প্রারম্ভিক কথাঃ | বছর যাচ্ছে আর ঢাকার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আরও নামছে নিচের দিকে। ছবি মুক্তির পাশাপাশি কমছে হলের সংখ্যাও। ঢাকাই চলচ্চিত্রের নির্ভরযোগ্য কোনো বক্স অফিস নেই। মুক্তির পর তাই কোন সিনেমা কত ব্যবসা করল বা কত লস করল তার নিরেট হিসাব পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তাই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে আমাদের এই আয়োজন। (বিঃদ্রঃ নিচের তত্ত্ব উপাত্ত ফিল্মীমাইকের নিজস্ব উৎস থেকে সাংগগৃহীত নয়। বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ সাজানো হয়েছে।) |
মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যাঃ | |||
সিনেমার ধরণ | ব্যবসায়িক হালচাল | ||
দেশীয় চলচ্চিত্র | ০ টি | ব্যবসা সফল | ০ |
আমদানিকৃত | ২ টি | লগ্নি পুনঃউদ্ধার | ০ |
যৌথ প্রযোজনা | ০ টি | ব্যর্থ |
১। কেন সন্ত্রাসী |
||
পরিচালকঃ রবিউল ইসলাম রাজ | ধরণঃ একশন | |
মুক্তির তারিখঃ জানুয়ারি ০১ | অভিনয়শিল্পীঃ স্বাধীন শাহ, মেহরিমা | |
প্রেক্ষাপটঃ কেউ সমাজে সন্ত্রাসী হয়ে জন্ম নেয় না। সন্ত্রাসী হওয়ার পেছনে কোন না কোন কারণ আছে। এমনও দেখা যায় আমাদের সমাজ একজন ভালো মানুষকে সন্ত্রাসীতে পরিণত করে। এমন গল্প নিয়েই নির্মিত সিনেমাটি। |