আবারো কলকাতার সিনেমায় মিম: বিপরীতে সুপারস্টার জিত

আবারো কলকাতার সিনেমায় মিম

কিছুদিন আগে নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন কলকাতা বাংলা সিনেমার সুপারস্টার জিত। আগামী বছর ঈদুল আযহায় মুক্তির টার্গেট করে নির্মিতব্য জিতের নতুন এই সিনেমা নাম ‘মানুষ’। সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন জিত। সম্প্রতি মহরতের মাধ্যমে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। আর ‘মানুষ’ দিয়ে আবারো কলকাতার সিনেমায় মিম অভিনয় করতে যাচ্ছে। সিনেমাটিতে তাকে সুপারস্টার জিতের বিপরীতে দেখা যাবে।

‘মানুষ’ সিনেমার শুভ মহরতের কিছু ছবিও নিজের টুইটারে শেয়ার করেছিলেন ওপার বাংলার সুপারস্টার জিত। মহরতে উপস্থিত ছিলেন জিত, সুস্মিতা ও পরিচালক সঞ্জয় সমদ্দার। সে সময় নির্মাতারা জানিয়েছিলেন সুস্মিতা সহ ‘মানুষ’ সিনেমায় দুজন নায়িকা অভিনয় থাকছেন। সেই অন্য নায়িকা হিসেবে মিমের নাম আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান জিত ফিল্মওয়ার্ক্স। পরিস্থিতির কারণে মানুষের বদলে যাওয়ার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে বলেও জানিয়েছেন সঞ্জয়।

‘মানুষ’ শিরোনামের কলকাতার সিনেমায় মিম অভিনয়ের খবরটি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেও। সিনেমাটির দৃশ্যধারনে অংশ নিতে গত মঙ্গলবার সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিদ্যা সিনহা। সিনেমাটি প্রসঙ্গে একটি দৈনিক পত্রিকার সাথে আলাপাকেল মিম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ছবিটিতে কাজের কথা হচ্ছিল। ছবিটির ব্যাপারে আমাকে ফোন করেছিলেন জিতের ভাই গোপাল মাদনানি। তিনি সিনেমাটির আরেক প্রযোজক। পরে পরিচালক সঞ্জয় দাদা ফোন করে গল্প শোনান। ছবিটির গল্প, চরিত্র পছন্দ হয়। পরিচালক আমাকে আশ্বস্ত করেছেন, ভালো কিছু হবে।’

‘মানুষ’ সিনেমাটির আগেও নির্মাতা সঞ্জয়ের সাথে কাজ করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এই নির্মাতার সাথে আগে কাজের অভিজ্ঞতাও আছে বলে নিশ্চিত করেছেন তিনি। ‘মানুষ’ সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে মিম আরো বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ অফিসার। আগে পরাণ-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রে ভিন্নতা পাবেন দর্শকেরা।’

অন্যদিকে ওপার বাংলার সুপারস্টার জিতের সঙ্গে আবার কাজ প্রসঙ্গে মিম বলেন, ‘একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন থেকে জিত দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। আমি যেমন তাঁর ভালো কাজের প্রশংসা করি, জিত দাদাও বাংলাদেশে আমার কাজের খোঁজখবর রাখেন। পরাণ ছবির ট্রেলার দেখে আমাকে ফোন দিয়েছিলেন। ছবিটি দেখার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তা ছাড়া জন্মদিনসহ বিশেষ দিনগুলোতেও আমাদের দুজনের শুভেচ্ছাবার্তা বিনিময় হয়।‘

দৃশ্যধারন শুরু আগে দুদিন ধরে মন্দিরা চরিত্র নিয়ে অনুশীলন ও লুক সেটের কাজ করেছেন বলে জানিয়েছেন মিম। প্রথম ধাপে কলকাতার বিভিন্ন লোকেশনে আট দিন হবে সিনেমাটির দৃশ্যধারন। জিত, মিম ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, জিতু কমল প্রমুখ। জিতের সাথে সিনেমাটি প্রযোজক হিসেবে আরো থাকছেন গোপাল মান্দানি এবং অমিত জুমরানি। ‘মানুষ’ সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে বলে জানিয়েছেন সঞ্জয়। তবে বাংলাদেশেও মুক্তি পাবে কিনা সেটি চূড়ান্ত করেননি এই নির্মাতা।

পরিচালনার পাশাপাশি জিতের নতুন সিনেমা ‘মানুষ’-এর গল্প লিখেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। নির্মাতা সূত্রে জানা গেছে পরিস্থিতির কারণে মানুষের বদলে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি। ‘মানুষ’ সিনেমায় মিমকে নির্বাচনেরর ব্যাপারে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, ‘চরিত্রটির জন্য একজন লম্বা মেয়ের দরকার ছিল। মিমকে ভালো মানাবে। চরিত্রটিতে মিমকে নেওয়ার ব্যাপারে জিত সম্মতি দিয়েছেন। চরিত্রটির জন্য মিমকে তাঁর পছন্দ হয়েছে।‘

উল্লেখ্য যে, মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমাগুলো মুক্তির পর ব্যাপকভাবে আলোচিত হয়ছে। সিনেমাগুলোতে মিমের অভিনয়ও প্রশংসিত হয়েছে দারুণভাবে। ‘পরাণ’ মুক্তি পেয়েছে প্রায় পাঁচ মাস আর ‘দামাল’ মুক্তির দুই মাস হতে চলল। মিম অভিনীত এই সিনেমাগুলো এখনো মাল্টিপ্লেক্সগুলোতে চলছে। সিনেমাগুলো দিয়ে আলোচনায় আসা মিমকে নিয়ে নতুন করে ভাবছেন ঢালিউডের নির্মাতারা। সাম্প্রতিক সময়ে আরো অনেক কাজের প্রস্তাব পেলেও, সর্বশেষ দুই কাজের ধারাবাহিকতা ধরে রাখতে ভেবে চিন্তে এগুতে যাচ্ছেন এই অভিনেত্রী।

আরো পড়ুনঃ
‘মানুষ’ সিনেমায় আবারো সুস্মিতা চট্টোপাধ্যায়ের সাথে জুটি বাঁধছেন জিত
জিতের নতুন সিনেমা ‘মানুষ’: পরিচালনায় বাংলাদেশের সঞ্জয় সমদ্দার
নতুন সিনেমায় স্টাইলিস্ট অ্যাকশন হিরো চরিত্রে ফিরছেন সুপারস্টার জিত

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d