গত ২৫শে জানুয়ারি মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে রেকর্ড ভেঙ্গে চলছে শাহরুখ খানের প্রত্যাবর্তনের সিনেমা ‘পাঠান’। প্রথম সপ্তাহ শেষে ভারতীয় বক্স অফিসের প্রাথমিক সব রেকর্ড নিজের দখলে নিয়েছিলো ‘পাঠান’ সিনেমাটি। বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার ধারা অব্যাহত রয়েছে দ্বিতীয় সপ্তাহেও। মুক্তির মাত্র ১৫ দিনে এসে ভারতীয় বক্স অফিসে ‘কেজিএফ ২’কে পিছনে ফেলে দিয়েছে ‘পাঠান’। ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমার পর ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমা হিসেবে আবর্ভুত হয়েছে ‘পাঠান’।
এর আগে মুক্তির ১১তম দিনে আমির খানের ‘দাঙ্গাল’ সিনেমাকে পিছনে ফেলে ইতিহাসের সর্বোচ্চ আয়ের বলিউড সিনেমার রেকর্ড গড়েছিল ‘পাঠান’। সামনে ছিলো ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমাগুলোর হিন্দি সংস্করণ। নয়দিনের বর্ধিত প্রথম সপ্তাহে দুর্দান্ত আয়ের পর দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটির আয়ে আবারো প্রগতি দেখা গিয়েছিলো। পরবর্তিতে সপ্তাহের স্বাভাবিক কর্মদিবসেও বক্স অফিসে সে ধারা অব্যাহত রেখেছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি।
মুক্তির দ্বিতীয় সপ্তাহের বুধবার সিনেমাটির ভারতীয় বক্স অফিসে আয়ের পরিমাণ ছিলো ৬.৫০ কোটি রুপি। ১৫ দিন পর ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৩২ কোটি রুপি। আর এর মাধ্যমে ‘কেজিএফ ২’কে পিছনে ফেলে ইতিহাসের সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থান নিশ্চিত করেছে ‘পাঠান’। বুধবারের আয় দিয়ে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির মোট আয় হয়েছে ৮৪.৫০ কোটি রুপি। বৃহস্পতিবার একই ধারা ধরে রেখে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয় দাঁড়াবে ৯০ কোটি রুপির একটু বেশী।
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার হিন্দি সংস্করণ ভারতীয় বক্স অফিসে আয় করেছিলো ৪২৭.৫০ কোটি রুপি। মাত্র ১৫ দিনে সিনেমাটির আয়কে ছাড়িয়ে গেলো ‘পাঠান’। ভারতের বেশীরভাগ জায়গায় ‘কেজিএফ ২’ সিনেমার আয়কে ছাড়িয়ে গেছে ‘পাঠান’। সামনের দিনগুলোতে মুম্বাই ছাড়া বাকী সব জায়গায় ‘কেজিএফ ২’ থেকে এগিয়ে যাবে ‘পাঠান’ সিনেমাটি। আর ইতিমধ্যে ‘পাঠান’ দক্ষিণ ভারতে বলিউড সিনেমা হিসেবে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। দক্ষিণ ভারতে বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি রুপি।
বলিউড সিনেমা হিসেবে ভারতীয় বক্স অফিসে ৪০০ কোটি রুপির মাইলফলক অর্জন করা প্রথম সিনেমা হচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’। এই সিনেমার রেকর্ডের খাতায় আরো রয়েছে সবচেয়ে দ্রুততম সময়ে ভারতীয় বক্স অফিসে ১০০, ২০০, ৩০০, ৪০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম। ১৫তম দিন শেষে ভারতীয় বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার হিন্দি সংস্করণের আয় নীচে দেওয়া হলো –
প্রথম সপ্তাহ (৯ দিন) – ৩৪৭.৭৫ কোটি রুপি
দ্বিতীয় সপ্তাহ (৬ দিন) – ৮৪.৫০ কোটি রুপি
মোট (১৫ দিন) – ৪৩২.২৫ কোটি রুপি
‘কেজিএফ ২’ সিনেমার পর ‘পাঠান’ সিনেমার সামনে রয়েছে এসএস রাজামৌলী পরিচালিত প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির হিন্দি সংস্করণে মোট আয় হচ্ছে ৫১১ কোটি রুপি। ‘পাঠান’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমা আয়কে ছাড়িয়ে যেতে পারে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বলিউডের ট্রেড বিশেষজ্ঞরা মনে করছেন তৃতীয় শুক্রবার এ ক্ষেত্রে সিনেমাটির জন্য খুবই গুরুত্বপূর্ন। তৃতীয় সপ্তাহান্তে আয়ের ধারা অব্যাহত রাখলে ভারতীয় বক্স অফিসে ইতিহাসের সর্বোচ্চ আয়ের সিনেমা হবে ‘পাঠান’।
এদিকে ভারতীয় বক্স অফিসে এখনো পিছিয়ে থাকলেও বিশ্বব্যাপী ‘বাহুবলী ২’ সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে ‘পাঠান’। কারণ ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসে রীতিমত সুনামি বইয়ে দিয়েছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। দ্বিতীয় মঙ্গলবার শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭৭ কোটি রুপি। এর আগে ৮০২ কোটি রুপি আয়ের মাধ্যমে এই তালিকায় প্রথম অবস্থানে ছিলো এসএস রাজামৌলী পরিচালিত প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’।
প্রসঙ্গত, শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের সিনেমাকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত ছিলেন ভক্তরা। তাই এর নির্মাতা যশ রাজ ফিল্মস সিনেমাটির মুক্তি দিয়েছে বিশাল আয়োজনে। প্রথমে ভারতে ৫,২০০ স্ক্রিনে মুক্তির পর দর্শকদের চাহিদার কারনে প্রথম দিনে আরো ৩০০ স্ক্রিন বাড়াতে বাধ্য হয়েছিলেন প্রদর্শকরা। এছাড়া ভারত ছাড়া বিশ্বের ১০০ দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে ২,৫০০ স্ক্রিনে। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট ৮,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।
উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি। শাহরুখ খানের সাথে এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। দীপিকাকে সিনেমাটিতে পাকিস্থানের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা গেছে। আর এতে জন আব্রাহাম থাকছেন নেতিবাচক চরিত্রে। এছাড়া এতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। আর সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ।
আরো পড়ুনঃ
বক্স অফিস ধামাকাঃ ‘বাহুবলী ২’ সিনেমাকে পিছনে ফেলে দিলো ‘পাঠান’
দ্বিতীয় শুক্রবারও আয়ের ধারা অব্যাহতঃ ‘বাহুবলী ২’ রেকর্ড ভাঙ্গবে ‘পাঠান’
মাত্র দশদিনে বিশ্বব্যাপী বক্স অফিসে সর্বোচ্চ আয়ের বলিউড সিনেমা ‘পাঠান’