আগের দুই ফ্লপ সিনেমার চেয়েও কম আয়ে শুরু করলো অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’

অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’

অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’

চলতি বছরে মার্চ এবং জুনে অক্ষয় কুমার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছিলো। বিগ বাজেটের এই সিনেমাগুলো হচ্ছে ‘বচ্চন পাণ্ডে’ এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’। আলোচিত হওয়া স্বতেও সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিলো। ১১ই আগস্ট মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত আরো একটি সিনেমা। পারিবারিক গল্পের ‘রক্ষা বন্ধন’ নামের সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা ছিলো অনেক। কিন্তু মুক্তির প্রথম দিনে সিনেমাটির বক্স অফিসে এর কোন প্রতিফলন দেখা যায়নি। আগের দুই ফ্লপ সিনেমার চেয়েও কম আয়ে শুরু করলো অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’ সিনেমাটি।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে মুক্তির প্রথম দিনে সিনেমাটি বক্স অফিসে মাত্র ৭.৫-৮ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। রক্ষা বন্ধনের উৎসবকে উপলক্ষ করে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ভালো শুরু করতে ব্যর্থ হয়েছে। গুজরাটে রক্ষা বন্ধনের উৎসবের কারনে সেখানে সিনেমাটি মুটামুটি ভালো আয় করেছে। কিন্তু হিন্দি সিনেমার মূল বাজার মুম্বাই, কলকাতা, পুনে এবং দক্ষিনে প্রথম দিনে সিনেমাটি দর্শক টানতে পুরপুরি ব্যর্থ হয়েছে।

অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’ সিনেমার সাথে মুক্তি পেয়েছে আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। মজার ব্যাপার হচ্ছে যেসব এলাকায় ‘লাল সিং চাড্ডা’ ভালো করছে সেখানে ‘রক্ষা বন্ধন’ ব্যর্থ হয়েছে। অন্যদিকে যেসব এলাকায় ‘রক্ষা বন্ধন’ ভালো করছে সেখানে ‘লাল সিং চাড্ডা’ দর্শক টানতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে শুধুমাত্র দিল্লীতে দুটি সিনেমাই মুটামুটি আয় করতে সক্ষম হয়েছে। মুক্তির আগে দুটি সিনেমার অগ্রিম টিকেট বিক্রির ধারা প্রথম দিনের বক্স অফিসে আয়েও পরিলক্ষিত হয়েছে।

মুক্তির প্রথম সপ্তাহান্তে মোট ৫ দিনের বড় ছুটির কারনে সিনেমাটির বক্স অফিসে ভালো কিছুর প্রত্যাশা করছেন ট্রেড বিশেষজ্ঞরা। ধারনা করা হচ্ছে সপ্তাহের আগামী দিনগুলোতে সিনেমাটির বক্স অফিসে আয়ে ভালো প্রগতি দেখা যাবে। তবে অক্ষয় কুমারের সিনেমা হিসেবে ‘রক্ষা বন্ধন’র প্রথম দিনে আরো ভালো আয়ের প্রত্যাশা ছিলো সবার। অন্ততপক্ষে দুই অংকের আয় প্রত্যাশা করেছিলেন ট্রেড বিশেষজ্ঞরা। কিন্তু শেষ পর্যন্ত এক অংকের আয়ের মাধ্যমে শুরু হলো সিনেমাটির বক্স অফিস যাত্রা।

মুক্তির প্রথম দিনে সকালের প্রদর্শনীগুলোতে মাত্র ১২% দর্শক সমাগম দেখা গিয়েছিলো। এরপর বিকেল এবং রাতের প্রদর্শনীগুলোতে সিনেমাটি দেখতে দর্শক সমাগম বাড়তে দেখা গেছে। দিনের শেষ ভাগে দর্শক সমাগম বিবেচনা করতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার চেয়ে ‘রক্ষা বন্ধন’ সিনেমাটি এগিয়ে রয়েছে। অবশ্য এরপরও ‘রক্ষা বন্ধন’ সিনেমা থেকে এগিয়ে থাকবে ‘লাল সিং চাড্ডা’। কারন হিন্দি সিনেমার বড় বাজারগুলোতে আমিরের সিনেমাটির এগিয়ে থাকবে।

যদি আমরা সিনেমাগুলোর প্রতি প্রত্যাশা বিবেচনা করি তবে ‘রক্ষা বন্ধন’ সম্ভবত ‘লাল সিং চাড্ডা’ সিনেমার চেয়ে ভাল করেছে। তবে বলিউডের ট্রেড বিশেষজ্ঞরা সিনেমাগুলোর মধ্যে আরও বেশি ব্যবধান আশা করেছিলেন। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে এটি খুব কমই গুরুত্বপূর্ণ দুটি সিনেমারই প্রথম দিনের বক্স অফিস আয় কম ছিলো। ‘লাল সিং চাড্ডা’র এত কম সংগ্রহের সাথে সাথে ‘রক্ষা বন্ধন’র আয় আরও সহজে গ্রহণযোগ্য হয়ে ওঠে। দুটি সিনেমার মোট আয় দাঁড়িয়েছে মাত্র ২০ কোটি রুপির মত।

উল্লেখ্য যে, ‘রক্ষা বন্ধন’ সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেডনেকার। ভাই বোনের ভালোবাসা এবং দায়িত্ববোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। আলোচিত নির্মাতা আনন্দ এল রাইয়ের পরিচালনায় সাহেজেমিন কোর, দীপিকা খান্না, সাদিয়া খাতেব এবং স্মৃতি শ্রীকান্ত অক্ষয় কুমারের বোনের চরিত্রে অভিনয় করছেন। ‘রক্ষা বন্ধন’ নির্মাতা আনন্দ এল রাইয়ের সাথে অক্ষয় কুমারের দ্বিতীয় সিনেমা। এর আগে অক্ষয় কুমার আনন্দ এল রাই পরিচালিত ‘আতরঙ্গি রে’ সিনেমায় অভিনয় করেছিলনে।

আরো পড়ুনঃ
‘রক্ষা বন্ধন’ বক্স অফিস: প্রত্যাশার অনেক কম আয়ে শুরু করলেন অক্ষয়
বক্স অফিস ভবিষ্যদ্বাণী: অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’ বনাম আমিরের ‘লাল সিং চাড্ডা’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d