মহামারী পরবর্তী সময়ে বক্স অফিসে একের পর এক ডিজাস্টার দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। এর মাঝে শুধু ‘সুরিয়াবংশী’ সিনেমাটি বাণিজ্যিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলো। সর্বশেষ ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘স্কাই ফোর্স’। প্রথম সপ্তাহ শেষে ‘স্কাই ফোর্স’ বক্স অফিস আয় নিয়ে দেখা গেছে ব্যাপক সমালোচনা।
জানা গেছে একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘স্কাই ফোর্স’। এতে একজন যোদ্ধ বিমান চালকের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ট্রেলার প্রকাশেরও পরও সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তেমন আগ্রহ দেখা যায়নি। শেষ পর্যন্ত মুক্তি প্রথম দিনেই ডিস্কাউন্ট এবং বিনামূল্যে টিকেটের অফার দেন নির্মাতারা।
সাধারণত মুক্তির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এ ধরণের কৌশল নিয়ে থাকেন সিনেমার নির্মাতারা। কিন্তু মুক্তির প্রথম দিনেই ডিস্কাউন্ট এবং বিনামূল্যে টিকেটের ঘটনা নিয়ে দেখা গেছে বিতর্ক। এদিকে মুক্তি পর নির্মাতাদের পক্ষ্য থেকে সিনেমাটির আয়ের হিসেব নিয়েও দেখা গেছে ব্যাপক সমালোচনা। বক্স অফিস আয় অনেক বাড়িয়ে বলছেন বলে অভিযোগ উঠেছে নির্মাতাদের বিরুদ্ধে।
ট্রেড বিশেষজ্ঞদের হিসেবে প্রথম সপ্তাহ শেষে ভারতীয় বক্স অফিসে প্রায় ৮৭ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে ‘স্কাই ফোর্স’। তবে নির্মাতাদের প্রদত্ত হিসেবে ‘স্কাই ফোর্স’ বক্স অফিস আয় ইতিমধ্যে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রথম দিনে অফার বিবেচনা করলে, শুরুতেই লোকসানের মুখে পরেছে সিনেমাটি।
এক সপ্তাহ শেষে ভারতীয় বক্স অফিসে ‘স্কাই ফোর্স’ সিনেমার আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
সপ্তাহের দিন | কোটি রুপিতে আয় |
প্রথম দিন (শুক্রবার) | ১২.২৫ |
দ্বিতীয় দিন (শনিবার) | ২২.০০ |
তৃতীয় দিন (রবিবার) | ২৮.০০ |
চতুর্থ দিন (সোমবার) | ০৭.০০ |
পঞ্চম দিন (মঙ্গলবার) | ০৫.৭৫ |
ষষ্ট দিন (বুধবার) | ০৬.০০ |
সপ্তম দিন (বৃহস্পতিবার) | ০৫.৬৪ |
প্রথম সপ্তাহে মোট | ৮৬.৬৪ |
শুধু তাই নয়, বিনামূল্যে টিকেটের অফার ঘীরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে হাসাহাসি। বিনামূল্যে টিকেটের সাথে পপকর্ন এবং উবারের ভাড়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন অনেক দর্শক। অক্ষয়ের টানা ডিজাস্টারের ধারা ভাঙ্গতে বিনামূল্যে টিকেট এবং কর্পোরেট বুকিং-এর আশ্রয় নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মস এবং অক্ষয় কুমার।
যেখানে বড় তারকার সিনেমার মুক্তিকে কেন্দ্র করে টিকেটের মূল্য বৃদ্ধি করে থাকেন নির্মাতারা, সেখানে বিনামূল্যে টিকেটের অফার দিয়ে সমালোচনা শুনতে হচ্ছে সংশ্লিষ্টদের। অনেকের মতে যেকোন মূল্যে অক্ষয়ের সাম্প্রতিক ব্যার্থতার ধারা ভাঙ্গতে এই কৌশল নিয়েছেন নির্মাতারা। তবে এতে করে আয়ের অংক দেখাতে পারলেও, আদতে বিশাল ক্ষতির মুখে পরেছেন নির্মাতারা।
প্রসঙ্গত, ১৯৬৫ সালে সংঘঠিত ভারত-পাকিস্থান যুদ্ধের ভয়ঙ্কর বিমান হামলার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘স্কাই ফোর্স’। ম্যাডডক ফিল্ম প্রযোজিত সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সন্দীপ কেউলানি এবং অভিষেক অনিল কাপুর। অক্ষয় কুমার ছাড়াও এতে অভিনয় করেছেন বীর পাহাড়িয়া, সারা আলি খান ও নিমরত কৌর।
আরো পড়ুনঃ
প্রথম দিনেই ডিস্কাউন্ট এবং ফ্রী টিকেট দিচ্ছেন ‘স্কাই ফোর্স’ নির্মাতারা!
ডিজাস্টারের খাতায় নাম লিখিয়েছে বরুণ ধাওয়ানের ‘বেবি জন’
‘গেম চেঞ্জার’ বক্স অফিস: আয় ঘোষণায় নির্মাতাদের কারসাজি!