বলিউড বক্স অফিস: প্রথম সপ্তাহান্তের আয়ে তিন সিনেমাই ডিজাস্টার

বলিউড বক্স অফিস

চলতি মুক্তি পেয়েছে বলিউডে তিনটি সিনেমা। বলিউড বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে মুক্তির প্রথম সপ্তাহান্তে তিনটি সিনেমাই ডিজাস্টার আয় করেছে। এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার মধ্যে বক্স অফিসে কিছুটা এগিয়ে আছে ক্যাটরিনা কাইফ, ঈশান খাট্টার এবং সিদ্ধার্ত চতুর্বেদী অভিনীত ‘ফোন ভূত’। এছাড়া অন্য দুই সিনেমা হচ্ছে জাহ্নবী কাপুরে ‘মিলি’ আর সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশি অভিনীত সিনেমা ‘ডাবল এক্সেল’।

বলিউড বক্স অফিস খবর অনুযায়ী, প্রথম সপ্তাহান্তের আয়ে ‘ফোন ভূত’ কিছুটা এগিয়ে আছে। মুক্তির প্রথম দিনে ১.৮৫ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় দিন বস অফিসে কিছুটা প্রবৃদ্ধি পেয়েছিলো ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ফোন ভূত’। এরপর রবিবার শেষে প্রথম সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে ৭.৫০ কোটি রুপির মত। সিনেমাটির প্রথম তিনদিনের আয়ের হিসেব নিম্নরূপ –
প্রথম দিন – ১.৮৫ কোটি রুপি
দ্বিতীয় দিন – ২.৫০ কোটি রুপি
তৃতীয় দিন – ৩.৫০ কোটি রুপি

আর জাহ্নবী কাপুর অভিনীত ‘মিলি’ সিনেমাটি শনিবার বক্স অফিসে কিছুটা প্রবৃদ্ধি পেলেও সেটা খুবই কম প্রভাব ফেলতে পেরেছে আয়ে। প্রথম সপ্তাহান্ত শেষে ‘মিলি’ সিনেমার বক্স অফিস আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
প্রথম দিন – ০.৩৫ কোটি রুপি
দ্বিতীয় দিন – ০.৫০ কোটি রুপি
তৃতীয় দিন – ০.৭৫ কোটি রুপি

অন্যদিকে সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশি অভিনীত সিনেমা ‘ডাবল এক্সেল’ সিনেমার অবস্থা আরো শোচনীয়। এই সিনেমাটি বলিউড দর্শকদের কাছে অনেকটাই উপেক্ষিত থেকে গেছে। প্রথম সপ্তাহান্তে সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো নিম্নরূপ –
প্রথম দিন – ০.১২ কোটি রুপি
দ্বিতীয় দিন – ০.১৭ কোটি রুপি
তৃতীয় দিন – ০.২৫ কোটি রুপি

চলতি বছরের বলিউড বক্স অফিস ভাগ্য এখনো পরিবর্তিত রয়েছে। ‘ফোন ভূত’, ‘মিলি’ কিংবা ‘ডাবল এক্সেল’ এর মত ছোট বাজেটের সিনেমা শুধু নয়, বড় বাজেটের বড় তারকার সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পরছে ধারাবাহিকভাবে। এমনকি ঈদ এবং দিওয়ালীর মত উৎসবে মুক্তিপ্রাপ্ত বড় বাজেটের সিনেমাগুলোও বক্স অফিসে ডিজাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে। এই তালিকায় রয়েছে ‘লাল সিং চাড্ডা’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’, ‘বিক্রম ভেধা’ এর মত আলোচিত সিনেমা।

২০২২ সালের আগামী দুই মাসে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনায় রয়েছে অজয় দেনগণ অভিনীত ‘দৃশ্যাম ২’, বরুণ ধাওয়ান এবং কৃতি শেনন অভিনীত ‘ভেড়িয়া’ ও রোহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সার্কাস’। ধারাবাহিক এই ব্যর্থতার গল্প এই সিনেমাগুলোর মাধ্যমে শেষ হয় না সেটা আগামী বছরেও দীর্ঘায়িত হয় সেটা হয়ত সময় বলে দিবে। একই দিনে মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার সবগুলো বক্স অফিসে ডিজাস্টার হওয়ার মাধ্যমে বলিউড বক্স অফিস আবারো নির্মাতাদের জন্য হতাশা নিয়ে এসেছে।

উল্লেখ্য যে, হরর কমেডি গল্পে নির্মিত ‘ফোন ভূত’ ট্রেলার প্রকাশের পর কিছুটা আলোচনা জন্ম দিতে সক্ষম হয়েছিলো। এছাড়া সিনেমাটিতে ক্যাটরিনা কাইফের উপস্থিতি সিনেমাটি নিয়ে কিছুটা আশাবাদী করেছিলো সংশ্লিষ্টদের। এর আগে ক্যাটরিনা কাইফ অভিনীত সর্বশেষ সিনেমা ‘সুরিয়াবংশী’ মুক্তি পেয়েছিলো ২০২১ সালের দীপাবলিতে। সিনেমাটিতে ক্যাটরিনাকে অক্ষয়ের বিপরীতে দেখা গিয়েছিলো। ‘সুরিয়াবংশী’ সিনেমার বক্স অফিস সাফল্যের মাধ্যমেই শুরু হয়েছিলো বলিউড সিনেমা মুক্তির ধারাবাহিকতা।

আরো পড়ুনঃ
মহামারী পরবর্তি বলিউড বক্স অফিসঃ উৎসবে মুক্তির পরও ব্যর্থ বড় বাজেটের সিনেমা
ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়ে অক্ষয় কুমারঃ এক বছরে চারটি ডিজাস্টার
ঈদের পর দীপাবলিঃ বলিউড বক্স অফিসের ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d