ইমরোজ-দীঘির প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে আগামী মার্চে

ইমরোজ-দীঘির প্রথম সিনেমা

আসিফ ইমরোজ ও প্রার্থনা ফারদিন দীঘি কে নিয়ে গুণী চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু নির্মান করছেন নতুন সিনেমা ‘তুমি আছ তুমি নেই’। টানা শুটিং শেষে সম্প্রতি ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দিয়েছিলেন এই নির্মাতা। জানা গেছে কোন প্রকার কাটছাট ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে ইমরোজ-দীঘির প্রথম সিনেমা।

এই সিনেমার মাধ্যমে পরিপূর্ন নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী প্রার্থনা ফারদীন দীঘির। আর তার প্রথম সিনেমায় সাথে পাচ্ছেন আসিফ ইমরোজকে। আশা করা হচ্ছে, দর্শক দীঘিকে শিশু শিল্পীর মতো নায়িকা হিসেবেও গ্রহণ করবে।

সিনেমাটি প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘সিনেমাটি একটানা শুটিং শেষ করেছি অবশ্য মাঝে কিছু দিনের বিপরীত নিয়েছিলাম। করোনা কালে যেহেতু নতুন সিনেমা মুক্তি কমে গেছে তাই দর্শকদের কথা মাথায় রেখে ১২ মার্চ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শক দারুণ উপভোগ করবে। কারণ এ সিনেমার গল্প ও নির্মাণে বৈচিত্র রয়েছে।’

অন্যদিকে সিনেমাটির মাধ্যমে শিশুশিল্পী থেকে অভিনেত্রী হওয়া দিঘী বলেন, ‘আমাকে চমৎকারভাবে সবাই ওয়েলকাম করেছে এটা সত্যি আনন্দের। আমি কাজটা উপভোগ করছি। ছবিতে নিজের চরিত্র নিয়ে দীঘি বলেন, মা ছাড়া বড়লোকের আহ্লাদি একটি মেয়ের চরিত্র দেখা যাবে আমাকে। আমার জন্য চরিত্রটা একেবারে নতুন, ভিন্ন। আশা করি দর্শক সিনেমাটি দেখার পর গঠন মূলক সমালোচনা করবেন সবাই। যেনো দর্শকের গঠন মূলক সমালোচনার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারি।’

এদিকে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সিনেমাটির নায়ক আসিফ ইমরোজ বলেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু সাহেবের মতো নির্মাতার সঙ্গে কাজ করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তির। আমাকে এ ছবির জন্য ডাকলে এক কথায় রাজি হয়েছি। তার মতো নির্মাতার সঙ্গে কাজ করতে গেলে গল্প চরিত্র কী এতো কিছু জানতে হয় না। এছাড়া আমার সঙ্গে দীঘি রয়েছে। সে মেধাবী শিল্পী। অভিনয়ের ব্যাপারে সে অনেক পরিণত। ছোটবেলা থেকেই তার রক্তে অভিনয় মিশে আছে। তার সঙ্গে অভিনয়ের টাইমিং নিয়ে খেলা যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা ভালো কাজ উপহার দেয়ার জন্য শভভাগ দায়বদ্ধ। সেই চেষ্টা দিয়ে কাজ করছি। আশা করি দর্শক আমাদের গ্রহণ করবেন।’

আসিফ ইমরোজ এবং দীঘি ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সুব্রত চক্রবর্তী, আসিফ ইমরোজ, প্রার্থনা ফারদিন দীঘি,শবনম পারভীন সহ অনেকে। এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ‘তুমি আছ তুমি নেই’ সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি। আগামী ১২ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা।

আরো পড়ুনঃ
ছয় সিনেমার ঘোষনাঃ কিন্তু শুরু আগেই পাঁচ সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি
ঢালিউড ২০২১: যে সিনেমা গুলো দিয়ে শুরু হলো নতুন বছরের সিনেমার যাত্রা
ঢালিউড ২০২১: নতুন বছরে বক্স অফিস মাতাতে পারে যে সিনেমাগুলো

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d