২০২১ সালের যত সিনেমা

প্রারম্ভিক কথাঃ বছর যাচ্ছে আর ঢাকার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আরও নামছে নিচের দিকে। ছবি মুক্তির পাশাপাশি কমছে হলের সংখ্যাও। ঢাকাই চলচ্চিত্রের নির্ভরযোগ্য কোনো বক্স অফিস নেই। মুক্তির পর তাই কোন সিনেমা কত ব্যবসা করল বা কত লস করল তার নিরেট হিসাব পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তাই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে আমাদের এই আয়োজন।
(বিঃদ্রঃ নিচের তত্ত্ব উপাত্ত ফিল্মীমাইকের নিজস্ব উৎস থেকে সাংগগৃহীত নয়। বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ সাজানো হয়েছে।)
মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যাঃ ৩৩
সিনেমার ধরণ ব্যবসায়িক হালচাল
দেশীয় চলচ্চিত্র ৩১ টি ব্যবসা সফল
আমদানিকৃত ২ টি লগ্নি পুনঃউদ্ধার
যৌথ প্রযোজনা ০ টি ব্যর্থ
৩৩। রাত জাগা ফুল
পরিচালকঃ মীর সাব্বির ধরণঃ থ্রিলার ও রোমান্টিক
মুক্তির তারিখঃ ডিসেম্বর ৩১ অভিনয়শিল্পীঃ মীর সাব্বির, ফজলুর রহমান বাবু, জান্নাতুল ফেরদৌস ঐশী, আবু হুরায়রা তানভীর এবং তানিন তানহা সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ রোম্যান্টিক থ্রিলার গল্প নিয়ে নির্মিত হয়েছে জনপ্রিয় অভিনেতা-নির্মাতা মীর সাব্বির পরিচালিত সরকারি অনুদানে নির্মিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’।
৩২। চিরঞ্জীব মুজিব
পরিচালকঃ নজরুল ইসলাম ধরণঃ জীবনী, নাটকীয়
মুক্তির তারিখঃ ডিসেম্বর ৩১ অভিনয়শিল্পীঃ আহমেদ রুবেল এবং পূর্ণিমা সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এ চলচ্চিত্রে উঠে এসেছে ১৯৪৯ থেকে ১৯৫২ পর্যন্ত কিভাবে একজন শেখ মুজিব গণ মানুষের নেতা হয়ে উঠেছেন এবং ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু’র ভূমিকা।
৩১। মৃধা বনাম মৃধা
পরিচালকঃ রনী ভৌমিক ধরণঃ নাটকীয়
মুক্তির তারিখঃ ডিসেম্বর ২৪ অভিনয়শিল্পীঃ তারিক আনাম খান, সিয়াম আহমেদ এবং নোভা ফিরোজ সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ বাবা এবং আবেগ, দন্ধ সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
৩০। কালবেলা 
পরিচালকঃ সাইদুল আনাম টুটুল ধরণঃ ড্রামা
মুক্তির তারিখঃ ডিসেম্বর ১০ অভিনয়শিল্পীঃ শিশির আহমেদ, তাহমিনা অথৈ, মাসুম বাশার এবং মাসুম আজিজ সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ ১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে একজন নারীর সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘কালবেলা’ সিনেমাটি। যুদ্ধকালীন সময়ে সাধারণ মানুষের আশ্রয়ের সন্ধানে অনিশ্চিত যাত্রা, অবরুদ্ধ শহরে কর্মজীবীদের বিপন্নতা, বিহারি ও পাকিস্তানি বাহিনীর নির্মম নৃশংসতা এবং যুদ্ধকালীন সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে নির্মিত হয়েছ সিনেমাটি।
২৯। লাল মোরগের ঝুঁটি
পরিচালকঃ নুরুল আলম আতিক ধরণঃ নাটকীয়, মুক্তিযুদ্ধ
মুক্তির তারিখঃ ডিসেম্বর ১০ অভিনয়শিল্পীঃ আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল এবং শাহজাহান সম্রাট সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ  বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার ভিন্ন এক গল্প নিয়ে ‘লাল মোরগের ঝুঁটি’। ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি মুক্তি পেয়েছে ২০২১ সালে।
২৮। মিশন এক্সট্রিম
পরিচালকঃ সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদ ধরণঃ অ্যাকশন থ্রিলার
মুক্তির তারিখঃ ডিসেম্বর ০৩ অভিনয়শিল্পীঃ আরিফিন শুভ, তাসকিন রহমা্‌ জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিল এবং সুমিত সেনগুপ্ত সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ একটি জঙ্গি সংগঠনের বাংলাদেশে পরিকল্পিত সন্ত্রাসী হামলা রুখতে বাংলাদেশ পুলিশের লড়াই নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। দুই পুর্বের এই সিনেমার প্রথম পর্ব মুক্তি পেয়েছে এই বছরে।
২৭। নোনা জলের কাব্য
পরিচালকঃ রেজওয়ান শাহরিয়ার সুমিত ধরণঃ নাটকীয়
মুক্তির তারিখঃ নভেম্বর ২৬ অভিনয়শিল্পীঃ ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, এবং তাসনোভা তামান্না সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবন সংগ্রাম ও সংস্কৃতিক প্রভাবের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা।
২৬। গোলন্দাজ
পরিচালকঃ ধ্রুব ব্যানার্জি ধরণঃ স্পোর্টস ড্রামা, জীবনী
মুক্তির তারিখঃ নভেম্বর ১৯ অভিনয়শিল্পীঃ দেব, অনির্বাণ ভট্টাচার্য, ঈশা সাহা, ইন্দ্রাশিষ রায়, শ্রীকান্ত আচার্য এবং জন ভট্টাচার্য সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ ভারতীয় ফুটবলের জনক ও বাঙালির গর্ব নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের উপর ভিত্তি করে নির্মিত সিনেমাটি বাংলাদেশ মুক্তি পেয়েছিলো সাফটা চুক্তির আওতায় আমদানিকৃত সিনেমা হিসবে।
২৫। হৃদয়ের আঙ্গিনায়
পরিচালকঃ মোঃ আবুল কাশেম মণ্ডল ধরণঃ রোমান্টিক
মুক্তির তারিখঃ নভেম্বর ১৯ অভিনয়শিল্পীঃ কাজি হায়াৎ, বড়দা মিঠু, দুলারী, রেবেকা, তানভীর এবং সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ সামাজিক, পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
২৪। রেহানা মরিয়ম নূর
পরিচালকঃ আব্দুল্লাহ মোহাম্মাদ সাদ ধরণঃ ড্রামা
মুক্তির তারিখঃ নভেম্বর ১২ অভিনয়শিল্পীঃ আজমেরী হক বাঁধন, আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ একটি বেসরকারি কলেজের ৩৭ বছর বয়সী শিক্ষিকা রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি হয়েছে।
২৩। এ দেশ তোমার আমার
পরিচালকঃ এফআই মানিক ধরণঃ অ্যাকশন
মুক্তির তারিখঃ নভেম্বর ০৫ অভিনয়শিল্পীঃ ডিপজল, দিতি, জায়েদ খান, রোমানা এবং সোহেল রানা সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
২২। ঢাকা ড্রিম
পরিচালকঃ প্রসূন রহমান ধরণঃ নাটকীয়
মুক্তির তারিখঃ অক্টোবর ২২ অভিনয়শিল্পীঃ ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মনিরা মিঠু এবং শাহরিয়ার সজীব সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ আভ্যন্তরীন বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় ঢাকামুখি প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত প্রসূন রহমানের স্বাধীনধারার চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’।
২১। বাজী
পরিচালকঃ অংশুমান প্রত্যুষ ধরণঃ অ্যাকশন থ্রিলার এবং ড্রামা
মুক্তির তারিখঃ অক্টোবর ১৫ অভিনয়শিল্পীঃ মিমি চক্রবর্তী, জিৎ, বিশ্বনাথ বসু এবং সব্যসাচী চক্রবর্তী সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ কলকাতা বাংলা এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়েছিলো সাফটা চুক্তির আওতায় আমদানিকৃত সিনেমা হিসেবে। বাবার সাথে প্রতারণার বিরুদ্ধে প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যাকশন থ্রিলার এই সিনেমা।
২০। চন্দ্রাবতী কথা
পরিচালকঃ এন রাশেদ চৌধুরী ধরণঃ জীবনী, নাটকীয়
মুক্তির তারিখঃ অক্টোবর ১৫ অভিনয়শিল্পীঃ দিলরুবা দোয়েল, ইমতিয়াজ বর্ষণ, নওশাবা আহমেদ এবং জয়ন্ত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীর সৃষ্টি এবং তার নাটকীয় এবং একইসঙ্গে বিয়োগান্তক জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং রামায়ণ চন্দ্রাবতীর অন্যতম সৃষ্টি।
১৯। পদ্মাপুরাণ
পরিচালকঃ রাশিদ পলাশ ধরণঃ নাটকীয়
মুক্তির তারিখঃ অক্টোবর ০৮ অভিনয়শিল্পীঃ সাদিয়া আফরিন মাহি, প্রসূন আজাদ, সুমিত সেনগুপ্ত, শম্পা রেজা এবং জয়রাজ সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ পদ্মানদীর অববাহিকায় থাকা মানুষগুলোর বর্তমান অবস্থা, তাদের মানসিকতা, আর্থিক অবস্থা এবং জীবনধারণ প্রক্রিয়া নিয়ে সিনেমা ‘পদ্মাপুরাণ’।
১৮। মুজিব আমার পিতা
পরিচালকঃ সোহেল রানা ধরণঃ অ্যানিমেটেড
মুক্তির তারিখঃ অক্টোবর ০১ অভিনয়শিল্পীঃ অ্যানিমেটেড।
প্রেক্ষাপটঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ অবলম্বনে নির্মিত হয়েছে অ্যানিমেটেড সিনেমা ‘মুজিব আমার পিতা’ ।
১৭। চোখ
পরিচালকঃ আসিফ ইকবাল জুয়েল ধরণঃ অ্যাকশন, থ্রিলার, রোমান্টিক
মুক্তির তারিখঃ অক্টোবর ০১ অভিনয়শিল্পীঃ জিয়াউল রোশন, শবনম বুবলী, নীরব এবং শহিদুজ্জামান সেলিম সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ একজন কর্পোরেট চাকুরীজীবীর হত্যা রহস্য এবং তার সাথে জড়িত মানুষদের সাথে ঘটে যাওয়া কিছু অতিপ্রাকৃত ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
১৬। নারীর শক্তি
পরিচালকঃ বি এইচ নিশান ধরণঃ লেডি অ্যাকশন
মুক্তির তারিখঃ সেপ্টেম্বর ১০ অভিনয়শিল্পীঃ সিমি ইসলাম কলি এবং আরও অনেকে।
প্রেক্ষাপটঃ নারীর উপর অত্যাচার এবং তার প্রতিবাদে একজন নারীর শক্তিশালী হয়ে উঠার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি।
১৫। আগস্ট ১৯৭৫
পরিচালকঃ সেলিম খান ও শামীম আহমেদ রনি ধরণঃ ঐতিহাসিক, নাটকীয়
মুক্তির তারিখঃ আগস্ট ২২ অভিনয়শিল্পীঃ তৌকীর আহমেদ, আনিসুর রহমান মিলন, মাসুমা রহমান নাবিলা সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ ১৯৭৫ সালের ১৫ আগস্টে সংগঠিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের রাত ও পরের দিন বাংলাদেশের রাজনৈতিক পালা বদলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিত্তিতে চলচ্চিত্রটির কাহিনি রচিত।।
১৪। কসাই
পরিচালকঃ অনন্য মামুন ধরণঃ ড্রামা
মুক্তির তারিখঃ জুলাই ১৫ অভিনয়শিল্পীঃ নিরব, রাশেদ মামুন অপু, প্রিয়মনি সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ বিদেশে টাকা পাঠানোর নামে একটি জালিয়াত চক্রের হাতে আটকা পরা কয়েকজন বিদেশগামী মানুষের জীবনযুদ্ধের গল্প দেখা গেছে সিনেমাটিতে।
১৩। নবাব এলএলবি
পরিচালকঃ অনন্য মামুন ধরণঃ ড্রামা
মুক্তির তারিখঃ জুন ২৫ অভিনয়শিল্পীঃ শাকিব খান, মাহিয়া মাহি, স্পর্শিয়া সহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ এক কর্মজীবী মেয়েকে তার অফিসের বস কতৃক ধর্ষন এবং সামাজের প্রচলিত মানসিকতার বিপরীতে আদালতে সেই মামলার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
১২। সৌভাগ্য
পরিচালকঃ এফ আই মানিক ধরণঃ ড্রামা
মুক্তির তারিখঃ মে ১৩ অভিনয়শিল্পীঃ ডিপজল, মৌসুমী, কাজী মারুফ, তমা মির্জা, কাজী হায়াত সহ আরো অনেকে।
প্রেক্ষাপটঃ ২০১১ সালে ছবিটির শ্যুটিং শুরু হয়। দীর্ঘ ১০ বছর পর ২০২১ সালে ৩৫মিমি.-এ নির্মিত ছবিটি ডিজিটালে ট্রান্সফর্ম করে দেশব্যাপী মুক্তি দেওয়া হয়। সামাজিক অ্যাকশন গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।
১১। টুঙ্গিপাড়ার মিয়াভাই
টুঙ্গিপাড়ার মিয়াভাই পরিচালকঃ শামিম আহমেহ রনী ধরণঃ আত্নজীবনী
মুক্তির তারিখঃ এপ্রিল ২ অভিনয়শিল্পীঃ শান্ত খান, দীঘি, জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবাশানুসহ আরও অনেকে।
প্রেক্ষাপটঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এই সিনেমা।
১০। যৈবতী কন্যার মন
যৈবতী কন্যার মন পরিচালকঃ নারগিস আক্তার ধরণঃ ড্রামা
মুক্তির তারিখঃ মার্চ ২৬ অভিনয়শিল্পীঃ সায়ন্তনী দত্ত, গাজী আবদুন নূর সহ আরো অনেকে।
প্রেক্ষাপটঃ সেলিম আল দীনের ‘যৈবতী কন্যার মন’ কথানাট্য অবলম্বনে সরকারি অনুদানকৃত ও ফেমকম বাংলাদেশের যৌথ প্রয়াসে নির্মিত সিনেমা।
৯। স্ফুলিঙ্গ
স্ফুলিঙ্গ পরিচালকঃ তৌকীর আহমেদ ধরণঃ ড্রামা
মুক্তির তারিখঃ মার্চ ২৬ অভিনয়শিল্পীঃ পরীমনি, রওনক হাসান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা সহ আরো অনেকে।
প্রেক্ষাপটঃ স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে নির্মিত স্ফুলিঙ্গের কাহিনী একটি ব্যান্ড দলের তারুণ্যের উদ্দামকে নিয়ে তৈরি হয়েছে ‘স্ফুলিঙ্গ’ ছবির গল্প।
৮। মেকআপ
মেকআপ পরিচালকঃ অনন্য মামুন ধরণঃ ড্রামা
মুক্তির তারিখঃ মার্চ ২১ (আই থিয়েটার) অভিনয়শিল্পীঃ তারিক আনাম খান, জিয়াউল রোশান এবং নিপা আহমেদ সহ আরো অনেকে।
প্রেক্ষাপটঃ সিনেমা জগতের মানুষের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে সিনেমা ‘মেকপ’।
৭। প্রিয় কমলা
প্রিয় কমলা পরিচালকঃ শাহরিয়ার নাজিম জয় ধরণঃ মুক্তিযুদ্ধ
মুক্তির তারিখঃ মার্চ ১৯ অভিনয়শিল্পীঃ অপু বিশ্বাস, বাপ্পী।
প্রেক্ষাপটঃ সিনেমার প্রেক্ষাপট মহান মুক্তিযুদ্ধ।
৬। অলাতচক্র
অলাতচক্র পরিচালকঃ হাবিবুর রহমান ধরণঃ মুক্তিযুদ্ধ
মুক্তির তারিখঃ মার্চ ১৯ অভিনয়শিল্পীঃ জয়া, রুবেল, মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম।
প্রেক্ষাপটঃ আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস ‘অলাতচক্র’ অবলম্বনে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের কলকাতায় শরণার্থী হয়ে যাওয়া বাংলাদেশিদের জীবনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমা।
৫। গন্তব্য
পরিচালকঃ অরণ্য পলাশ ধরণঃ রোমান্টিক
মুক্তির তারিখঃ মার্চ ১৯ অভিনয়শিল্পীঃ আমান রেজা, এলিনা শাম্মী, ফেরদৌস, আইরিন, আফফান মিতুল ও জিয়ন।
প্রেক্ষাপটঃ ৬ বন্ধুর দেশপ্রেমের সিনেমা সাধারণ জনগণকে সিনেমাটির মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার গল্প নিয়ে এই সিনেমা।
৪। তুমি আছ তুমি নেই
তুমি আছ তুমি নেই পরিচালকঃ দেলোয়ার জাহান ঝন্টু ধরণঃ রোমান্টিক
মুক্তির তারিখঃ মার্চ ১২ অভিনয়শিল্পীঃ দীঘি, আসিফ ইমরোজ, সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ।
প্রেক্ষাপটঃ প্রেম, অর্থ, সংঘাতের গল্প নিয়ে নির্মিত এই সিনেমা। মুক্তির আগেই বিতর্কের জন্ম দেয় এই সিনেমা।
৩। পাগলের মতো ভালোবাসি
পাগলের মতো ভালোবাসি পরিচালকঃ শাহীন সুমন ধরণঃ রোমান্টিক
মুক্তির তারিখঃ ফেব্রুয়ারি ১৯ অভিনয়শিল্পীঃ অধরা খান, আসিফ নূর, সুমিত সেনগুপ্ত
প্রেক্ষাপটঃ প্রেম, সম্পর্ক, প্রণয় এবং সংঘাতের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই রোমান্টিক সিনেমা। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়িকার খাতায় নাম লিখান অধরা খান।
২। রংবাজি – দ্য লাফাঙ্গা
পরিচালকঃ কমল সরকার ধরণঃ একশন
মুক্তির তারিখঃ ফেব্রুয়ারি ০৫ অভিনয়শিল্পীঃ ইউসুফ রনি, বিন্দিয়া, অরিন, নাসরিন, কাজী হায়াৎ, অমিত হাসান, সুব্রত, ইলিয়াস কোবরা
প্রেক্ষাপটঃ একশন নির্ভর গল্পে নির্মিত সিনেমা রংবাজি – দ্য লাফাঙ্গা।
১। কেন সন্ত্রাসী
কেন সন্ত্রাসী পরিচালকঃ রবিউল ইসলাম রাজ ধরণঃ একশন
মুক্তির তারিখঃ জানুয়ারি ০১ অভিনয়শিল্পীঃ স্বাধীন শাহ, মেহরিমা
প্রেক্ষাপটঃ কেউ সমাজে সন্ত্রাসী হয়ে জন্ম নেয় না। সন্ত্রাসী হওয়ার পেছনে কোন না কোন কারণ আছে। এমনও দেখা যায় আমাদের সমাজ একজন ভালো মানুষকে সন্ত্রাসীতে পরিণত করে। এমন গল্প নিয়েই নির্মিত সিনেমাটি।