তবে দ্বিতীয় পর্বটির ২০০ কোটি এই মুহুর্তে বেশ বড় মাইলফলক।

প্রথম পর্বের মত লম্বা সময় প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলে শেষ পর্যন্ত বক্স অফিসে ‘পোন্নিয়ান সেলভান ২’ ভালো অবস্থানে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব ভাষা মিলিয়ে ভারতীয় বক্স অফিসে ‘পোন্নিয়ান সেলভান ২’ সিনেমাটির মোট আয়ের হিসেব নিম্নরূপ –

প্রথম দিন (শুক্রবার) ২২.২৫ কোটি রুপি
দ্বিতীয় দিন (শনিবার) ২৩.৫০ কোটি রুপি
তৃতীয় দিন (রবিবার) ২৬.৫০ কোটি রুপি
সর্বমোট ৭২.২৫ কোটি রুপি

এদিকে আন্তর্জাতিক বাজারেও ভালো অবস্থানে রয়েছে ‘পোন্নিয়ান সেলভান ২’ সিনেমাটি। তিনদিন শেষে আন্তর্জাতিক বক্স অফিসে সিনেমাটি আয় করেছে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজারে ভালো আয়ের কারনে বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ আয়ের সম্ভাবনা দেখছেন ট্রেড বিশেষজ্ঞরা। এর মধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটি ২০০ কোটি রুপি গ্রোস আয় করেছে বলে নিশ্চিত করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান লাইক প্রোডাকশন। ‘পোন্নিয়ান সেলভান’ সিরিজের প্রথম পর্বটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৪০০ কোটি রুপির বেশী আয় করতে সক্ষম হয়েছিলো।

দুই পর্বের ‘পোন্নিয়ান সেলভান’ একটি তামিল ঐতিহাসিক উপন্যাসের চলচ্চিত্র রূপ। কালকি কৃষ্ণমূর্তির ইতিহাস ভিত্তিক তামিল উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিনেমা। দক্ষিণ ভারতের চোল রাজাদের ইতিহাস উপন্যাসের মূল বিষয়বস্তু তাই সিনেমাটির তৈরি হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে। সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। এতে তাকে নন্দিনী ও মন্দাকিনী দেবীর চরিত্রে পর্দায় দেখা যাবে। এর আগে বেশ কয়েকবার এই উপন্যাস নিয়ে সিনেমা নির্মানের চেষ্টা হয়ে থাকলেও সেগুলো শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।

আলোচিত নির্মাতা মনি রত্নম পরিচালিত ‘পোন্নিয়ান সেলভান’ সিনেমাটিতে অভিনয় করছেন একাধিক প্যান ইন্ডিয়া তারকা। সিনেমাটির প্রধান চরিত্রে আছেন বিক্রম (তামিল), কার্থি (তামিল), ঐশ্বরিয়া রাই (বলিউড), ঐশ্বরিয়া লক্ষ্মী (তামিল), শরত কুমার (মালায়লাম, তেলুগু, তামিল) এবং প্রকাশ রাজ (তামিল, তেলুগু, হিন্দি)। একঝাক তারকাদের উপস্থিতি এবং সময়ের প্রেক্ষাপটে সাজানো দুর্দান্ত চিত্রায়নের সাথে নতুন মাত্রা যোগ করেছেন ভারতের কিংবদন্তী সঙ্গীত পরিচালক এআর রহমান।

আরো পড়ুনঃ
প্রশংসায় ভাসছে ‘পোন্নিয়ান সেলভান’ দ্বিতীয় পর্বঃ বক্স অফিসে দুর্দান্ত শুরু
দ্বিতীয় সপ্তাহান্ত শেষে ১০০ কোটির নীচেঃ ফ্লপ হলো ভাইজানের ঈদের সিনেমা
শাকিব খানের দাপট অব্যাহতঃ দর্শক চাহিদার শীর্ষে ঈদের সিনেমা ‘লিডার’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d