আন্তর্জাতিক মানের সিনেমা প্রসঙ্গে যা বললেন শাকিব খানের নতুন সিনেমার পরিচালক

আন্তর্জাতিক মানের সিনেমা

আন্তর্জাতিক মানের সিনেমা

সম্প্রতি মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত সময়ের অন্যতম আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। মুক্তির প্রচারণায় বিভিন্ন সময়ে সিনেমাটিকে আন্তর্জাতিক সিনেমা হিসেবে অভিহিত করেছেন সিনেমাটির প্রধান তারকা শুভ। পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়েছে। তবে ইতিমধ্যে সিনেমাটি নিয়ে ‘আন্তর্জাতিক সিনেমা’ বক্তব্য নিয়ে শুরু হয়েছে পক্ষ্যে-বিপক্ষ্যে মতামত। এর আগে ‘পাসওয়ার্ড’ সিনেমাটির মুক্তির সময় একই রকম বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এবার চলমান আলচনায় যোগ দিলেন হিমেল আশরাফ। আন্তর্জাতিক মানের সিনেমা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন শাকিব খানের নতুন সিনেমার এই পরিচালক।

এ প্রসঙ্গে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘কাল থেকে একটা প্রশ্ন ঘুরে ফিরে পাচ্ছি, ভাই আপনার সিনেমা কি ইন্টারন্যাশনাল নাকি ন্যাশনাল হবে! আমি উত্তর কি দিব বুঝতে পারছি না কারন কি থাকলে সিনেমা ইন্টারন্যাশনাল হয় আর কি না থাকলে সিনেমা দেশী হয়ে যায় এই বিষয় আমি ক্লিয়ার না। সত্যি বলতে আমি এই ব্যাপারে ক্লিয়ার হইতেও চাই না। আমি ভাই আমার সিনেমায় একটা গল্প বলতে চাই, যেই গল্পের প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত দর্শকের দেখতে ইচ্ছে করবে, দর্শক কখনো হাসবে কখনো কাদবে কখনো ব্যাক্কল হয়ে ভাববে এইটা কি হইল!!! এর জন্য ভাল গল্পের সাথে জরুরী গল্পটা একশত ভাগ বিশ্বাসযোগ্য ভাবে চিত্রায়ন এবং উপস্থাপন করা।‘

এছাড়া সিনেমাটির প্রধান চরিত্রের অভিনেতার সিক্স প্যাক থাকা না থাকা প্রসঙ্গেও লিখেন এই নির্মাতা। সিনেমাটির প্রধান তারকার সিক্স প্যাক থাকার সাথে আন্তর্জাতিক মানের সিনেমা হওয়ার কোন সম্পর্ক নেই ইঙ্গিত করে তিনি আরো লিখেন, ‘আমার প্রধান চরিত্রের সিক্স প্যাক নাকি ওয়ান প্যাক ভুড়ি থাকবে সেটা গল্প আর তাতে তার চরিত্রই ঠিক করবে। সিক্স প্যাক না থাকলে যদি সিনেমা লোকাল হয়ে যায় তাইলে আমার লোকাল সিনেমা বানাইতেও আপত্তি নাই ভাই।‘

সিনেমা নির্মানের ক্ষেত্রে গল্পকে প্রাধান্য দিতে চান উল্লেখ করে হিমেল আরো লিখেন, ‘আমি শুধু চাই আমার প্রধান চরিত্রের সাথে পা মিলিয়ে আমার দর্শকও গল্পের অলিতে গলিতে হাটবে। আমার প্রধান চরিত্র যখন কাদবে তখন দর্শকও চোখ মুছবে, আমার প্রধান চরিত্র যদি কোন মেয়েকে ভালোবাসে তবে আমার দর্শক মন প্রাণ দিয়ে দোয়া করবে যেন এই মেয়েকেই সে পায়… আমি মনে করি আমার কাজ একজন দর্শকের মগজে আমার গল্পটা ঢুকিয়ে দেয়া,তার অবচেতন মনে তার সকল আবেগকে প্রভাবিত করা। তারে দেশী বা বিদেশী ফ্লেভার দেয়া আমার কাজ না।‘

নিজের সিনেমার প্রচারের জন্য অন্যের সিনেমা বা অন্যকে ছোট করার বিষয়টিকে সবার জন্য ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করেছেন হিমেল আশরাফ। এ প্রসঙ্গে তিনি লিখেন, ‘আর নিজের জিনিস বিক্রির জন্য অন্যের জিনিস ভালো না অথবা অন্যকে অসম্মান করে কথা বলার চর্চাটাও আমাদের সকলের জন্য ক্ষতিকর।‘ প্রসঙ্গত, শাকিব খানকে নিয়ে তিনটি সিনেমা নির্মানের ঘোষনা দিয়েছেন হিমেল আশরাফ। এরমধ্যে একটি হচ্ছে শাকিব খানের নিজের প্রযোজনায় ‘প্রিয়তমা’। এছাড়া হিমেল আশরাফের পরিচালনায় ‘মায়া’ ও নাম ঠিক না হওয়া অন্য আরো একটি সিনেমায় অভিনয় করছেন শাকিব খান।

উল্লেখ্য যে, কিছুদিন আগে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রিমিয়ারে আন্তর্জাতিক মানের সিনেমা প্রসঙ্গে আরিফিন শুভ বলেছিলেন, মুখে আন্তর্জাতিক মানের কথা না বলে করে দেখিয়ে দিলাম। বিগ বাজেটের ‘মিশন এক্সট্রিম’-এর জন্য টানা নয় মাসের হাড়ভাঙা খাটুনি করে বডি ট্রান্সফরমেশন করেছেন আরিফিন শুভ। সিক্স প্যাকের সুঠাম দেহে তাক লাগিয়ে দিয়েছেন দেশের সিনেমাপ্রেমী দর্শককে। মুক্তির পর এই সিনেমায় আরিফিন শুভর অভিনয়ও ব্যপকভাবে প্রশংসিত হয়েছে।

আরো পড়ুনঃ
‘প্রিয়তমা’ শুরু আগেই হিমেল আশরাফের নতুন দুই সিনেমায় শাকিব খান!
যে পাঁচটি কারনে আপনার দেখা উচিৎ আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’
মিশন এক্সট্রিম রিভিউ: দেশীয় প্রেক্ষাপটে আমাদের আন্তর্জাতিক মানের সিনেমা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d