বক্স অফিসে দুর্দান্ত শুরু করলো ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’

মাল্টিভার্স অফ ম্যাডনেস

মাল্টিভার্স অফ ম্যাডনেস

সম্প্রতি মুক্তি পেয়েছে মার্ভেলের নতুন সুপারহিরো সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’। মুক্তির পরই বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে প্রতীক্ষিত এই সিনেমাটি। জানা গেছে বিশ্বব্যাপী বক্স অফিসে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের চতুর্থ সর্বোচ্চ প্রথম সপ্তাহান্তের রেকর্ড গড়েছে বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত এই সিনেমা। মুক্তির আগে বিশ্বের বিভিন্ন দেশে অগ্রিম টিকেট বিক্রিতেও এগিয়ে ছিলো এই সিনেমাটি।

হলিউডের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ সিনেমাটি মুক্তির প্রথম তিনদিনে বক্স অফিসে আয় করেছে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে ১৮৫ মিলিয়ন মার্কিন ডলার এসেছে যুক্তরাষ্ট্রের বক্স অফিস থেকে। বাকি ২৬৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বাইরের বক্স অফিসের আয়। ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ সিনেমার পর করোনা মহামারীর পরে এটিই দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড।

এছাড়া এই আয়ের মাধ্যমে মার্ভেলের সিনেমার ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’। প্রকাশিত খবরে জানা গেছে প্রথম সপ্তাহান্তে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের চতুর্থ সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে নাম লিখিয়েছে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’। এই তালিকায় সবার উপরে রয়েছে ‘অ্যাভেঞ্জার্সঃ এন্ডগেম’ সিনেমাটির আর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ এবং ‘অ্যাভেঞ্জার্সঃ ইনফিনিটি ওয়ার’।

স্যাম রাইমি পরিচালিত ডিজনির বহুল প্রতীক্ষিত এই সিনেমাটির নির্মাতারা ৪,৫৩৪টি প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনির আয়োজন করেছিলেন। প্রেক্ষগৃহের হিসেবে এটি ছিলো সবচেয়ে বড় পরিসরে মুক্তি পাওয়া সপ্তম সিনেমা। যেহেতু সিনেমাটি মার্ভেলের তাই প্রশ্ন থেকেই যায় সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি কেমন হয়েছে? সিনেমা বিশেষজ্ঞদের ধারনা অনুযায়ী এই সংখ্যাটি ১৬০ মিলিয়ন মার্কিন ডলারের কম নয়। মহামারীর সময়ে এটিই ডিজনির সবচেয়ে বড় বক্স অফিস শুরু।

অন্যদিকে বক্স অফিসে হিসেবের বাইরে সমালোচকদের কাছে তেমন প্রশংসা পায়নি ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’। যেখানে ২০১৬ সালে সিনেমাটির প্রথম পর্বের রটেন টম্যাটোস রেট ছিলো ৮৯%, সেখানে ‘ডক্টর স্ট্রেঞ্জ ২’ সিনেমাটির স্কোর হচ্ছে ৭৭%। এর আগে মার্ভেলের ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ সিনেমাটির রটেন টম্যাটোস স্কোর ছিলো ৯৩%। সে হিসেবে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ সিনেমাটির তুলনা হতে পারে ‘অ্যাভেঞ্জার্সঃ এইজ অফ আলট্রন’ সিনেমার সাথে। এই সিনেমাটি রটেন টম্যাটোস স্কোর ছিলো ৭৬%।

‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ সিনেমাটি বেনেডিক্ট কাম্বারব্যাচকে রকিং কনজুরার হিসাবে ফিরিয়ে এনেছে। সেই সাথে সিনেমাটিতে আরো যুক্ত হয়েছে এলিজাবেথ ওলসেন, চিওয়েটেল ইজিওফোর, বেনেডিক্ট ওং এবং র্যাচেল ম্যাকঅ্যাডামস। এছাড়াও সিনেমাটিতে কিছু এমসিইউ ক্যামিও রয়েছে যা ভক্তদের আনন্দে মাতাবে।

সিনেমাটি পরিচালনা করেছে স্যাম রাইমি, যিনি মূলত মূল ‘স্পাইডার-ম্যান’ ট্রিলজি দিয়ে আধুনিক কমিক-বুক মুভির যুগের সূচনা করেছিলেন। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ এর মতো ’ডক্টর স্ট্রেঞ্জ’ মাল্টিভার্সের গভীরে তলিয়ে যায়, যা বিভিন্ন টাইমলাইনের পোশাক পরা নায়কদের একসাথে একটি দুর্দান্ত পুরানো সময় কাটাতে সক্ষম করে।

আরো পড়ুনঃ
বিশ্বব্যাপী বক্স অফিসে দুর্দান্ত শুরু করলো মার্ভেলের ‘ডক্টর স্ট্রেঞ্জ ২’
বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলছে ডিসির নতুন সিনেমা ‘দ্য ব্যাটম্যান’
‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ দশম পর্ব থেকে সরে দাঁড়ালেন জাস্টিন লিন

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d