প্রথম সপ্তাহান্তে ভালো কিছুর ইঙ্গিত দিলো কার্তিকের ‘সত্যপ্রেম কি কাঁথা’

সত্যপ্রেম কি কাঁথা

সমীর বিদ্বান পরিচালিত কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি অভিনীত ‘সত্যপ্রেম কি কাঁথা’ মুক্তি পেয়েছে ঈদের সপ্তাহান্তে। মুক্তির আগে ব্যাপক আলোচনার জন্ম দেয়া সিনেমাটি দর্শক এবং সমালোচকদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলো। মুক্তির প্রথম সপ্তাহান্তে দৈনিক আয়ের অগ্রগতির সাথে সাথে দর্শক সমাগম বাড়তে দেখা গেছে। চার দিনের বর্ধিত সাপ্তাহিক ছুটির কারনে প্রথম সপ্তাহান্তে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছে ‘সত্যপ্রেম কি কাঁথা’ সিনেমাটি। প্রথম সপ্তাহান্তের আয়ের হিসেবে চলতি বছরের ষষ্ট সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে এটি।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত কার্তিক আরিয়ানের ‘সত্যপ্রেম কি কাঁথা’ সিনেমার বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথম সপ্তাহান্তে ভারতীয় বক্স অফিসে ৩৫ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে এটি। এরমধ্যে শনিবার এবং রবিবার সিনেমাটির আয়ের ভালো অগ্রগিত লক্ষ্য করা গেছে। তবে এই আয় যদি তিনদিনের হত তাহলে এটি বছরের অন্যতম সেরা উদ্বোধনী হিসেবে বিবেচিত হত বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। তবে চারদিনে ৩৫ কোটি রুপি হলেও, দৈনিক আয়ের অগ্রগতি সিনেমাটি বক্স অফিসে ভালো সম্ভাবনা তৈরি করেছে।

সিনেমাটি পূর্ব ভারতে ভালো সংগ্রহ করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি মহারাষ্ট্রেও আয়ের পরিমাণ প্রত্যাশার চেয়ে অনেক কম দাঁড়িয়েছে। এরমধ্যে মহারাষ্ট্রে খারাপ আবহাওয়া থাকলেও, সেটিকে এর কারণ হিসেবে মানছেন না ট্রেড বিশেষজ্ঞরা। কারণ এই সময়ে মহারাষ্ট্রে মারাঠি সিনেমা ‘বাইপান ভরি দেবা’ রাজ্য জুড়ে দুর্দান্ত আয় করতে সক্ষম হয়েছে। তবে উত্তর প্রদেশ এবং দিল্লীতে ‘ক্যারি অন জাট্টা থ্রী’ সিনেমার সাথে কঠিন প্রতিযোগিতার পরও উভয়ই জায়গায় ভালো আয় করেছে কার্তিক আরিয়ানের ‘সত্যপ্রেম কি কাঁথা’। এমনকি পূর্ব পাঞ্জাবে সিনেমাটির আয় ছিলো উল্লেখ করার মত।

চারদিনের বর্ধিত প্রথম সপ্তাহান্তে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির দৈনিক আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
বৃহস্পতিবার (প্রথম দিন) – ০৮.৫০ কোটি রুপি
শুক্রবার (দ্বিতীয় দিন) – ০৬.২৫ কোটি রুপি
শনিবার (তৃতীয় দিন) – ০৯.৫০ কোটি রুপি
রবিবার (চতুর্থ দিন) – ১১.০০ কোটি রুপি
সর্বমোট (চারদিনের বর্ধিত প্রথম সপ্তাহান্ত) – ৩৫.২৫ কোটি রুপি

প্রথম সপ্তাহান্ত শেষে সিনেমাটি চলতি বছরের তালিকায় ষষ্ট অবস্থানে রয়েছে। প্রথম সপ্তাহান্তে সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকা নিম্নরূপ –
০১। পাঠান (২০৮.৭৫ কোটি রুপি)
০২। আদিপুরুষ (১০৬ কোটি রুপি)
০৩। তু ঝুটি মে মাক্কার (৭০.৬৪ কোটি রুপি)
০৪। কিসি কা ভাই কিসি কি জান (৬৮.১৭ কোটি রুপি)
০৫। ভোলা (৪০.৪০ কোটি রুপি)
০৬। সত্যপ্রেম কি কাঁথা (৩৫.২৫ কোটি রুপি)

এই মুহুর্তে কার্তিক আরিয়ানের ‘সত্যপ্রেম কি কাঁথা’ সিনেমাটি দর্শকদের চাহিদার প্রথম অবস্থানে রয়েছে। এছাড়া আগামী ২৮শে জুলাই করণ জোহর পরিচালিত ‘রকি অর রানী কি প্রেম কাহানী’-এর আগে সাম্প্রতিক সময়ে বড় কোন সিনেমা মুক্তিও পাচ্ছে না। তাই সিনেমাটি শেষ পর্যন্ত বক্স অফিসে ভালো আয় করতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার সিনেমাটির আয়ের কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও, সামনের সপ্তাহান্তে আবারো ভালো আয়ের ধারায় ফিরবে সিনেমাটি। প্রথম সপ্তাহ শেষে ভারতীয় বক্স অফিসে ৭০ কোটি রুপি আয়ের প্রত্যাশা করছেন বলিউড সিনেমার ট্রেড বিশেষজ্ঞরা।

আরো পড়ুনঃ
‘আদিপুরুষ’ ব্যর্থতায় বক্স অফিসে সুপারহিট ‘জারা হাঁটকে জারা বাঁচকে’
চতুর্থ দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পরলো প্রভাসের ‘আদিপুরুষ’
মহামারী পরবর্তি বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটি আয়ের ভারতীয় সিনেমা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত