বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটির সিনেমা উপহার দেয়া ভারতীয় তারকারা

বক্স অফিসে ১০০০ কোটির

সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় সিনেমার বাজার অনেক বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক বাজারের নিয়মিত দেশগুলোর পাশাপাশি যুক্ত হয়েছে নতুন অনেকগুলো দেশ। ইতিমধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে বেশ কয়েকটি ভারতীয় সিনেমা ১,০০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে। আমির খান অভিনীত ‘দাঙ্গাল’ প্রথম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটির বেশী আয় করতে সক্ষম হয়েছিলো। এরপর এই তালিকায় নাম লিখিয়েছে আরো কয়েকটি ভারতীয় সিনেমা।

তবে বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটির সিনেমা বেশীরভাগই হচ্ছে প্যান ইন্ডিয়া সিনেমা। তবে একটি সিনেমা এখন পর্যন্ত এর ব্যাতিক্রম। ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমার পর এই তালিকায় নাম লিখিয়েছে আরো কয়েকটি ভারতীয় সিনেমা। এছাড়া বর্তমানে নির্মানাধীন বেশ কয়েকটি সিনেমার এই তালিকায় যুক্ত হওয়ার সম্ভবনা রয়েছে। আর ভারতীয় তারকা বিবেচনা করলে এখন পর্যন্ত পাঁচজন তারকার সিনেমা এই মাইলফলক অতিক্রম করেছে। চলুন দেখে নেয়া যাক, বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটির সিনেমা উপহার দিয়েছেন যে ভারতীয় তারকারা।

বক্স অফিসে ১০০০ কোটির

০১। আমির খান
বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটির সিনেমা উপহার দেয়া ভারতীয় তারকার তালিকায় সবার উপরে আছেন বলিউড সুপারস্টার আমির খান। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত ‘দাঙ্গাল’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করছে প্রায় ১৯২৫ কোটি রুপি। তবে এই সিনেমাটির সবচেয়ে বেশী আয় এসেছে ভারতীয় সিনেমার অনিয়মিত বাজার চীন থেকে। এছাড়া আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাটিও চীনে অস্বাভাবিক আয়ের কারনে বিশ্বব্যাপী বক্স অফিসে ১,০০০ কোটি রুপির কাছাকাছি আয় করতে সক্ষম হয়েছিলো।

বক্স অফিসে ১০০০ কোটির

০২। প্রভাস
তেলুগু সিনেমার স্বপ্নবাজ নির্মাতা এসএস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করতে সক্ষম। সব ভাষা মিলিয়ে শুধুমাত্র ভারতীয় বক্স অফিসেই সিনেমাটি আয় করেছে ১,০০০ কোটির রুপির বেশী। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির এই আয়ের রেকর্ড অদূর ভবিষ্যতে ভাঙ্গার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে। আর বিশ্বব্যাপী বক্স অফিসে প্রভাস অভিনীত সিনেমাটির মোট আয়ের পরিমাণ ১৭৪৯ কোটি রুপি। সিনেমাটির মাধ্যমে নিজের জনপ্রিয়তা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন প্রভাস।

বক্স অফিসে ১০০০ কোটির

০৩। যশ
কন্নড় সিনেমার রকিং স্টার খ্যাত নির্মাতা যশ ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার মাধ্যমে এই তালিকায় নিজের অবস্থান নিশ্চিত করেছেন। ২০২২ সালের ব্লকবাস্টার ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাটি ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ঝড় তুলতে সক্ষম হয়েছিলো। যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার বিশ্বব্যাপী বক্স অফিসে মোট আয়ের পরিমাণ ১২০৭ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ৯০০ কোটির রুপির বেশী।

বক্স অফিসে ১০০০ কোটির

০৪। রাম চরণ
বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটির বেশী আয় করা দুটি সিনেমা উপহার দেয়া একমাত্র নির্মাতা এসএস রাজামৌলী। রাজামৌলী পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আরআরআর’ বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটির বেশী আয় করতে সক্ষম হয়েছিলো। সিনেমাটির দুটি প্রধান চরিত্রে একটিতে অভিনয় করেছেন তেলুগু সুপারস্টার রাম চরণ। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘আরআরআর’ সিনেমাটির বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছে ১১৯০ কোটি রুপি। বক্স অফিসের পাশাপাশি সিনেমাটির জন্য হলিউডের নির্মাতাদের প্রশংসায় ভাসছেন এসএস রাজামৌলী।

বক্স অফিসে ১০০০ কোটির

০৫। এনটিআর জুনিয়র
রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ সিনেমার মাধ্যমে এই তালিকায় স্থান করে নিয়েছেন আরেক তেলুগু তারকা এনটিআর জুনিয়র। ‘আরআরআর’ সিনেমার প্রধান দুটি চরিত্রে রাম চরণের সাথে অভিনয় করেছেন এনটিআর জুনিয়র। সিনেমাটিতে তাকে ভীম চরিত্রে দেখা গেছে। বিশ্বব্যাপী বক্স অফিসে ১১৯০ কোটি রুপি আয় করা এই সিনেমার অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন এই তারকা। রাম চরণ এবং এনটিআরের সমান্তরাল অভিনয় সিনেমাটিকে করেছে দারুণ উপভোগ্য।

০৬। শাহরুখ খান (সম্ভাব্য)
গত ২৫শে জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের সিনেমা ‘পাঠান’। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত সিনেমাটি মুক্তির পর বক্স অফিসের প্রাথমিক সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার পাশাপাশি ‘পাঠান’ দিয়ে এই তালিকায় নাম লিখানোর সম্ভাবনা তৈরি করেছেন শাহরুখ খান। মুক্তির ১৭দিনে সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৯০১ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক বাজারে সিনেমাটি নিয়ে দর্শকদের উম্মাদনার কারনে শীগ্রই সিনেমাটি ১০০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

০৭। সালমান খান (সম্ভাব্য)
বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটির সিনেমা উপহার দেয়া ভারতীয় তারকাদের তালিকায় সালমান খানকে রাখাটা কিছুটা উচ্চাভিলাষী। তবে সাম্প্রতিক বছরগুলোতে সালমান খানের সিনেমার বাণিজ্যিক সাফল্য তাকে সম্ভাব্য হিসেবে তালিকায় নিয়ে এসেছে। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা ‘টাইগার থ্রী’। ‘পাঠান’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের কারনে স্পাই ইউনিভার্সের এই সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা আকাশচুম্বী। ধারণা করা হচ্ছে ‘টাইগার থ্রী’ বিশ্বব্যাপী ১০০০ কোটির বেশী আয় করতে সক্ষম হবে।

প্রিয় পাঠক, উপরে উল্লেখিত তারকাদের মধ্যে আপনি কোন তারকার ভক্ত সেটা আমাদের জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। এছাড়া শাহরুখ খান এবং সালমান খান ছাড়া বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি রুপির সিনেমা উপহার দেয়ার সম্ভাব্য তালিকায় আর কার থাকা উচিৎ বলে আপনি মনে করছেন? এ সম্পর্কে আপনার মতামত আমাদের জানিয়ে দিতে পারেন মন্তব্যে। বিশ্বের সিনেমা সম্পর্কে আরো জানতে আমাদের সাথে থাকুন।

আরো পড়ুনঃ
তৃতীয় সপ্তাহে ‘পাঠান’: সর্ব ভারতীয় বক্স অফিসে চতুর্থ এবং বিশ্বব্যাপী পঞ্চম
বিশ্বব্যাপী বক্স অফিসে ৯০০ কোটি রুপির মাইলফলকে শাহরুখ খানের ‘পাঠান’
‘কেজিএফ ২’কে পিছনে ফেলে ইতিহাসের সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমা ‘পাঠান’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d