রাজকীয় আয়োজনে রাজার প্রত্যাবর্তনঃ বক্স অফিসে ‘পাঠান’ সুনামি

বক্স অফিসে ‘পাঠান’

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার পর আর কোন হিট সিনেমা উপহার দিতে পারেননি বলিউড বাদশা শাহরুখ খান। মধ্যে ‘রাইস’ সিনেমাটি সেমি-হিট হলেও বাকী সবগুলো সিনেমাই নাম লিখিয়েছে ফ্লপের খাতায়। সর্বশেষ ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর হাতে থাকা ‘সারে জাহা সে আচ্ছা’ সিনেমাটি ছেরে দিয়ে সাময়িক বিরতিতে যান শাহরুখ খান। এরপর থেকেই ভক্তদের মনে শঙ্কা, অনিশ্চয়তা এবং অপেক্ষা ছিলো – কবে ফিরছেন? অবশেষে ২৫শে জানুয়ারি বক্স অফিসে ‘পাঠান’ সুনামি দিয়ে নিশ্চিত হলো রাজকীয় আয়োজনে রাজার প্রত্যাবর্তন।

গত ২০শে জানুয়ারি ভারতীয় প্রেক্ষাগৃহে অগ্রিম টিকেট বিক্রি শুরু পর থেকেই বক্স অফিসে ‘পাঠান’ সুনামির ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো। ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার রেকর্ড ভেঙ্গে অগ্রিম টিকেট বিক্রি থেকে সর্বকালের সর্বোচ্চ আয়ের বলিউড সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছিলো ‘পাঠান’ সিনেমাটি। মুক্তির আগেই অগ্রিম টিকেট বিক্রি থেকে সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো ৬৮ কোটি রুপি। মুক্তির পর সিনেমাটির প্রথম প্রদর্শনী থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত এই সিনেমাটি।

শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের সিনেমা হওয়ার কারনে এটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিলো আকাশচুম্বী। আর এই আগ্রহ বিবেচনা করেই বলিউড সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশী স্ক্রিনে মুক্তি নিশ্চিত করেছিলো এর নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। বিশ্বব্যাপী মোট ৭,৭০০ স্ক্রিনে মুক্তি পেয়েছিলো ‘পাঠান’ সিনেমাটি। এর মধ্যে ভারতে ছিলো ৫,২০০ এবং আন্তর্জাতিক বাজারে ২,৫০০ স্ক্রিন। কিন্তু মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের প্রচণ্ড চাহিদার কারনে ভারতে ৩০০টি স্ক্রিন বৃদ্ধি করেছেন প্রদর্শকরা। নতুন ৩০০টি সহ সিনেমাটির মোট স্ক্রিনের সংখ্যা দাঁড়িয়েছে ৮,০০০।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার দুর্দান্ত শুরু হয়েছে। সকাল থেকেই সিনেমাটির প্রদর্শনীতে ভারতজুড়ে গড়ে ৬০% এর বেশী দর্শক সমাগম লক্ষ্য করা গেছে। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে সকাল ছয়টা থেকেই শুরু হয়েছিলো সিনেমাটির প্রদর্শনী। সাধারণ কর্মদিবসে সকালের প্রদর্শনীগুলোতে এই হারে দর্শক সমাগম বলিউডের ইতিহাসে এই প্রথম বলে জানিয়েছেন ট্রেড বিশেষজ্ঞরা। এছাড়া দর্শকদের ব্যাপক চাহিদার কারনে মধ্যরাতেও চলবে প্রদর্শনী।

উদ্বোধনী দিনে বক্স অফিস আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি। প্রাথমিক অনুমান অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি বক্স অফিসে ৫০ কোটি রুপির বেশী আয় করতে সক্ষম হবে। আর গ্রোস আয় হিসেব করলে সেটি দাঁড়াবে ৬৪ কোটি রুপিতে। এখন পর্যন্ত উদ্বোধনী আয়ে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার রেকর্ড ভাঙ্গতে পারবে কিনা সেটি অনিশ্চিত। তবে মুক্তির প্রথম দিনে ‘বাহুবলী ২’ সিনেমার রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে ‘পাঠান’। সাধারণ কর্মদিবসে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে উদ্বোধনী দিনে সবচেয়ে বেশী আয়ের সিনেমা হতে যাচ্ছে ‘পাঠান’।

‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার রেকর্ড ভাঙ্গতে না পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে মুক্তির দিন। প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ’ সিনেমার দ্বিতীয় পর্বটি মুক্তি পেয়েছিলো ছুটির দিনে। অন্যদিকে ‘পাঠান’ সিনেমাটি মুক্তি পেয়েছে সাধারণ ছুটির দিনে। সে হিসেবে প্রথম দিনে ৫০ কোটি রুপির বেশী বক্স অফিসে নতুন রেকর্ড। এছাড়া ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘বাহুবলী ২’ সিনেমাগুলো নিয়ে দর্শক উম্মাদনার অন্যতম কারণ ছিলো সিনেমাগুলোর প্রথম পর্বের ঐতিহাসিক সাফল্য। সে হিসেবে ‘পাঠান’ সিনেমার একমাত্র আকর্ষন শাহরুখ খান।

মুক্তির প্রথম দিন সাধারণ কর্ম দিবস হলেও, দ্বিতীয় দিন ২৬শে জানুয়ারি ভারতে ছুটির দিন। প্রজান্ত্রের ছুটির দিনে বক্স অফিসে ‘পাঠান’ আবারো সুনামি বইয়ে দিবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রি এবং দর্শক প্রতিক্রিয়া বিবেচনায় ২৬শে জানুয়ারি ‘পাঠান’ বক্স অফিসে আবারো ৫০ কোটি রুপির বেশী আয় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেটি হলে বলিউডের প্রথম সিনেমা হিসেবে মুক্তির দুই দিনে শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের গৌরব অর্জন করতে যাচ্ছে ‘পাঠান’।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে শাহরুখ খানের জনপ্রিয়তা আগে থেকে আকাশচুম্বী। ভারতের প্রথম সিনেমা হিসেবে ভারতের বাইরে ১০০টি দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’ সিনেমাটি। ১০০টি দেশে মোট ২,৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। ভারতের মত আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত শুরু করেছে শাহরুখ খানের নতুন এই সিনেমাটি। অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানি সহ বিভিন্ন দেশে রেকর্ড আয় দিয়ে বক্স অফিস যাত্রা শুরু করেছে ‘পাঠান’। উদ্বোধনী দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করা প্রথম বলিউড সিনেমা হতে যাচ্ছে ‘পাঠান’।

উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে ‘পাঠান’। শাহরুখ খানের সাথে এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। শাহরুখ খানের মত সিনেমাটিতে দীপিকাকেও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা যাবে। আর এতে জন আব্রাহাম থাকছেন নেতিবাচক চরিত্রে। এছাড়া এতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। আর সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ।

আরো পড়ুনঃ
দর্শক এবং সমালোচকদের প্রশংসায় ভাসছে শাহরুখ খানের ‘পাঠান’
মুক্তির আগেই সর্বকালের রেকর্ডঃ ‘পাঠান’ দিয়ে খুলছে ২৫টি বন্ধ প্রেক্ষাগৃহ
অগ্রিম টিকেট বিক্রি থেকে সর্বোচ্চ আয়ের সিনেমা শাহরুখ খানের ‘পাঠান’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d