শাকিব খানের ‘বীর’ সিনেমা নিয়ে অবাক করা তথ্য দিলেন খলনায়ক ডন!

শাকিব খানের ‘বীর’

বাংলা সিনেমার স্বনামধন্য পরিচালক কাজী হায়াৎ পরিচালিত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিলো ২০২০ সালে। নিজের ৫০তম সিনেমাটি এই তিনি নির্মান করেন সময়ের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান। এসকে ফিল্মসের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল। কিন্তু সম্প্রতি শাকিব খানের ‘বীর’ সিনেমা নিয়ে অবাক করা তথ্য দিলেন খলনায়ক আশরাফুল হক ডন। প্রযোজক শাকিব খান এবং ইকবালের বিরুদ্ধে সিনেমাটির শিল্পীদের ঠিকমত পারিশ্রমিক না দেয়ার অভিযোগ তুলেছেন এই অভিনেতা। শুধু তাই নয় সিনেমাটি কাজী হায়াৎ না বরং রাজু চৌধুরী পরিচালনা করেছেন বলেও দাবী করেছেন ডন।

একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সিনেমাটির বিষয়ে এরকম মন্তব্য করেছেন তিনি। এক প্রশ্নের উত্তরে ডন বলেন, ‘কাজী হায়াৎ সাহেব নিজেই ভূলে গেছেন তিনি কাজী হায়াৎ। ৫০তম সিনেমাটি তার আরো দেখে শোনে করা উচিৎ ছিলো। কারন তার সিনেমার প্রতি দর্শকদের প্রত্যাশাও সেরকম। শাকিব খানকে নিয়ে ৫০তম সিনেমাটিও সেরকম হওয়া উচিৎ ছিলো। কিন্তু আসলে কাজী হায়াৎ সিনেমাটি করেননি, হয়তো ব্যাকগ্রাউন্ডে ছিলেন। সিনেমাটি আসলে পরিচালনা করেছেন রাজু চৌধুরী।‘

এছাড়া সিনেমাটির শিল্পীদের ঠিকমত টাকা দেওয়া হয়নি বলেও জানিয়েছেন এই খলনায়ক। উক্ত আলাপচারিতায় এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু শাকিব খান প্রযোজক না, তার সাথে আরো একজন প্রযোজক ছিলেন। আমি তাকে প্রযোজক হিসেবে মানি না।‘ সিনেমাটিতে কাজের জন্য টাকা পাননি উল্লেখ করে ডন আরো বলেন, ‘আমি অভিনয় করেছি, আমিওতো টাকা পাইনি। একটি পারফেক্ট কাজের জন্য সবকিছু পারফেক্ট হতে হবে। শিল্পীদের টাকা চাইতে হবে কেনো? কাজ শেষ হবে শিল্পীদের টাকা খামে দিয়ে দিতে হবে!’

‘বীর’ সিনেমাতে অভিনয়ের জন্য টাকা না পাওয়ার বিপরীতে কলকাতার অভিজ্ঞতা জানালেন ডন। এ প্রসঙ্গে তিনি আরো জানান, কলকাতার সিনেমার ক্ষেত্রে শুটিং শেষ হলেই প্রোডাকশন ম্যানেজার শিল্পীদের স্বাক্ষর নিয়ে পারিশ্রমিকের একটি খাম ধরিয়ে দেয়। অন্যদিকে তার পাশাপাশি ‘বীর’ সিনেমায় কাজ করা অনেক জুনিয়র শিল্পীও টাকা পাননি বলে জানান এই খলনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় শাকিব খান একটা বদ-দোয়া নিলো মানুষের কাছ থেকে। শাকিব খান সুপারস্টার, তার প্রোডাকশন থাকবে সুপার। টাকা পয়সার দিক থেকে কোন কথাই উঠবে না।‘

তবে সুপারস্টার হিসেবে শাকিব খানের প্রশংসাও করেছেন ডন। কিন্তু সেই জায়গা থেকে শাকিব খানের মানসিক উদারতা প্রত্যাশা করে ডন বলেন, ‘একজন সুপারস্টারের মন থাকবে বিশাল।‘ শাকিব খান তার শত্রু না উল্লেখ করে ডন বলেন, ‘শাকিব খান আমার শত্রু না কিন্তু। আমার লাস্ট ছবিটাও শাকিব খানের সাথে। সামনে যে ছবি করবো সেটাও শাকিব খানের সাথে করবো। শাকিব খান ছাড়া আমি ছবি করবো না। শাকিব খান মানেই কোয়ালিটি।‘ কম খরচে সিনেমা করে সেই কোয়ালিটিকে নষ্ট করা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর ‘বীর’ সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হন শাকিব খান, এসময় সিনেমাটি প্রযোজনার কথা ছিল মোহাম্মদ ইকবালের। পরে, ২০১৯ ‘পাসওয়ার্ড’ সিনেমাটির সফলতার পর ২০১৯ সালের ২৩ জুন শাকিব খান তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ‘বীর’সহ একসঙ্গে চারটি সিনেমা প্রযোজনার ঘোষণা দেন। ‘বীর’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী।

আরো পড়ুনঃ
অনুদানের সিনেমায় শাকিব খান: নায়িকা হিসেবে আছেন শবনম বুবলী
শুটিংয়ে ফিরছেন সুপারস্টার শাকিব খানঃ শেষ হচ্ছে ‘লিডার আমিই বাংলাদেশ’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d