প্রথম সপ্তাহ শেষে বক্স অফিসে ২০০ কোটির পথে রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’

রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’

রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’

অয়ন মুখার্জি পরিচালিত রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত এক সপ্তাহ অতিক্রম করেছে। প্রথম সপ্তাহান্তে রেকর্ড আয়ের পর সপ্তাহের স্বাভাবিক কর্ম দিবসেও ভালো আয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি। সপ্তাহের শেষ দিনগুলোতে আয় কিছুটা নিম্নমুখী হলেও প্রথম তিনদিন এবং অগ্রিম টিকেট বিক্রির কারনে প্রথম সপ্তাহ শেষ বক্স অফিসে শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমাটি।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে রণবীর কাপুর এবং আলিয়া ভাট জুটির প্রথম এই সিনেমাটি প্রথম সপ্তাহ শেষে ভারতীয় বক্স অফিসে ১৭০ কোটি রুপির বেশী আয় করতে সক্ষম হয়েছে। মুক্তির প্রথম ৭ দিনের মধ্যে সপ্তম দিন বৃহস্পতিবার প্রথমবারের মত সিনেমাটির আয় দুই অংকের নীচে নামতে দেখা গেছে। বৃহস্পতিবার সিনেমাটির বক্স অফিস থেকে আয়ের পরিমাণ ছিলো ৯ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

প্রথম সপ্তাহে ভারতীয় বক্স অফিসে ১৭৩ কোটি রুপির মধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছে ১৫৬ কোটি রুপি। দেশীয় বক্স অফিসে সিনেমাটির প্রথম সপ্তাহের আয়ের বিস্তারিত নীচে দেওয়া হলো –

রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’

সপ্তাহের শেষ দিনগুলোতে বক্স অফিস আয়ে পতনের হার স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশী ছিলো ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ক্ষেত্রে। কিন্তু ইতিমধ্যে ভারতের জাতীয় চেইন মাল্টিপ্লেক্সে সর্বকালের অন্যতম সেরা আয়ের রেকর্ড গড়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন শুক্রবার সিনেমাটির বক্স অফিস আয় ১০ কোটির রুপির কাছাকাছি থাকতে পারে। সেহিসেব দ্বিতীয় সপ্তাহান্তেই ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। এখন পর্যন্ত এই সিনেমাটির আয়ের সিংহভাগ এসেছে মাল্টিপ্লেক্স থেকে।

চলতি বছরে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলোর বক্স অফিসে মুখ থুবড়ে পরার ঘটনাকে পিছনে ফেলে নির্মাতাদের জন্য আশার আলো নিয়ে এসেছে ‘ব্রহ্মাস্ত্র’। দ্বিতীয় সপ্তাহান্ত শেষেই ‘ব্রহ্মাস্ত্র’ চলতি বছরের অন্যতম বড় ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার আয়কে ছাড়িয়ে যাবে। এর মাধ্যমে ২০২২ সালে বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবির্ভুত হতে ‘ব্রহ্মাস্ত্র’। তবে সরকার দলীয়দের পৃষ্টপোষকতায় বিতর্কিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাকে ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়িয়ে যেতে পারে কিনা সেটা সময়ই বলে দিবে।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটির বক্স অফিসে আয়ের ধারা অনেকটা মার্ভেলের সিনেমাগুলোর মত। হলিউডের সুপারহিরো এবং অ্যাকশন সিনেমাগুলোর মত ‘ব্রহ্মাস্ত্র’ তরুন দর্শকদের মাঝে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেতে সক্ষম হয়েছে। তাই স্বাভাবিকভাবে সপ্তাহান্তে বক্স অফিস আয়ে ভালো প্রবৃদ্ধির পর সপ্তাহের স্বাভাবিক দিনগুলোতে আয়ে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাবে। আর সিনেমাটির জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে আগামী ৩০শে সেপ্টেম্বর ‘বিক্রম ভেধা’ মুক্তির আগে পর্যন্ত বক্স অফিসে কোন প্রতিযোগিতার মুখে পরতে হচ্ছে না সিনেমাটিকে। দ্বিতীয় সপ্তাহান্তেও সিনেমাটির ভালো আয়ের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে বক্স অফিসে পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি। বেশীরভাগ সমালোচকই সিনেমাটির প্রশংসা করেছেন, যদিও কিছু সমালোচক সিনেমাটির ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। সিনেমাটির ভিএফএক্স এবং প্রধান তারকাদের অভিনয়ের পাশাপাশি শাহরুখ খানের ক্যামিও চরিত্র নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড বাদশা। তার পর্দা উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।

অয়ন মুখার্জির ‘অস্ত্রভার্স’ ট্রিলজির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র – পার্ট ১: শিব’। সিনেমাটিতে রণবীর কাপুর এবং আলিয়া ভাট ছাড়া আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা এবং মৌনি রায়। এছাড়া সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে আছেন বলিউড বাদশা শাহরুখ খান। সিনেমাটিতে মৌনি রায় প্রধান খলচরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে শাহরুখ খানকে দেখা গেছে একজন বিজ্ঞানী চরিত্রে। মৌনি রায় কূটকৌশলের আশ্রয় নিয়ে শাহরুখ খানের কাছ থেকে ব্রহ্মাস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয়ে শিবের যাত্রা।

উল্লেখ্য যে, রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি বলিউডের ইতিহাসের সবচেয়ে বেশী স্ক্রিনে মুক্তি পাওয়ার রেকর্ড গড়েছে। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৯,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। এর মধ্যে সিনেমাটি ৫,০০০-এর বেশী স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটির নির্মানে প্রায় ৪১০ কোটি রুপি খরচ করেছেন নির্মাতারা। ‘অস্ত্রভার্স’ ট্রিলজির প্রথম পর্ব ‘ব্রহ্মাস্ত্র – পার্ট ১: শিবা’ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালাম ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে। সিনেমাটির পিছনে নিজের জীবনের দীর্ঘ দশ বছর খরচ করেছেন বলিউডের স্বপ্নবাজ নির্মাতা অয়ন মুখার্জি।

আরো পড়ুনঃ
৫ দিনে ১৫০ কোটিঃ পঞ্চম দিনেও আয়ের ধারা অব্যাহত রাখলো ‘ব্রহ্মাস্ত্র’
আন্তর্জাতিক বক্স অফিসেও দুর্দান্ত আয় করছে রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’
সোমবার বক্স অফিসের পরীক্ষা উৎরে চতুর্থ দিনে ভালো অবস্থানে ‘ব্রহ্মাস্ত্র’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d