প্রথম সপ্তাহে দুর্দান্ত ‘ভুল ভুলাইয়া ২’: বিশ্বব্যাপী আয় ১০০ কোটি ছাড়াল

কার্তিক আরিয়ানের হরর কমেডি সিনেমা ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে। ২০২২ সালের বলিউডের সিনেমাগুলোর মধ্যে উদ্ভোদনী দিনে সবচেয়ে বেশী আয়ের পর দ্বিতীয় এবং তৃতীয় দিনেও বক্স অফিসে ঝড় তুলে সিনেমাটি। প্রথম সপ্তাহান্তের ধারাবাহিকতা ধরে রেখে সপ্তাহের বাকি দিনগুলোতেও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করতে সক্ষম হয়েছিলো ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি। ভারতীয় বক্স অফিসে প্রথম সপ্তাহে দুর্দান্ত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটির আয় বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়ায়ে গেছে ইতিমধ্যে।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে মুক্তির প্রথম সপ্তাহে কার্তিক আরিয়ানের হরর কমেডি সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৯০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। সপ্তাহের স্বাভাবিক দিনগুলোতে সিনেমাটির আয়ের পরিমাণকে অসাধারণ হিসেবে উল্লেখ করেছেন বলিউডের ট্রেড বিশেষজ্ঞরা। হিন্দি সিনেমার বাজারের সব কয়টি এলাকায় ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার বক্স অফিস আয় ছিলো প্রত্যাশার চেয়ে অনেক বেশী।

শুধুমাত্র দক্ষিণের প্রেক্ষাগৃহগুলো ছাড়া ভারতের বাকি সব এলাকায় সিনেমাটি দর্শক টানতে সক্ষম হয়েছে। দক্ষিণের ক্ষেত্রে এটাই স্বাভাবিক, কারন সেখানে হিন্দি সিনেমার দর্শক চাহিদা সব সময়ই কম থাকে। মুক্তির প্রথম ৭ দিনে সিনেমাটির ভারতীয় বক্স অফিসে আয়ের পরিমাণ নিম্নরূপ –

দিন আয় (কোটি রুপি)
প্রথম দিন (শুক্রবার) ১৩.৫০
দ্বিতীয় দিন (শনিবার) ১৮.০০
তৃতীয় দিন (রবিবার) ২৩.০০
চতুর্থ দিন (সোমবার) ১০.৭৫
পঞ্চম দিন (মঙ্গলবার) ৯.৫০
ষষ্ট দিন (বুধবার) ৮.২৫
সপ্তম দিন (বৃহস্পতিবার) ৭.২৫
মোট ৯০.২৫

সিনেমাটি আগামী শনিবার কার্তিক আরিয়ানের এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের সিনেমা ‘সোনু কে টিটু কি সুইটি’র আয়কে ছাড়িয়ে যাবে। তবে এই মুহুর্তে এটি কোন বিবেচ্য বিষয় নয়। ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার বক্স অফিস ধারাবাহিকতা অনুযায়ী সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ১৫০ কোটির বেশী আয় করতে সক্ষম হবে এটা নিশ্চিত। এর জন্য দ্বিতীয় সপ্তাহে সিনেমাটিকে বক্স অফিসে ৪০ কোটি আয় করতে হবে যা সম্ভব বলে মনে করছেন সবাই।

এদিকে বিশ্বব্যাপী বক্স অফিসেও দুর্দান্ত ব্যবসা করতে সক্ষম হয়েছে সিনেমাটি। গ্রোস আয়ের হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে অনেক আগেই। প্রথম সপ্তাহে সিনেমাটির বিশ্বব্যাপী বক্স অফিস থেকে গ্রোস আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি রুপি। গ্রোস আয়ের হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিস থেকে সিনেমাটির প্রথম সপ্তাহের আয়ের হিসেব নীচে দেওয়া হলো –

গ্রোস আয় (কোটি রুপি)
ভারত ১০৮.৫০
আন্তর্জাতিক ২৪.৫০
মোট ১৩৩

শুধু আয়ের দিক থেকেই নয়, প্রথম দিনে প্রেক্ষাগৃহে দর্শক ফিরিয়ে আনার ক্ষেত্রেও এগিয়ে আছে ‘ভুল ভুলাইয়া ২’। করোনা মহামারী শেষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর টিকেটের মূল্য বাড়িয়ে দিয়েছিলেন নির্মাতারা। অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে মহামারীর আগের স্বাভাবিক টিকেট মূল্যে। সে হিসেবে মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে দর্শক টানার দিকে থেকেও এগিয়ে আছে সিনেমাটি। পাশাপাশি ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি সমালোচকদেরও প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়েছে। মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের পাশাপাশি সমালোচকরাও সিনেমাটির দারুণ প্রশংসা করছেন।

প্রসঙ্গত, ২০০৭ সালের সুপারহিট ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্ছাইজির দ্বিতীয় সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের কমেডি সিনেমার অন্যতম জনপ্রিয় নির্মাতা আনিস বাজমী। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় দুই তারকা কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি। এছাড়া আরো কয়েকটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু এবং রাজপাল যাদব সহ আরো অনেকে।

আরো পড়ুনঃ
তৃতীয় দিনে দুর্দান্ত ‘ভুল ভুলাইয়া ২’: প্রথম সপ্তাহান্তে আয় ৫০ কোটি রুপির বেশী
দ্বিতীয় দিনে বক্স অফিস আয়ে বিশাল লাফঃ হিটের পথে ‘ভুল ভুলাইয়া ২’
২০২২ সালের বলিউডের সেরা উদ্ভোদনী পেলো কার্তিকের ‘ভুল ভুলাইয়া ২’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d