বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন মার্কিন ডলার আয়ের পথে ‘নো ওয়ে হোম’

বিশ্বব্যাপী বক্স অফিসে

বিশ্বব্যাপী বক্স অফিসে

সনি পিকাচার্স এবং মার্ভেল স্টুডিও প্রযোজিত ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ সিনেমাটি সর্বকালের অন্যতম সেরা সিনেমার তালিকায় নাম লিখাতে যাচ্ছে। করোনা ভাইরাসের ওমিক্রন সংক্রমণের মুখেও মুক্তির প্রথম তিন দিনে সর্বকালের চতুর্থ সেরা সিনেমা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বলে জানিয়েছে হলিউড ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো। জানা গেছে বিশ্বব্যাপী বক্স অফিসে ইতিমধ্যে ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে এই সিনেমা। খুব অল্প সময়ের মধ্যেই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন মার্কিন ডলার আয়ের রেকর্ড করতে যাচ্ছে ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’।

সিনেমাটির বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তোলার অন্যতম প্রধান কারন হচ্ছে এই সিনেমায় একসাথে আসছেন তিনি স্পাইডার ম্যান টোবি ম্যাগুয়ার, অ্যান্ড্রু গারফিল্ড এবং টম হল্যান্ড। যদিও নির্মাতাদের পক্ষ্য থেকে কোন আনুষ্ঠানিক ঘোষনা ছিলো না, কিন্তু মুক্তির আগেই থেকে সবাই এমনটাই ধারনা করছিলেন। তাই মুক্তির পর সিনেমাটি দেখার জন্য প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পরেন স্পাইডার ম্যান ভক্তরা। এছাড়া সিনেমাটির গল্প, চিত্রনাট্য এবং স্পেশাল ইফেক্টের কারনে ভক্তদের মাত করছে এই সিনেমা।

এবার আসি সিনেমাটির বক্স অফিসে আয়ের হিসেবে। মুক্তির পর এখন পর্যন্ত সিনেমাটির মোট আয়ের পরমান দাঁড়িয়েছে ৮৭৬.০৩ মিলিয়ন মার্কিন ডলার। সিনেমাটির এই আয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বক্স অফিসে সিনেমাটির আয় ছিলো ৩৮৫.৮৩ মিলিয়ন মার্কিন ডলার। আরে আন্তর্জাতিক বক্স অফিসে সিনেমাটির আয়ের পরমান ৪৯০.২০ মিলিয়ন মার্কিন ডলার। ১৭ই ডিসেম্বর মুক্তির পর ক্রিসমাস এবং নতুন বছরের ছুটিতে সিনেমাটি নতুন রেকর্ড করতে যাচ্ছে বলে জানা গেছে। খুব শীগ্রই সিনেমাটি বক্স অফিসে ১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’।

‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ সিনেমার মাধ্যমে টম হল্যান্ড ষষ্ঠ বারের মত ‘স্পাইডার-ম্যান’ হিসেবে অ্যাকশনে ফিরেছেন। নতুন এই সিনেমায় এবার বেনেডিক্ট কাম্বারব্যাচের ডক্টর স্ট্রেঞ্জ আবির্ভুত হয়েছেন তার মেন্টর হিসেবে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে সমালোচকদের কাছ থেকে দুর্দান্ত রিভিউ পাওয়া সিনেমাটি বর্তমানে প্রেক্ষাগৃহে হাউসফুল ব্যবসা করছে। আবেগ এবং হাস্যরসে ভরপুর সিনেমাটিকে অনেকেই এখন পর্যন্ত মার্ভেলের সেরা সিনেমা হিসেবে আখ্যায়িত করছেন। এছাড়া ইতিমধ্যে আইএমডিবি’তে ৮.৮ রেটিং নিয়ে সর্বকালের অন্যতম সেরা সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে।

প্রসঙ্গত, ‘হোমকামিং’ এবং ‘ফার ফ্রম হোম’ সিনেমার পর আবারো ‘স্পাইডার-ম্যান’ পরিচালনায় ফিরছেন নির্মাতা পরিচালক জন ওয়াটস। ম্যাককেনা এবং এরিক সোমারসের চিত্রনাট্যে ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ সিনেমাটির মাধ্যমে জন ওয়াটস তার স্পাইডার ম্যান ট্রিলজির ইতি টানছেন এবং মার্ভেল শুরু করতে যাচ্ছে একটি নতুন ইউনিভার্স। সিনেমাটিতে আগের দুই পর্বের মতই পিটার পার্কারের চরিত্রে টম হল্যান্ড, এমজে চরিত্রে জেনডায়া এবং নেড চরিত্রে জ্যাকব ব্যাটালন অভিনয় করেছেন।

সিরিজের নতুন এই পর্বে দেখা যাবে পিটার পার্কার হিসাবে স্পাইডার-ম্যানের পরিচয় বিশ্বের কাছে প্রকাশ পেয়ে যায়। সবার স্মৃতি থেকে স্পাইডার-ম্যানের পরিচয় মুছে দেয়ার জন্য পিটার ডক্টর স্ট্রেঞ্জের সাহায্য চায় কিন্তু একটি ভূলের কারনে মাল্টিভার্স খুলে যায়। ডাঃ অটো অক্টোভিয়াস (আলফ্রেড মোলিনা), ইলেকট্রো (জেমি ফক্স) এবং গ্রীন গবলিন (উইলেম ডাফো) সবাই ফিরে আসে। এই সিনেমাটিতে নিজেদের চরিত্র নিয়ে ফিরে এসেছেন জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন, মারিসা টোমেই, জন ফাভরেউ এবং জে.কে. সিমন্স।

আরো পড়ুনঃ
সর্বাকালের সেরা সিনেমার তালিকায় ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’!
আন্তর্জাতিক বক্স অফিসে ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ সিনেমার সুনামি!
প্রশংসায় ভাসছে ‘স্পাইডার ম্যান–নো ওয়ে হোম’: এখন পর্যন্ত মার্ভেলের সেরা সিনেমা!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d