‘দামাল’ নিয়ে আত্মবিশ্বাসী মিমঃ রাফী বললেন ক্যারিয়ারের সেরা সিনেমা

‘দামাল’ নিয়ে আত্মবিশ্বাসী

‘দামাল’ নিয়ে আত্মবিশ্বাসী

গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ সিনেমার মাধ্যমে ব্যাপক ভাবে আলোচিত হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। বাণিজ্যিক সফল এই সিনেমায় অনন্যা চরিত্রের মাধ্যমে ভালো-মন্দ দুই ভাবেই পর্দায় হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সিনেমাটিতে মিমের অভিনয় এতটাই প্রাণবন্ত ছিল যে অনেক দর্শক সত্যি মনে করে মিমকে গালিও দিয়েছিল। তবে আগামী ২৮শে অক্টোবর মুক্তি প্রতীক্ষিত ‘দামাল’ সিনেমাটি নিয়ে দারুণ আত্মবিশ্বাসী মিম। সিনেমাটিতে হাসনা চরিত্রের জন্য দর্শক তালি দেবে বলে মনে করছেন এই চিত্রনায়িকা।

সম্প্রতি ‘দামাল’ সিনেমাটির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মিম বলেন, ‘এবার খুব চ্যালেঞ্জিং চরিত্র করেছি। নিজেকে অনেক লাকি মনে করি ওই সময়ের গল্পে কাজ করতে পেরে। আমার বিশ্বাস আগেরবার দর্শক গালি দিয়েছিল, এবার তালি দেবে।‘ উক্ত সংবাদ সম্মেলনে মিম ছাড়াও উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক রায়হান রাফী, সিয়াম, শরিফুল রাজ, রাশেদ অপু, শাহনাজ সুমি, সামিয়া অথৈ প্রমুখ।

স্বাধীন বাংলা ফুটবল দলের কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে দামাল নির্মিত ‘দামাল’ সিনেমার মূল গল্প লিখেছেন ফরিদুর রেজা সাগর। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমাটি প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম আরও বলেন, ‘আমি একাত্তরের যুদ্ধ দেখিনি। অনেক ইচ্ছে ছিল যুদ্ধের গল্পের ছবিতে কাজ করবো। সেইসাথে আছে ফুটবলের প্রেক্ষাপট। যখন শুটিং করেছি মনে হতো একাত্তর সালে বসবাস করছি।‘

এদিকে সিনেমাটি প্রসঙ্গে কথা বলেন এর নির্মাতা রায়হান রাফী। ‘পোড়ামন ২’, ‘দহন’ এবং সর্বশেষ ‘পরাণ’ সিনেমার মাধ্যমে ইতিমধ্যে ঢালিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন রাফী। সিনেমাকে নিজের সন্তানের সাথে তুলনা করে রাফী বলেন, ‘সব ছবি আমার সন্তান। কিছু সন্তান জন্ম দিতে গিয়ে মায়েদের একটু বেশি কষ্ট করতে হয়। দামাল এর ক্ষেত্রেও তাই হয়েছে। দামাল বানাতে গিয়ে প্রসব বেদনার মতো কষ্ট করেছি।‘

সিনেমাটি প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে যেসব সিনেমা তৈরি হয় সেগুলো বেশিরভাগই অনুদানের সিনেমা। বাণিজ্যিকভাবে কেউ মুক্তিযুদ্ধের সিনেমা বানায় না। সেই জায়গা থেকে আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। যা সব শ্রেণির দর্শক হলে গিয়ে পরিবার নিয়ে দেখতে পারবে। সেই সঙ্গে তারা হাততালি দেবে, নাচবে, কাঁদবে এবং বের হওয়ার সময় তৃপ্তি নিয়ে বের হবে।‘

‘দামাল’ নিয়ে আত্মবিশ্বাসী

শুধু তাই নয় ‘দামাল’ সিনেমাটিকে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা হিসেবে উল্লেখ করেছেন রায়হান রাফী। সিনেমাটি দেখে দর্শক হতাশ হবেন না বলে বিশ্বাস এই নির্মাতার। এ প্রসঙ্গে রায়হান রাফী আরো বলেন, ‘যে পরিমাণে কষ্ট করেছি সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই কারণে আমি সবসময় বলি আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা দামাল। দর্শকেরা আমাকে যেভাবে বিশ্বাস করেছে কোনোভাবে তারা দামাল দেখে হতাশ হবেন না।‘

জানা গেছে একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘দামাল’ সিনেমাটি। মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকছে ‘দামাল’ সিনেমায়। এতে দেখা যাবে, ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করা হয়, যেটি ইতিহাসের অংশ। ঘটনাটি অনেকের কাছে অজানা। সেই অজানা সত্য ঘটনাই এবার পর্দায় উঠে আসবে ‘দামাল’ সিনেমার মাধ্যমে। রায়হান রাফী জানিয়েছেন তার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা সিনেমা হতে যাচ্ছে ‘দামাল’।

শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকা বহুল ‘দামাল’ সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ। ‘দামাল’ ট্রেলার দিয়ে দারুণ লুকে উপস্থিত হয়েছেন রাজ, মিম, সিয়াম আহমেদ, শাহনাজ সুমী ও ইন্তিখাব দিনার।

আরো পড়ুনঃ
অক্টোবরে আসছে অর্ধডজন সিনেমাঃ আগ্রহের শীর্ষে রাফির ‘দামাল’
আসছে মোস্তাফিজুর রহমান মানিকের ত্রিভুজ প্রেমের গল্পে ‘যাও পাখি বলো তারে’
‘পরাণ’ সিনেমার পর ‘দামাল’ ট্রেলার দিয়ে আবারো আলোচনায় রায়হান রাফী

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d