আন্তর্জাতিক বক্স অফিসেও দুর্দান্ত আয় করছে রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’

রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’

রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’

রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত বহুল আলোচিত এবং প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ধামাকা নিয়ে হাজির হয়েছে। মুক্তির দৌড়ে শামিল হওয়ার পর সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছিলো মুক্তির প্রায় এক সপ্তাহ আগে। অগ্রিম টিকেট বিক্রিতে দারুণভাবে এগিয়ে থাকা রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি বক্স অফিসে যাত্রা শুরু করেছে রেকর্ড পরিমাণ আয়ের মাধ্যমে। জানা গেছে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও দুর্দান্ত আয় করছে অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমা।

মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে সব ভাষায় সিনেমাটি রেকর্ড ৩৬.৫০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। এরপর দ্বিতীয় দিনে ৪০ কোটি রুপির বেশী আয়ের মাধ্যমে বক্স অফিস রাজত্ব অব্যাহত রেখেছিলো রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি। এদিকে প্রথম দুই দিনের তুলনায় তৃতীয় দিনে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রির পরিমাণ বেশী ছিলো। আর রবিবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে তৃতীয় দিনে সিনেমাটি আবারো রেকর্ড আয় করবে বলে মনে করছেন সবাই। এছাড়া দর্শকদের চাহিদা পূরণ করার জন্য তৃতীয় দিনে সিনেমাটির জন্য আরও প্রদর্শনী যুক্ত করা হয়েছে।

এদিকে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত ছাড়াও আন্তর্জাতিক বক্স অফিসেও দুর্দান্ত আয় করছে রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি। ভারতের বাইরে সিনেমাটি ৩,৮৯৪টি স্ক্রিনে মুক্তি পেয়েছিলো, যা বলিউডের ইতিহাসের অন্যতম বড় পরিসরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে একটি করে তুলেছে। বিশাল সংখ্যক স্ক্রিনে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে ভালো আয় করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। সময়ের সাথে সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক বাজারেও দর্শকদের আগ্রহ বাড়ছে।

আন্তর্জাতিক বক্স অফিসে সিনেমাটির আয়ের ধারাবাহিকতা থেকে আনুমান করা যাচ্ছে যে উদ্বোধনী সপ্তাহান্তে রণবীর কাপুরের সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা হিসেবে আবির্ভূত হবে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’। প্রাথমিক ধারনা অনুযায়ী আন্তর্জাতিক বক্স অফিসে প্রথম সপ্তাহান্তে রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটির আয় ৯ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। শেষ পর্যন্ত সিনেমাটির আয় যদি অনুমানের চেয়ে কমও হয়, ভারতের বাইরে রণবীর কাপুরের সর্বোচ্চ আয়ের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ হওয়াটা অনেকটাই নিশ্চিত।

এর আগে এখন পর্যন্ত আন্তর্জাতিক বক্স অফিসে রণবীর কাপুরের সর্বোচ্চ আয়ের সিনেমা হচ্ছে ‘অ্যা দিল হ্যায় মুশকিল’। রোম্যান্টিক গল্পের এই সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের আলোচিত নির্মাতা করন জোহর। ‘অ্যা দিল হ্যায় মুশকিল’ সিনেমাটির মুক্তির উদ্বোধনী সপ্তাহান্তে আন্তর্জাতিক বক্স অফিসে  ৭.৭৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিলো। এখন পর্যন্ত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার অবিশ্বাস্য গতি এবং দর্শকদের পৃষ্ঠপোষকতায় এটি আশ্চর্যের কিছু হবে না যদি এটি এই সিনেমার বক্স অফিস সংগ্রহকে ছাড়িয়ে যায়।

এদিকে বক্স অফিসে পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি। বেশীরভাগ সমালোচকই সিনেমাটির প্রশংসা করেছেন, যদিও কিছু সমালোচক সিনেমাটির ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। সিনেমাটির ভিএফএক্স এবং প্রধান তারকাদের অভিনয়ের পাশাপাশি শাহরুখ খানের ক্যামিও চরিত্র নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড বাদশা। তার পর্দা উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।

অয়ন মুখার্জির ‘অস্ত্রভার্স’ ট্রিলজির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র – পার্ট ১: শিব’। সিনেমাটিতে রণবীর কাপুর এবং আলিয়া ভাট ছাড়া আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা এবং মৌনি রায়। এছাড়া সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে আছেন বলিউড বাদশা শাহরুখ খান। সিনেমাটিতে মৌনি রায় প্রধান খলচরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে শাহরুখ খানকে দেখা গেছে একজন বিজ্ঞানী চরিত্রে। মৌনি রায় কূটকৌশলের আশ্রয় নিয়ে শাহরুখ খানের কাছ থেকে ব্রহ্মাস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয়ে শিবের যাত্রা।

উল্লেখ্য যে, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি বলিউডের ইতিহাসের সবচেয়ে বেশী স্ক্রিনে মুক্তি পাওয়ার রেকর্ড গড়েছে। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৯,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। এর মধ্যে সিনেমাটি ৫,০০০-এর বেশী স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটির নির্মানে প্রায় ৪১০ কোটি রুপি খরচ করেছেন নির্মাতারা। ‘অস্ত্রভার্স’ ট্রিলজির প্রথম পর্ব ‘ব্রহ্মাস্ত্র – পার্ট ১: শিবা’ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালাম ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে। সিনেমাটির পিছনে নিজের জীবনের দীর্ঘ দশ বছর খরচ করেছেন বলিউডের স্বপ্নবাজ নির্মাতা অয়ন মুখার্জি।

আরো পড়ুনঃ
‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিস: দ্বিতীয় দিনের আয়েও নতুন রেকর্ড গড়ল সিনেমাটি
রেকর্ড প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও দুর্দান্ত আয়ের পথে ‘ব্রহ্মাস্ত্র’
বহুল প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা নিয়ে যা বলছেন দর্শক এবং সমালোচকরা!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d