দ্বিতীয় দিনে পতনের পর তৃতীয় দিনে বক্স অফিসে ঘুরে দাঁড়িয়েছে ‘ভোলা’

তৃতীয় দিনে বক্স অফিসে

রাম নাভমি উপলক্ষ্যে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অজয় দেবগণ অভিনীত অ্যাকশন সিনেমা ‘ভোলা’। উদ্বোধনী দিনে ভারতে আংশিক ছুটিকে কাজে লাগিয়ে বক্স অফিসে মোটামুটি ভালো শুরু করেছিলো সিনেমাটি। প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ছিলো ১০.২৫ কোটি রুপি। রাম নাভমির পর মুক্তির দ্বিতীয় দিন ছিলো স্বাভাবিক কর্মদিবস। দ্বিতীয় দিনে তাই ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছিলো। তবে দ্বিতীয় দিনে পতনের পর তৃতীয় দিনে বক্স অফিসে আবারো ঘুরে দাঁড়িয়েছে অজয় দেবগণ অভিনীত সিনেমা ‘ভোলা’।

দ্বিতীয় দিনে বক্স অফিসে পতন অনুমেয় ছিলো, কারণ প্রথম দিনে আংশিক ছুটির কারনে ম্যাস এলাকায় ভালো আয় করতে সক্ষম হয়েছিলো এই সিনেমা। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ‘ভোলা’ সিনেমার বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে, দ্বিতীয় দিন ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ছিলো ৬.৫০ কোটি রুপি। দর্শকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, স্পষ্টত রমজানের কারনে সিনেমাটির আয় কিছুটা প্রভাবিত হয়েছে। বৃস্পতিবার এবং শুক্রবার, মুক্তির প্রথম দুই দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৭৫ কোটি রুপি।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে ম্যাস দর্শকদের এলাকায় ভালো শুরু করেছে অজয়ের ‘ভোলা’ সিনেমাটি। তবে মহারাষ্ট্রে সিনেমাটির উদ্বোধনী দিনের আয় আশানুরূপ ছিলো না। মহারাষ্ট্র ছাড়া বাকী ম্যাস এলাকার প্রেক্ষাগৃহে সিনেমাটি মোটামুটি ভালো দর্শক টানতে সক্ষম হয়েছে। যার ফলে, প্রথম দিনে দুই অংক বা তার কাছাকাছি আয়ের দিকে এগুচ্ছে এই সিনেমা। তবে রাম নাভমির ছুটি থাকা স্বত্বেও মুম্বাই, দিল্লী এবং দক্ষিণে সিনেমাটির আয় ছিলো প্রত্যাশার চেয়ে অনেক কম।

এদিকে নিজাম/ অন্দ্র প্রদেশে আঞ্চলিক সিনেমা ‘দশেরা’ মোটামুটি আয় করতে সক্ষম হয়েছে, কিন্তু এই এলাকায় ‘ভোলা’ সিনেমার অবস্থা খুবই হতাশাজনক। মহামারী পরবর্তি এই এলাকায় প্রেক্ষাগৃহে দর্শক সমাগম এমনিতেই স্বাভাবিকের চেয়ে অনেক কম। এছাড়া ঈদের আগে রমাজানের কারনে মুসলিম অধ্যুষিত এই এলাকায় সিনেমার বক্স অফিস খারাপ হয়ে থাকে। সন্দেহাতীতভাবে রমজানের কারনে এই এলাকায় ‘ভোলা’ সিনেমাটি বক্স অফিসে সম্মানজনক আয় করতে ব্যর্থ হয়েছে।

প্রত্যাশার চেয়ে কম আয় দিয়ে যাত্রা শুরুর পর দ্বিতীয় দিনে সিনেমাটির বক্স অফিসে নিম্নমুখী প্রবণতা হতাশাজনক ছিলো। তবে আশার কথা হচ্ছে তৃতীয় দিন (শনিবার) ভারতীয় বক্স অফিসে আবারো ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে অজয়ের ‘ভোলা’ সিনেমাটি। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে তৃতীয় দিন বক্স অফিসে প্রথম দিনের তুলনায় প্রায় ২০% প্রগতি দেখা গেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, তৃতীয় দিন ভারতীয় বক্স অফিসে সিনেমাটি ১২ থেকে ১২.৫০ কোটি রুপি আয় করতে সক্ষম হবে।

তৃতীয় দিনে প্রাথমিক প্রতিবেদন বিবেচনা করলে তিন দিন শেষে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়াচ্ছে ২৯ থেকে ৩০ কোটি রুপি। আর চতুর্থ দিন রবিবার সিনেমাটির বক্স অফিস আয়ে আরো প্রগতি প্রত্যাশা করছেন ট্রেড বিশেষজ্ঞরা। সব মিলিয়ে চার দিনে বর্ধিত প্রথম সপ্তাহান্তে সিনেমাটি ৪৪ থেকে ৪৫ কোটি রুপি আয় করতে সক্ষম হবে। ‘ভোলা’ সিনেমার প্রথম তিনদিনের আয়ের হিসেব নীচে দেওয়া হলো –

প্রথম দিন ১০.২৫ কোটি রুপি
দ্বিতীয় দিন ০৬.৫০ কোটি রুপি
তৃতীয় দিন ১২.৫০ কোটি রুপি
প্রথম সপ্তাহান্ত (তিনদিন) ২৯.১৫ কোটি রুপি

লোকেশ খানাগারাজ পরিচালিত তামিল সুপারহিট ‘কাইথি’ সিনেমার অফিশিয়াল হিন্দি রিমেক হচ্ছে ‘ভোলা’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের ম্যাস মহারাজা অজয় দেবগণ। সিনেমাটিতে অজয়ের সাথে আরো অভিনয় করেছেন টাবু, সঞ্জয় মিশ্রা সহ আরো অনেকে। ‘দৃশ্যাম ২’ সিনেমার পর আবারো অজয়ের সাথে পুলিশ চরিত্রে হাজির হচ্ছেন টাবু। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে টিসিরিজ ফিল্মস, অজয় দেনগণ ফিল্মস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং ড্রিম ওয়ারিওর পিকচার্স।

অজয় দেবগণের ‘ভোলা’ সিনেমাটি টুডি ফরম্যাটের পাশাপাশি থ্রিডি এবং আইম্যাক্স ফরম্যাটেও মুক্তি পেতে যাচ্ছে। প্রকাশিত ট্রেলারে দুর্দান্ত একটি অ্যাকশন সিনেমার ইঙ্গিত পাওয়া গেছে। একজন বন্দীর গল্পকে ঘীরে আবর্তিত হয়েছে অজয় দেবগণের ‘ভোলা’ সিনেমার গল্প, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই তারকা। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত লোকেশ কানারাজ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কাইথি’ সিনেমাটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলো। নাম ভূমিকায় কার্থির পাশাপাশি সিনেমাটির অন্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন নারায়ণ এবং ধীনা।

প্রসঙ্গত, ‘ভোলা’ সিনেমার মাধ্যমে চতুর্থবারের মত পরিচালনায় ফিরছেন অজয় দেবগণ। আগামী ৩০শে মার্চ মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত এই সিনেমাটি। এর আগে অজয় দেবগণ ‘ইউ মি অর হাম’, ‘শিবায়’ এবং ‘রানওয়ে ৩৪’ সিনেমাগুলো নির্মান করেছিলেন। ইতিমধ্যে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাগুলোর মধ্যে ‘শিবায়’ ছাড়া বাকী দুটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিলো। তবে তামিল ব্লকবাস্টার ‘কাইথি’ সিনেমাটির মাধ্যমে আবারো বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছেন অভিনেতা-নির্মাতা অজয় দেবগণ।

আরো পড়ুনঃ
উদ্বোধনী দিনে গড়পড়তা অজয়ের ‘ভোলা’: দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া
অগ্রিম টিকেট বিক্রিতে ধীর গতিঃ উদ্বোধনী দিনে গড়পড়তা আয়ের পথে ‘ভোলা’
প্রেক্ষাগৃহের পর ওটিটি প্লাটফর্মে দেখা গেলো শাহরুখ খানের ‘পাঠান’ ঝড়

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d