‘রক্ষা বন্ধন’ বক্স অফিস: চলতি বছরে অক্ষয় কুমারের টানা তৃতীয় ডিজাস্টার

‘রক্ষা বন্ধন’ বক্স অফিস

‘রক্ষা বন্ধন’ বক্স অফিস

পাঁচ দিনের বর্ধিত সপ্তাহান্তকে সামনে রেখে মুক্তিপ্রাপ্ত ‘রক্ষা বন্ধন’ সিনেমাটির বক্স অফিস ভাগ্য নির্ধারন হয়ে গেলো। ভারতের স্বাধীনতা দিবসের ছুটির দিনে সিনেমাটির বক্স অফিসে আয় করেছে ২০% এর মত। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষা বন্ধন’ সিনেমাটি সোমবার স্বাধীনতা দিবসের ছুটির দিনে বক্স অফিসে মাত্র ৫.৭৫ থেকে ৬.১৫ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। ছুটির দিনে আয় বৃদ্ধির পরিবর্তে সিনেমাটির আয়ে বড় পতন দেখা গেলো।

‘রক্ষা বন্ধন’ বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে মুক্তির পাঁচ দিনের সপ্তাহান্ত শেষে সিনেমাটির ডিজাস্টার হওয়া ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। রক্ষা বন্ধন এবং স্বাধীনতা দিবসের দুই দিনের ছুটি সহ পাঁচ দিনের সপ্তাহান্তে সিনেমাটি বক্স অফিসে একাধিক পতনের শিকার হয়েছে। ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ছুটির দিনেও সিনেমাটি বক্স অফিসে ভালো আয় করতে ব্যর্থ হয়েছে। ১৫ই আগস্ট সিনেমাটির বক্স অফিসে পতনের কারনে অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ নিয়ে আর কোন আশা অবশিষ্ট থাকলো না।

মুক্তির প্রথম বর্ধিত সপ্তাহান্তে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে মাত্র ৩৪ কোটি রুপি। স্বাধীনতা দিবসের ছুটির দিনে সিনেমাটির বক্স অফিসে এত কম আয় স্বাভাবিক সময়ে পুরপুরি মুখ থুবড়ে পরাটা নিশ্চিত করেছে। এখন পর্যন্ত হিসেব অনুযায়ী সিনেমাটির মোট আয় ৫০ কোটি রুপি অতিক্রম করতে পারবে না। ‘রক্ষা বন্ধন’ সিনেমার মাধ্যমে চলতি বছরে টানা তৃতীয় বক্স অফিস ডিজাস্টার উপহার দিলেন অক্ষয় কুমার। এর আগে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পান্ডে’ এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমাগুলো ডিজাস্টার হয়েছিলো।

পঞ্চম দিনে সিনেমাটির বক্স অফিসে আয়ে পতনের বড় অংশ দেখা গেছে মাল্টিপ্লেক্সে। সিনেমাটির গল্প এবং প্রেক্ষাপট বিবেচনায় মাল্টিপ্লেক্স দর্শকদের কাছে ‘রক্ষা বন্ধন’ গ্রহণযোগ্যতা না পাওয়াটা প্রত্যাশিত ছিলো। মুক্তির প্রথম চার দিনেই মাল্টিপ্লেক্স দর্শকদের বড় অংশ সিনেমাটি উপভোগ করেছেন। ধারনা করা হয়েছিলো একক স্ক্রিনে সিনেমাটি সময়ের সাথে দর্শক টানতে সমর্থ হবে। কিন্তু স্বাধীনতা দিবসের ছুটির দিনেও সিনেমাটি দর্শক টানতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত সিনেমাটি ৫০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

এর আগে মুক্তির প্রথম দিনে মাত্র ১২% দর্শক সমাগম নিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করেছিলো অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘রক্ষা বন্ধন’। সিনেমাটি বক্স অফিসে দর্শক টানতে ব্যর্থ হওয়ার কারনে দ্বিতীয় দিনে সিনেমাটির প্রায় ১,০০০ প্রদর্শনী বাতিল করেছেন প্রদর্শকরা। অক্ষয় কুমারের সিনেমাটি নিয়ে বলিউড সংশ্লিষ্টদের প্রত্যাশাও ছিলো অনেক। কিন্তু বলিউডের ২০২২ সালে চলমান ব্যর্থতার গল্প আরো দীর্ঘায়িত হলো এই সিনেমাটির মাধ্যেমে।

এখন পর্যন্ত ধারনা অনুযায়ী ‘রক্ষা বন্ধন’ সিনেমাটির মোট বক্স অফিস আয় এই তারকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমার চেয়ে কম হতে যাচ্ছে। ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমাটিও বক্স অফিসে ডিজাস্টার হিসেবে আবির্ভুত হয়েছিলো। ‘রক্ষা বন্ধন’ সিনেমাটির আয় ‘বচ্চন পাণ্ডে’ সিনেমাটির মত হতে যাচ্ছে বলে ধারনা করছেন ট্রেড বিশেষজ্ঞরা। বন্ধের দিনেও বক্স অফিসে পতনের কারনে মঙ্গলবার থেকে প্রেক্ষাগৃহে সিনেমাটি হারিয়ে যাওয়া অনেকটাই নিশ্চিত।



উল্লেখ্য যে, ‘রক্ষা বন্ধন’ সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেডনেকার। ভাই বোনের ভালোবাসা এবং দায়িত্ববোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। আলোচিত নির্মাতা আনন্দ এল রাইয়ের পরিচালনায় সাহেজেমিন কোর, দীপিকা খান্না, সাদিয়া খাতেব এবং স্মৃতি শ্রীকান্ত অক্ষয় কুমারের বোনের চরিত্রে অভিনয় করছেন। ‘রক্ষা বন্ধন’ নির্মাতা আনন্দ এল রাইয়ের সাথে অক্ষয় কুমারের দ্বিতীয় সিনেমা। এর আগে অক্ষয় কুমার আনন্দ এল রাই পরিচালিত ‘আতরঙ্গি রে’ সিনেমায় অভিনয় করেছিলনে।

আরো পড়ুনঃ
দ্বিতীয় দিনেই বক্স অফিসে পতনঃ হ্রাস করা হয়েছে দুই সিনেমারই প্রদর্শনী
আগের দুই ফ্লপ সিনেমার চেয়েও কম আয়ে শুরু করলো অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’
‘রক্ষা বন্ধন’ বক্স অফিস: প্রত্যাশার অনেক কম আয়ে শুরু করলেন অক্ষয়

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d