ভারতীয় সিনেমার সম্ভাব্য সাতটি সিনেমাটিক ইউনিভার্স বৃত্তান্ত

সিনেমাটিক ইউনিভার্স

বিগত কয়েক বছর মার্বেলের সিনেমার অন্যতম বড় বিশেষত্ব হচ্ছে বিভিন্ন চরিত্র নিয়ে সিনেমাটিক ইউনিভার্স  সৃষ্টি করা। সিনেমার ফ্র্যাঞ্ছাইজি এবং সিরিজ অনেক আগে থেকেই বিশ্বের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোতে নিয়মিত একটি বিষয়। সিনেমাটিক ইউনিভার্স ফ্র্যাঞ্ছাইজি এবং সিরিজের ধারণা থেকে ভিন্নভাবে সাজিয়ে থাকেন নির্মাতারা। সিনেমাটিক ইউনিভার্সে দেখা যায় বিভন্ন সিনেমার চরিত্রগুলোকে একসাথে করে সেগুলোর মধ্যে একটি সংযোগ তৈরি করা।

সিনেমাটিক ইউনিভার্স ধারণার অন্যতম বড় ধারক এবং বাহক হিসেবে সবার সামনে রয়েছে মার্বেল স্টুডিওস। তাদের এই সিনেমাটিক ইউনিভার্সের সবচেয়ে বড় প্রতিফলন হচ্ছে অ্যাভেন্জার্স। মার্বেল কমিক্সের অনেকগুলো চরিত্রকে একসাথে করে সাজানো এই ইউনিভার্স বিশ্ব সিনেমার অন্যতম জনপ্রিয় ধারণা হিসেবে আবির্ভুত হয়েছে। এই ইউনিভার্সের সিনেমাগুলোর বিশ্বব্যাপী বাণিজ্যিক সাফল্য তারই ইঙ্গিত বহন করে। সাম্প্রতিক সময়ে ভারতীয় সিনেমার নির্মাতারাও সিনেমাটিক ইউনিভার্স নির্মানের দিকে মনযোগী হচ্ছেন।

অনানুষ্ঠানিক হলেও ভারতীয় সিনেমার ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমাটিক ইউনিভার্সের ইঙ্গিত লক্ষ্য করা গেছে। সম্ভবত এই সিনেমাটিক ইউনিভার্সের ধারণায় সবচেয়ে বেশী এগিয়ে আছেন বলিউডের বাণিজ্যিক সিনেমার অন্যতম জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি। বলিউডের পাশাপাশি দক্ষিণের কয়েকজন নির্মাতাও সিনেমাটিক ইউনিভার্সের কথা মাথায় রেখে নিজেদের সিনেমা নির্মান করছেন। একটি সিনেমার গল্পের সাথে অন্য সিনেমার গল্প এবং চরিত্রের একটি সুনিপুণ সংযোগ প্রতিষ্ঠার চেষ্টা করছেন তারা। ভারতীয় সিনেমার সম্ভাব্য সাতটি সিনেমাটিক ইউনিভার্স নিয়ে আলোচনা করবো আজকের এই লিখায়।

সিনেমাটিক ইউনিভার্স

০১। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স
যশ রাজ ফিল্মসের ইতিহাসের অন্যতম সফল এবং জনপ্রিয় ফ্র্যাঞ্ছাইজি ‘টাইগার’, যার নাম ভূমিকায় আছেন সালমান খান। ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার উপর ভিত্তি করে নির্মিত সিনেমাটির দুই পর্বই বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলো। এরপর ২০১৯ সালে স্পাই থ্রিলার গল্পের ‘ওয়ার’ সিনেমাটিও বক্স অফিসে ঝড় তুলেছিলো। এদিকে আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। এই সিনেমাও স্পাই অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হতে যাচ্ছে। গুঞ্জন অনুযায়ী ‘টাইগার’, ‘ওয়ার’ এবং ‘পাঠান’ এই তিন সিনেমার চরিত্র নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে যশ রাজ ফিল্মস।

এছাড়া ‘পাঠান’ সিনেমায় সালমান খানের অতিথি চরিত্রে এবং ‘টাইগার থ্রি’ সিনেমায় শাহরুখ খানের অতিথি চরিত্রে অভিনয়ের বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে। পাঠান এবং টাইগারের এই ক্রসওভারের মাধ্যমে যশ রাজ তাদের স্পাই ইয়নিভার্সের বিষয়টি অনেকটাই নিশ্চিত করেছে। এছাড়া ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের চরিত্রের সাথে হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার’ সিনেমার গল্পের একটি সংযোগের কথাও শোনা যাচ্ছে। আর সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে জানা গেছে ‘ওয়ার ২’ সিনেমায় হৃতিকের সাথে নিজেদের চরিত্রে যোগ দিবেন শাহরুখ খান এবং সালমান খান।

সিনেমাটিক ইউনিভার্স

০২। রোহিত শেঠির কপ ইউনিভার্স
সম্ভবত ভারতীয় সিনেমার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে সমৃদ্ধ সিনেমাটিক ইউনিভার্স হচ্ছে রোহিত শেঠির কপ ইউনিভার্স। অজয় দেবগনকে নিয়ে নির্মিত রোহিত শেঠির পুলিশ অ্যাকশন থ্রিলার ‘সিঙ্ঘাম’ সিরিজের দুটি সিনেমাই বক্স অফিসে সাফল্য অর্জন করেছে। এরপর ২০১৮ সালের রনভীর সিংকে নিয়ে এই নির্মাতার ‘সিম্বা’ সিনেমাটিও পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হয়েছিলো। ‘সিম্বা’ সিনেমার শেষভাগে রনভীর সিংকে বাঁচাতে নিজের চরিত্রে হাজির হয়েছিলেন অজয় দেবগন তথা বাজিরাও সিঙ্ঘাম। সেখান থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করা রোহিত শেঠির কপ ইউনিভার্স পূর্নতা পায় ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুরিয়াবংশী’ সিনেমার মাধ্যমে। অক্ষয় কুমারকে নাম ভূমিকায় নিয়ে নির্মিত এই সিনেমায় হাজির হয়েছে অজয় দেবগন (সিঙ্ঘাম) এবং রনভীর সিং (সিম্বা)।

সম্প্রতি নির্মাতা রোহিত শেঠি ঘোষণা দিয়েছেন তার নতুন সিনেমা ‘সিঙ্ঘাম থ্রি’। সিনেমাটিতে অজয়ের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, যেখানে তাকে নারী পুলিশ হিসেবে দেখা যাবে। এর মাধ্যমে রোহিত শেঠির কপ ইউনিভার্সে এবার যুক্ত হচ্ছেন ‘নারী সিঙ্ঘাম’। এছাড়া জানা গেছে ‘সুরিয়াবংশী’ সিনেমা যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে ‘সিঙ্ঘাম থ্রি’ সিনেমার গল্প। আর সন্দেহাতীতভাবে ‘সিঙ্ঘাম থ্রি’ সিনেমার নিজেদের চরিত্রে হাজির হবেন রনভীর সিং (সিম্বা) এবং অক্ষয় কুমার (সুরিয়াবংশী)।

০৩। লোকি সিনেমাটিক ইউনিভার্স
দক্ষিণের তথা ভারতীয় সিনেমার সবচেয়ে আলোচিত এবং প্রতীক্ষিত সিনেমাটিক ইউনিভার্স হতে যাচ্ছে তামিল নির্মাতা লোকেশ খানাগরাজের লোকি সিনেমাটিক ইউনিভার্স। সর্বপ্রথম কার্থি অভিনীত ‘কাইথি’ সিনেমা দিয়ে তামিলে আলোচনায় আসেন এই নির্মাতা। এরপর চলতি বছরে কমল হাসান, বিজয় সেতুপতি এবং ফাহাদ ফাসিলকে নিয়ে নির্মিত ‘বিক্রম’ সিনেমার মাধ্যমে নতুন জাগরণের সূত্রপাত করেন লোকেশ। সিনেমাটির ক্লাইমেক্সে এসে এর গল্পের সাথে ‘কাইথি’ সিনেমার কয়েকটি চরিত্রের সংযোগের মাধ্যমে লোকি সিনেমাটিক ইউনিভার্সের ইঙ্গিত দেন তিনি। জানা গেছে থালাপতি বিজয় অভিনীত লোকেশের নির্মিতব্য ‘থালাপতি ৬৭’ সিনেমাটি তার এই ইউনিভার্সের অংশ হতে যাচ্ছে।

সিনেমাটিক ইউনিভার্স

০৪। অয়ন মুখার্জির অস্ত্রভার্স
চলতি বছরে বলিউডের বাণিজ্যিক সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমাটির মাধ্যমে শুরু হলো বলিউডের নতুন ইউনিভার্স ‘অস্ত্রভার্স’। পৌরনিক গল্পের সিনেমাটিতে মোট সাতটি শক্তিশালী অস্ত্রের গল্প উঠে এসেছে। অস্ত্রভার্সের প্রথম সিনেমায় দেখা গেছে শিবা এবং ঈশার গল্প। গুঞ্জন অনুযায়ী এর দ্বিতীয় পর্বে দেখা যাবে দেব এবং পার্বতীর গল্প। পার্বতী চরিত্রে দীপিকা পাডুকোনের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও দেব চরিত্রের প্রধান তারকা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। জানা গেছে অস্ত্রভার্সের দ্বিতীয় পর্বে দেব চরিত্রে দেখা যেতে পারে রনভীর সিংকে।

সিনেমাটিক ইউনিভার্স

০৫। প্রশান্ত নীলের গ্যাংস্টার ইউনিভার্স
‘কেজিএফ’ সিরিজের মাধ্যমে প্যান ইন্ডিয়া দর্শকদের কাছে এখন জনপ্রিয় একটি নাম প্রশান্ত নীল। এই সিরিজের দুটি সিনেমাই প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার হিসেবে আবর্ভুত হয়েছিলো। গুঞ্জন অনুযায়ী, ‘কেজিএফ’ সিনেমার রকি চরিত্রের সাথে আরো কয়েকটি চরিত্র নিয়ে প্রশান্ত নীল তৈরি করতে যাচ্ছেন তার গ্যাংস্টার ইউনিভার্স। বর্তমানে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ সিনেমাটি নির্মানাধীন রয়েছে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস। গুঞ্জন অনুযায়ী, ‘কেজিএফ’ এবং ‘সালার’ সিনেমাগুলোর মধ্যে একটি সংযোগ থাকছে যার মাধ্যমে তার গ্যাংস্টার ইউনিভার্স উঠে আসবে। এছাড়া এনটিআর জুনিয়রকে নিয়ে নির্মিতব্য প্রশান্ত নীলের নতুন সিনেমাটিও এই ইউনিভার্সের অংশ হতে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে।

০৬। হরর কমেডি ইউনিভার্স
ম্যাডডক ফিল্মস এবং অমর কৌশিকের হাত ধরে বলিউডের আসছে হরর কমেডি ইউনিভার্স। এই ইউনিভার্সের প্রথম সিনেমা হচ্ছে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত বাণিজ্যিক সফল সিনেমা ‘স্ত্রী’। আর এই হরর কমেডি ইউনিভার্সের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে বরুণ ধাওয়ান এবং কৃতি শেনন অভিনীত ‘ভেড়িয়া’। জানা গেছে এই দুটি সিনেমার গল্প একটি আরেকটির সাথে সংযুক্ত। গুঞ্জন অনুযায়ী, ‘ভেড়িয়া’ সিনেমার গল্প থেকেই এগিয়ে যাবে অমর কৌশিকের ‘স্ত্রী ২’ সিনেমার গল্প। এছাড়া ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘রুহি’ সিনেমাটিও হরর কমেডি ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত বলে জানা গেছে।

০৭। রোহিত শেঠির কমেডি ইউনিভার্স
ভারতীয় সিনেমার সম্ভাব্য সিনেমাটিক ইউনিভার্সের সর্বশেষ সংযজন হচ্ছে রোহিত শেঠির কমেডি ইউনিভার্স। কপ ইউনিভার্সের পর এবার কমেডি সিনেমার নতুন সিনেমাটিক ইউনিভার্স নিয়ে আসছেন নির্মাতা রোহিত শেঠি। রোহিত শেঠি পরিচালিত ‘সার্কাস’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৩শে ডিসেম্বর। সম্প্রতি এর ট্রেলারে ‘গোলমাল এগেইন’ সিনেমার জমনাদাস এতীমখানার কয়েক সেকেন্ডের ঝলক দেখা গেছে। সেখান থেকেই শুরু হয়েছিলো রোহিত শেঠির কমেডি ইউনিভার্স নিয়ে জল্পনাকল্পনা। অবশেষে ‘সার্কাস’ সিনেমার ‘কারেন্ট লাগা’ গানের প্রকাশনা অনুষ্ঠানে নতুন এই ইউনিভার্সের কথা নিশ্চিত করেছেন রোহিত শেঠি। ‘গোলমাল ৫’ সিনেমায় এই ইউনিভার্সের বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন এই নির্মাতা।

সময়ের সাথে ভারতীয় সিনেমায়ও ইউনিভার্সের বিষয়টি জনপ্রিয় হয়ে উঠছে। সম্ভাব্য এই সিনেমাটিক ইউনিভার্সগুলোর মধ্যে কোনটি দর্শকদের চাহিদা পূরণ করতে সক্ষম হয় সেটা সময়ই বলে দিবে। তবে নির্মাতাদের এই আয়োজন নিঃসন্দেহে ভারতীয় সিনেমায় নতুন কিছু নিয়ে আসবে। শুধু তাই নয়, এই ইউনিভার্সগুলোর মাধ্যমে বড় পর্দা ভাগাভাগি করবেন ভারতীয় সিনেমার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় তারকা। এই তালিকায় রয়েছেন শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন, অক্ষয় কুমার থেকে শুরু করে দক্ষিণের সিনেমার কিংবদন্তী কমল হাসান, সুপারস্টার থালাপতি বিজয় এবং সুরিয়ার মত তারকারা।

আরো পড়ুনঃ
যশ রাজ এবং রোহিত শেঠির পর গ্যাংস্টার ইউনিভার্স নিয়ে আসছেন প্রশান্ত নীল
বলিউড হরর ইউনিভার্স: ‘স্ত্রী’ এবং ‘রুহি’ এরপর যুক্ত হলো ‘ভেড়িয়া’
‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজি থেকে ইউনিভার্স নির্মানের পরিকল্পনায় অয়ন মুখার্জি
‘বিক্রম’ দিয়ে শুরু হলো ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’: যুক্ত হচ্ছে ‘কাইথি’

By হোসেন মৌলুদ তেজো

এ সম্পর্কিত

%d