দর্শক চাহিদায় দ্বিতীয় সপ্তাহে বেড়েছে ‘পরাণ’ সিনেমার প্রেক্ষাগৃহের সংখ্যা!

বেড়েছে ‘পরাণ’ সিনেমার

বেড়েছে ‘পরাণ’ সিনেমার

মুক্তির আগে অপেক্ষাকৃত কম আলোচনায় থাকা ঈদের সিনেমা ‘পরাণ’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে ক্রমাগত হারে। জানা গেছে দর্শক চাহিদা বিবেচনায় দ্বিতীয় সপ্তাহে ‘পরাণ’ সিনেমার প্রেক্ষাগৃহের সংখ্যা এবং প্রদর্শনী বেড়েছে কয়েকগুণ। দ্বিতীয় সপ্তাহের শুরুতে সিনেমাটির প্রদর্শনী বাড়িয়েছে রাজধানীর দুই অভিজাত মাল্টিপ্লেক্স থিয়েটার চেইন সিনেপ্লেক্স ও যমুনা ব্লক বাস্টার। অন্যদিকে, শুক্রবার থেকে ঢাকার বাইরে নতুন করে আরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শীত হতে যাচ্ছে রায়হান রাফীর পরিচালিত সিনেমা ‘পরাণ’।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার ও সনি স্কয়ার-এ ‘পরাণ’ দেখতে দর্শকের উপচে পড়া ভিড় হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘বুধবার থেকে সিনেপ্লেক্সের তিনটি শাখাতে পরাণ সিনেমার দুটি করে শো বাড়ানো হয়েছে। দর্শকের চাপ অতিরিক্ত লক্ষ করছি। আমি নিজেও সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে ফেসবুকে লিখেছি।‘

এছাড়া যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার সিনেমাসেও চলছে ‘পরাণ’ সিনেমাটি। ধারাবাহিকভাবে দর্শক চাপ বাড়ায় একটি প্রদর্শনী থেকে বুধবার তিনটি প্রদর্শনী চালিয়েছে প্রতিষ্ঠানটি। দর্শকের আগ্রহের কারণে প্রদর্শনী বাড়ানো হয়েছে উল্লেখ করে ব্লক বাস্টারের হেড অব অপারেশন রাজু বলেন, ‘পরাণ-এর তিন শো চলবে। দিন দ্য ডে আট শো থাকলেও অনন্ত জলিলের ইচ্ছায় শো পাঁচটি করা হয়েছে। ২৮০ আসন হওয়ায় হাউজফুল হচ্ছিল না। শো-গুলো ৩০ মিনিট পরপর হওয়ায় দর্শক বিভ্রান্ত হচ্ছিল।‘

লাইভ টেকের প্রযোজনায় নির্মিত ‘পরাণ’ সিনেমাটি পরিবেশনা করছে অভি কথাচিত্র। সিনেমাটি প্রসঙ্গে প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ‘সপ্তাহ না যেতেই পরাণ এর হল বাড়ছে। ঈদের সিনেমা হিসেবে আগে এমনটা হয়নি। মুক্তির ৫ দিনের মাথায় নতুন কিছু হলে পরিবেশিত হতে যাচ্ছে পরাণ। শুক্রবার থেকে ঈদের অন্য সিনেমা নেমে সিরাজগঞ্জ, সাভার সেনানিবাসসহ আরও ৭-৮ হলে নতুন করে পরাণ উঠবে।‘

এদিকে ‘পরাণ’ সিনেমাটিকে হিট হিসেবে উল্লেখ করে প্রযোজক ও লাইভ টেকের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, ‘সিনেমা প্রেমীরা প্রত্যেকে যে যার জায়গা থেকে পরাণকে পছন্দ করে বিনা স্বার্থে নিজেদের মতো করে সারাদেশে ছড়িয়ে দিয়েছে। পরাণ দেখে প্রত্যেকেই উপভোগ করছে। আমরা মনে করি সিনেমাপ্রেমীদের কাছে পরাণ-এর জয়জয়কার এবং উৎসব চলছে। লাইভ টেক থেকে জানাচ্ছি, আমাদের পরাণ হিট! লাইভ টেকনোলজিস লি. এর সর্বশেষ কনটেন্ট পরাণ হিট।‘

প্রসঙ্গত, বরগুনার সেই আলোচিত রিফাত হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘পরাণ’ সিনেমাটি। রিফাত, মিন্নি ও নয়ন বন্ড – তিনটি চরিত্রকে নিজের মতো করে গড়েছেন পরিচালক রায়হান রাফি। সিনেমার প্রধান তিনটি চরিত্রের মাধ্যমে ‘পরাণ’কে প্রাণ দিয়ে জীবন্ত করে তুলেছেন তুখোড় অভিনেতা শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম এবং ইয়াশ রোহান। দ্বিতীয় সপ্তাহে বেড়েছে ‘পরাণ’ সিনেমার প্রদর্শনী – খবরটি আশাজাগানিয়া হিসেবে মনে করছেন সবাই।

আরো পড়ুনঃ
ঈদের সিনেমার বক্স অফিস: দর্শক আগ্রহে এগিয়ে ‘পরাণ’ ও ‘দিন- দ্য ডে’
ঈদের সিনেমাঃ গান দিয়ে শুর হলো ত্রিভুজ প্রেমের ‘পরাণ’ সিনেমার প্রচারণা
পাঠকের চোখে ঈদের সিনেমা: তিন সিনেমার মধ্যে বেছে নিন আপনার পছন্দেরটি

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d