এককভাবে মুক্তির প্রত্যাশা নিয়ে ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন অনন্ত জলিল

পর্দায় ফিরছেন অনন্ত জলিল

পর্দায় ফিরছেন অনন্ত জলিল

সাধারণত বড় বাজেটের সিনেমা নির্মান করে থাকেন ঢালিউডের প্রযোজক এবং অভিনেতা অনন্ত জলিল। লম্বা বিরতির পর দীর্ঘ আট বছর পর পর্দায় ফিরছেন অনন্ত জলিল তার ১০০ কোটি টাকার বেশি বাজেটের ‘দিনঃ দ্য ডে’ সিনেমার মাধ্যমে। চলতি বছরের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন ঢাকাই সিনেমার আলোচিত এই ব্যক্তিত্ব। সিনেমাটির গান প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, ‘আসন্ন ঈদুল আযহায় মুক্তির তারিখ আর পরিবর্তন হবে না।‘

এদিকে সিনেমাটি আগামী ঈদুল আজহায় এককভাবে মুক্তির প্রত্যাশা করছেন তিনি। বাংলাদেশের প্রেক্ষাগৃহের সংখ্যা হাজার থেকে কমতে কমতে ৪০ এর কোঠায় নেমেছে। প্রেক্ষাগৃহ সংখ্যায় কম থাকলেও ঈদমুখী সিনেমার ব্যবসায় ইতিমধ্যে মুক্তির জন্য হুড়োহুড়িতে নির্মাতারা। ঈদকে কেন্দ্র করে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে বড় বাজেটের একাধিক সিনেমা। এ অবস্থায় একাধিক বড় বাজেটের ছবির সঙ্গে মুক্তির প্রহর গুনছে প্রযোজক নায়ক অনন্ত জলিলের ছবি ‘দিন দ্য ডে’।

এর আগে একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে গেলেও বৃহস্পতিবার রাতে উত্তরার হাভেলি রেস্টুরেন্টে আয়োজিত ‘দিন : দ্য ডে’ সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে সিনেমাটির মুক্তি নিশ্চিত করেছেন এই তারকা। এ প্রসঙ্গে অনন্ত জনিল বলেন, ‘দিন দ্য ডে বেশিরভাগ বিনিয়োগ এসেছে ইরানের। তাই মুক্তির বিষয়টি এতদিন তাদের উপর ছিল। কিছুদিন আগে ইরানিদের সাথেও আলাপ করেছি। তারা না চাইলেও ঈদুল আযহায় আমার ছবি মুক্তি পাবে। আর কোনো নড়চড় হবে না। বারবার মুক্তি স্থগিত করায় আমার ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।‘

তবে, জলিল চান তাঁর আলোচিত এ সিনেমা ঈদুল আজহায় একমাত্র সিনেমা হিসেবে দেশের প্রেক্ষাগ্রহগুলোতে মুক্তি পাক। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘যেহেতু ঈদুল আযহায় দিনঃ দ্য ডে নিশ্চিত মুক্তি পাবে, তাই আমি চাইছি ঈদে এই ছবির সাথে অন্য ছবিগুলো না আসুক। কারণ আমাদের এখন আগের মতো ৮০০ হল নেই। তাই এত ভালো ছবি অল্প কিছু হলে ভাগাভাগি করে মুক্তি দিতে চাই না। এ ব্যাপারে প্রযোজক সমিতির অফিসে গিয়ে প্রযোজকদের সাথে আলাপ করবো।‘

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। অনন্ত জলিলের কথার প্রেক্ষিতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘ঈদে ছবি মুক্তির বিষয়টি সবার জন্য উন্মুক্ত। কিন্তু আমি মনে করি, দিন দ্য ডে মতো ছবি এলে অন্যরা কেউ তাদের ছবি মুক্তি দেবে না।‘ তবে অন্য কোনো ছবি মুক্তিতে বাঁধা দেয়া হবে না বলেও জানিয়েছেন এই নেতা। এছাড়া এটি প্রযোজক সমিতির নীতিমালায় নেই বলেও উল্লেখ করেছেন খসরু।

প্রসঙ্গত এর আগে অনন্ত জলিল জানিয়েছিলেন, ‘দিনঃ দ্য ডে’ সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

আরো পড়ুনঃ
ঈদে আসছে ‘শান’: বক্স অফিসে মুখোমুখি শাকিব খান এবং সিয়াম আহমেদ
ছাড়পত্র পেলো পরীমনির ‘গুণিন’: আগামী মার্চে প্রেক্ষাগৃহে শুভমুক্তি
চলতি বছরের ঈদে আসছে দীপংকর দীপনের নতুন থ্রিলার ‘অপারেশন সুন্দরবন’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d