রেকর্ড শুরুর পরও বক্স অফিসে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার জয়যাত্রা অব্যাহত রয়েছে। রেকর্ডের পর রেকর্ড গড়া ‘পাঠান’ সিনেমাটি এর শক্তিশালী আয়ের ধারা অব্যাহত রেখেছিলো মুক্তির পঞ্চম সপ্তাহেও। ইতিমধ্যে বলিউড সিনেমা হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে সব রেকর্ড দখলে নিয়েছে এই সিনেমা। সর্বশেষ ‘বাহুবলী ২’ সিনেমার রেকর্ড ভেঙ্গে ইতিহাসের সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমা হিসেবে নাম লিখিয়েছে ‘পাঠান’। জানা গেছে ষষ্ট সপ্তাহান্তে ভারতীয় বক্স অফিসে আবারো ঊর্ধ্বমুখী শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মুক্তির পঞ্চম সপ্তাহে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর চেয়ে ‘পাঠান’ নিয়ে দর্শকদের আগ্রহ বেশী দেখা গেছে। ১৭ই ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত কার্তিক আরিয়ান অভিনীত ‘শাহজাদা’ এবং ২৫শে ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের ‘সেলফি’ সিনেমাগুলো বক্স অফিসে ডিজাস্টার হিসেবে আবর্ভুত হয়েছে। এই দুটি সিনেমার ব্যার্থতায় ৩রা মার্চ থেকে ভারতীয় প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমাটির প্রদর্শনী বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন প্রদর্শকরা। তাই ষষ্ট সপ্তাহে বাড়ছে ‘পাঠান’ সিনেমার প্রদর্শনীর সংখ্যা।
‘শাহজাদা’ এবং ‘সেলফি’ সিনেমাগুলোর ব্যার্থতায় ভারতীয় বক্স অফিসে আরো একটি দুর্দান্ত সপ্তাহের পথে এগুচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি। বলিউডের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে, ষষ্ট সপ্তাহান্তে ভারতীয় বক্স অফিসে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার আয়ে আবারো দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। ষষ্ট শুক্রবার ১ কোটি রুপির বেশী আয়ের পর ষষ্ট সপ্তাহের শনিবার এবং রবিবারও ভালো আয়ের ধারা অব্যাহত রেখেছে এই সিনেমা। সিনেমাটির পঞ্চম সপ্তাহান্তের আয়ের চেয়ে ষষ্ট সপ্তাহান্তের আয়ের পরিমাণ বেশী হতে যাচ্ছে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে ষষ্ট সপ্তাহের প্রথম দিন শুক্রবার ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো ১.০৫ কোটি রুপি। এরপর শনিবার প্রায় শতভাগ প্রবৃদ্ধি পেয়েছে সিনেমাটির আয়ে। ষষ্ট শনিবার ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ছিলো ২.০৫ কোটি রুপি। প্রাথমিক অনুমান অনুযায়ী রোববার এই আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২.৭৫ কোটি রুপি। সব মিলিয়ে হিন্দিতে ষষ্ট সপ্তাহান্তে সিনেমাটি মোট আয় ৫.৮৫ কোটি রুপি। সব ভাষা মিলিয়ে এই আয়ের পরিমাণ প্রায় ৬ কোটি রুপি।
মুক্তির ৪০তম দিন (ষষ্ট রোববার) শেষে ভারতীয় বক্স অফিসে সিনেমাটি মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৩৫ কোটি রুপি। প্রথম বলিউড সিনেমা হিসেবে ভারতীয় বক্স অফিসে ৪০০ কোটি রুপির পর ৫০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে শাহরুখ খানের ‘পাঠান’। বলিউড সিনেমা বিবেচনা করলে এর আগে ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়ের সিনেমা ছিলো আমির খানের ‘দাঙ্গাল’। সিনেমাটির মোট আয় ছিলো ৩৭৫ কোটি রুপি। আর হিন্দি সিনেমা বিবেচনা করলে ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমাকে পিছনে ফেলে প্রথম স্থানে পৌঁছে গেলো এটি।
এদিকে সামনে হোলিকে ঘীরে মুক্তি পেতে যাচ্ছে রনবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুটি মে মাক্কার’ সিনেমাটি। তাই আগামী ৮ই মার্চ বক্স অফিসে আবারো প্রতিযোগিতার মুখে পরতে যাচ্ছে ‘পাঠ’ন’। শেষ পর্যন্ত ভারতীয় বক্স অফিসে সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে ৫১৫ থেকে ৫২০ কোটি রুপি আয়ের সম্ভাবান রয়েছে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। অন্যদিকে ইতিমধ্যে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির ফুটফলস ৩ কোটি ছাড়িয়ে গেছে। মহামারীর আগের সময়ের প্রেক্ষিতে এই সিনেমা প্রকৃত ফুটফলস এর চেয়ে অনেক বেশী।
এদিকে ভারতীয় বক্স অফিসে পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও নতুন মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে সিনেমাটি। চীনের বাজার ছাড়াই বিশ্বব্যাপী বক্স অফিসে ১,০০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে শাহরুখ খানের ‘পাঠান’। ষষ্ট শনিবার শেষে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয়ের হিসেব নিম্নরূপ –
ভারতীয় বক্স অফিসে নেট – ৫৩১.৯৮ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস – ৬৪৩.৫০ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে গ্রোস – ৩৮৭.৫০
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস – ১০৩১ কোটি রুপি
প্রসঙ্গত, শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের সিনেমাকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত ছিলেন ভক্তরা। তাই এর নির্মাতা যশ রাজ ফিল্মস সিনেমাটির মুক্তি দিয়েছে বিশাল আয়োজনে। প্রথমে ভারতে ৫,২০০ স্ক্রিনে মুক্তির পর দর্শকদের চাহিদার কারনে প্রথম দিনে আরো ৩০০ স্ক্রিন বাড়াতে বাধ্য হয়েছিলেন প্রদর্শকরা। এছাড়া ভারত ছাড়া বিশ্বের ১০০ দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে ২,৫০০ স্ক্রিনে। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট ৮,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।
উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি। শাহরুখ খানের সাথে এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। দীপিকাকে সিনেমাটিতে পাকিস্থানের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা গেছে। আর এতে জন আব্রাহাম থাকছেন নেতিবাচক চরিত্রে। এছাড়া এতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। আর সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ।
আরো পড়ুনঃ
‘শাহজাদা’ এবং সেলফি’ ডিজাস্টারঃ ষষ্ট সপ্তাহে বাড়ল ‘পাঠান’ প্রদর্শনী
‘বাহুবলী’র রেকর্ড ভেঙ্গে ইতিহাসের সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমা ‘পাঠান’
অল টাইম ব্লকবাস্টার ‘পাঠান’: হিন্দি ইন্ডাস্ট্রির ২৫তম এবং শাহরুখের তৃতীয়