‘অ্যাভেঞ্জার্সঃ ইনফিনিটি ওয়ার’ সিনেমাকে ছাড়িয়ে গেলো ‘টপ গানঃ ম্যাভেরিক’

'টপ গানঃ ম্যাভেরিক'

'টপ গানঃ ম্যাভেরিক'

টম ক্রুজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টপ গানঃ ম্যাভেরিক’ বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করছে। চলতি বছরের ২৭শে মে মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে রীতিমত ঝড় তুলেছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। তিন দশকদের অপেক্ষার পর মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহও ছিলো আকাশচুম্বী। সম্প্রতি জানা গেছে যুক্তরাষ্ট্র বক্স অফিসে ‘অ্যাভেঞ্জার্সঃ ইনফিনিটি ওয়ার’ সিনেমাকে ছাড়িয়ে গেছে টম ক্রুজের ‘টপ গানঃ ম্যাভেরিক’।

হলিউডের প্রভাবশালী সংবাদ মাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী জোসেফ কোসিনস্কি পরিচালিত ‘টপ গানঃ ম্যাভেরিক’ সিনেমাটি উত্তর আমেরিকায় ৬৭৯ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশী আয় করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে দেশীয় বক্স অফিসে ‘অ্যাভেঞ্জার্সঃ ইনফিনিটি ওয়ার’ সিনেমাকে টপকে গেলো ‘টপ গানঃ ম্যাভেরিক’। অ্যাভেঞ্জার্স সিরিজের অন্যতম সফল সিনেমা ‘ইনফিনিটি ওয়ার’ এর আগে যুক্তরাষ্ট্র বক্স অফিসে ৬৭৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিলো।

৬৭৯ মিলিয়ন মার্কিন ডলার আয়ের মাধ্যমে টম ক্রুজ অভিনীত ‘টপ গানঃ ম্যাভেরিক’ সিনেমাটি যুক্তরাষ্ট্রের দেশীয় বক্স অফিসে ষষ্ট সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে। ত্রিশ বছরের অপেক্ষার পর এই সিক্যুয়েলটি মুক্তির পর ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছে হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। এই অভিনেতার ক্যারিয়ারের অন্যতম মাস্টারপিস হিসেবে আবির্ভূত হয়েছে ‘টপ গানঃ ম্যাভেরিক’। অপ্রত্যাশিত ভালো বক্স অফিস আয়ে সেই প্রতিফলনও দেখা গেছে ইতিমধ্যে।

এদিকে আন্তর্জাতিকভাবে ‘টপ গানঃ ম্যাভেরিক’ সিনেমাটি ইতিমধ্যে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি উপার্জন করেছে। আন্তর্জাতিক বক্স অফিসে এই আয় এসেছে চীন বা রাশিয়া ছাড়াই। চীন এবং রাশিয়া হলিউডের সিনেমার অন্যতম দুটি প্রধান বিদেশী বাজার হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই দুই দেশে সিনেমাটি মুক্তি পেলেও আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় আরো অনেক বেশী হত।

উত্তর আমেরিকার বাইরে এই সিনেমাটির শীর্ষ আয়কারী অঞ্চলগুলির মধ্যে রয়েছে যুক্তরাজ্য (৯৫ মিলিয়ন মার্কিন ডলার), জাপান (৮২ মিলিয়ন মার্কিন ডলার), কোরিয়া (৬২ মিলিয়ন মার্কিন ডলার), অস্ট্রেলিয়া (৬০ মিলিয়ন মার্কিন ডলার) এবং ফ্রান্স (৫২.৮ মিলিয়ন মার্কিন ডলার)। সব মিলিয়ে বিশ্বব্যাপী বক্স অফিসে এখন পর্যন্ত এই সিনেমাটি ১.৩৭৯ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা হলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় ১৩তম স্থানে অবস্থান করছে।

জোসেফ কোসিনস্কি পরিচালিত ‘টপ গানঃ ম্যাভেরিক’ সিনেমাটি পিটার ক্রেগ এবং জাস্টিন মার্কসের একটি গল্প থেকে অনুপ্রাণিত। সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন এহরেন ক্রুগার, এরিক ওয়ারেন সিঙ্গার এবং ক্রিস্টোফার ম্যাককুয়ারি। ‘টপ গান’ (১৯৮৬) এর সিক্যুয়েলটিতে টম ক্রুজ ক্যাপ্টেন পিট ‘ম্যাভারিক’ মিচেলের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া মাইলস টেলার, জেনিফার কনেলি, জন হ্যাম, গ্লেন পাওয়েল, মনিকা বারবারো, লুইস পুলম্যান, এড হ্যারিস নিজেদের চরিত্রের পুনরাবৃত্তি করেছেন।

আরো পড়ুনঃ
টম ক্রুজের ক্যারিয়ারের সবচেয়ে সফল সিনেমা হতে যাচ্ছে ‘টপ গান ২’
বিশ্বব্যাপী বক্স অফিসে ৯০০ মিলিয়ন ছাড়ালো ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’
‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসঃ দেখে নিন সিরিজের মোট আয়

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d