‘স্ত্রী ২’ বক্স অফিস: ভারতীয় চলচ্চিত্রে বছরের সবচেয়ে বাণিজ্যিক বড়

মহামারীকে পিছনে ফেলে ২০২৩ সালে ঘুরে দাঁড়িয়েছিলো বলিউড সিনেমার বক্স অফিস। ‘পাঠান’, ‘গাদ্দার ২’, ‘জওয়ান’ এবং ‘অ্যানিম্যাল’ সিনেমাগুলো ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি রুপির বেশী আয় করতে সক্ষম হয়েছিলো। কিন্তু পরের বছরই এই সবগুলো সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা। ‘স্ত্রী ২’ বক্স অফিস সাফল্যে ভারতীয় চলচ্চিত্রে বছরের সবচেয়ে বাণিজ্যিক বড় হিসেবে আবির্ভুত হয়েছে এই সিনেমা।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ‘স্ত্রী ২’ বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে হিন্দিতে বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। এর মাধ্যমে হিন্দিতে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’। তবে সব ভাষায় ভারতীয় এবং বিশ্বব্যাপী বক্স অফিসে এগিয়ে আছেন শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘জওয়ান’।

অবশেষে শেষ হতে যাচ্ছে ‘স্ত্রী ২’ বক্স অফিস ঝড়। বিশ্বব্যাপী বক্স অফিসে এখন পর্যন্ত প্রায় ৮৫০ কোটি রুপি আয় করেছে এই সিনেমা। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় যেকোন বিচারে অবিশ্বাস্য। মুক্তির প্রথম সপ্তাহ থেকে অষ্টম সপ্তাহ পর্যন্ত একের পর এক বক্স অফিস রেকর্ড গড়েছে ‘স্ত্রী ২’। ভারতীয় বক্স অফিস ঝড়ের প্রভাব দেখা গেছে আন্তর্জাতিক বক্স অফিসেও।

আন্তর্জাতিক বক্স অফিসে ‘স্ত্রী ২’ সিনেমাটি আয় করেছে ১৭ মিলিয়ন মার্কিন ডলার। যুক্ত্রাস্ত্র/কানাডা বক্স অফিসে সর্বকালের ১০টি সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে এটি। এছাড়া যুক্তরাজ্যে এই সিনেমার আয় ‘ব্রামাস্ত্র’ এবং ‘ফাইটার’ সিনেমাগুলোর কাছাকাছি ছিলো। গলফ ভিত্তিক দেশগুলোতে সিনেমাটির আয় ৪ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। মহামারী পরবর্তি সময়ের হিসেবে এই আয় নিঃসন্দেহে প্রশংসনীয়।

সব মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী বক্স অফিসে ‘স্ত্রী ২’ সিনেমার মোট গ্রোস আয়ের পরিমান দাঁড়িয়েছে ৮৪২ কোটি রুপি। এরমধ্যে শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে মোট গ্রোস আয় ছিলো ৬৯৮ কোটি রুপি। আর আন্তর্জাতিক বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ১৪৪ কোটি রুপি। আর ভারতীয় বক্স অফিসে এই সিনেমাটি নেট আয় করেছে ৫৭৯ কোটি রুপি। (তথ্য সুত্রঃ বক্স অফিস ইন্ডিয়া)

উল্লেখ্য যে, অমর কৌশিক পরিচালিত এবং দিনেশ ভিজান প্রযোজিত এই সিনেমাটি ব্লকবাস্টার ‘স্ত্রী’-এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের মত সিনেমাটির দ্বিতীয় পর্বও বক্স অফিসে ঝড় তুলতে সক্ষম হয়েছে। শুধু তাই নয় হিন্দিতে বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড গড়তেও সক্ষম হয়েছে এটি। ম্যাডডক ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি অমর কৌশিকের ‘হরর কমেডি’ ইউনিভার্সের সবচেয়ে জনপ্রিয় সিনেমা। এই ইউনিভার্সে আরো রয়েছে ‘রুহি’ এবং ‘ভেরিয়া’।

আরো পড়ুনঃ
‘স্ত্রী ২’ বক্স অফিস: বলিউডে সর্বকালের সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড
বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘স্ত্রী ২’
দেভারা – পার্ট ১: বিশ্বব্যাপী বক্স অফিসে ভালো শুরু করলেন এনটিআর

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত