যুক্তরাষ্ট্র বক্স অফিসে ‘অ্যাভাটার’ সিনেমাকে ছাড়িয়ে গেলো ‘স্পাইডার-ম্যান’

‘অ্যাভাটার’ সিনেমাকে ছাড়িয়ে

‘অ্যাভাটার’ সিনেমাকে ছাড়িয়ে

করোনা ভাইরাসের ওমিক্রন সংক্রমণের মুখেও মুক্তির প্রথম তিন দিনে ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ সর্বকালের চতুর্থ সেরা সিনেমা হিসেবে আবির্ভূত হয়েছে বলে জানিয়েছে হলিউড ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো। যুক্তরাষ্ট্র বক্স অফিসের পাশাপাশি বিশ্বব্যাপী রেকর্ড পরিমাণ আয় করছে এই সিনেমা। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র বক্স অফিসে ‘অ্যাভাটার’ সিনেমাকে ছাড়িয়ে গেছে ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ সিনেমাটির আয়।

হলিউড ভিত্তিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে যুক্তরাষ্ট্র বক্স অফিসে ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ সিনেমাটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬০.৯ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে ‘অ্যাভাটার’ সিনেমার মোট বক্স অফিস আয় ছিলো ৭৬০.৫ মিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র বক্স অফিসে আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগাম’, আয়ের পরিমাণ ৮৫৮ মিলিয়ন মার্কিন ডলার। আর ১০০ মিলিয়ন আয় করতে সক্ষম হলেই যুক্তরাষ্ট্র বক্স অফিসে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবির্ভূত হবে ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’।

তবে প্রথম স্থানটা ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ সিনেমার জন্য অধরাই থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র বক্স অফিসে ৯৩৬ মিলিয়ন মার্কিন ডলার আয়ের মাধ্যমে প্রথম স্থানে রয়েছে ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স এয়েকেন’ সিনেমাটি। এদিকে ইতিমধ্যে সনির ইতিহাসের সর্বোচ্চ আয়ের সিনেমার খাতায় নাম লিখিয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এই সিনেমা। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের কাছেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলো এই সিনেমা।

প্রসঙ্গত, ‘হোমকামিং’ এবং ‘ফার ফ্রম হোম’ সিনেমার পর আবারো ‘স্পাইডার-ম্যান’ পরিচালনায় ফিরছেন নির্মাতা পরিচালক জন ওয়াটস। ম্যাককেনা এবং এরিক সোমারসের চিত্রনাট্যে ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ সিনেমাটির মাধ্যমে জন ওয়াটস তার স্পাইডার ম্যান ট্রিলজির ইতি টানছেন এবং মার্ভেল শুরু করতে যাচ্ছে একটি নতুন ইউনিভার্স। সিনেমাটিতে আগের দুই পর্বের মতই পিটার পার্কারের চরিত্রে টম হল্যান্ড, এমজে চরিত্রে জেনডায়া এবং নেড চরিত্রে জ্যাকব ব্যাটালন অভিনয় করেছেন।

সিরিজের নতুন এই পর্বে দেখা গেছে পিটার পার্কার হিসাবে স্পাইডার-ম্যানের পরিচয় বিশ্বের কাছে প্রকাশ পেয়ে যায়। সবার স্মৃতি থেকে স্পাইডার-ম্যানের পরিচয় মুছে দেয়ার জন্য পিটার ডক্টর স্ট্রেঞ্জের সাহায্য চায় কিন্তু একটি ভূলের কারনে মাল্টিভার্স খুলে যায়। ডাঃ অটো অক্টোভিয়াস (আলফ্রেড মোলিনা), ইলেকট্রো (জেমি ফক্স) এবং গ্রীন গবলিন (উইলেম ডাফো) সবাই ফিরে আসে। এই সিনেমাটিতে নিজেদের চরিত্র নিয়ে ফিরে এসেছেন জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন, মারিসা টোমেই, জন ফাভরেউ এবং জে.কে. সিমন্স।

আরো পড়ুনঃ
‘অ্যাভাটার’ বক্স অফিস সংগ্রহকে ছাড়িয়ে যাবে ‘স্পাইডার-ম্যানঃ নো ওয়ে হোম’
‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ দেখার আগে যে সিনেমাগুলো দেখা উচিৎ!
বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন মার্কিন ডলার আয়ের পথে ‘নো ওয়ে হোম’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d