দ্রুততম সময়ে ৩০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে শাহরুখের ‘পাঠান’

শাহরুখের ‘পাঠান’

ভারতীয় বক্স অফিসে নতুন নতুন রেকর্ডের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি। মুক্তির পর ভারতীয় বক্স অফিসের প্রাথমিক সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে বলিউড বাদশার বড় পর্দায় প্রত্যাবর্তনের সিনেমা ‘পাঠান’। পাঁচদিনে বর্ধিত সপ্তাহান্ত শেষে স্বাভাবিক কর্ম দিবসেও সিনেমাটি বা অফিসে আয়ের ধারা ধরে রাখতে সক্ষম হয়েছে। মুক্তির ষষ্ট দিনেও সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে প্রায় ২৫ কোটি রুপি। ইতিমধ্যে দ্রুততম সময়ে ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয়ের নতুন রেকর্ড গড়েছে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি।

‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর মত প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভেঙ্গে বক্স অফিসে যাত্রা শুরু করেছিলো ‘পাঠান’। হিন্দি সিনেমার ইতিহাসের সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া সিনেমা থেকে শুরু করে এদিনে বক্স অফিসে সবচেয়ে বেশী আয় – প্রাথমিক সব রেকর্ডই এখন শাহরুখ খানের দখলে। সেই সাথে প্রথম চারদিনের তিন দিনই ৫০ কোটি রুপি বেশী আয়ের বিরল কীর্তি গড়েছে এই সিনেমা। দ্রুততম ১০০ কোটি, ২০০ কোটি, ২৫০ কোটি রুপির পর সবচেয়ে কম সময়ে ৩০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে এই সিনেমা।

মুক্তির ষষ্ট দিন সোমবার ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি (হিন্দি) আয় করেছে ২৫ কোটি রুপি। এর মাধ্যমে ছয়দিনে সিনেমাটির হিন্দি সংস্করণের আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৯৪ কোটি রুপি। আর সপ্তম দিন (মঙ্গলবার) শেষে সিনেমাটি মোট আয় দাঁড়াবে ৩১৫ কোটি রুপি। সাতদিনে সিনেমাটির মোট আয়ের হিসেব নিম্নরূপ –

প্রথম দিন ৫৫ কোটি রুপি
দ্বিতীয় দিন ৬৮ কোটি রুপি
তৃতীয় দিন ৩৭.৫ কোটি রুপি
চতুর্থ দিন ৫১ কোটি রুপি
পঞ্চম দিন ৫৮ কোটি রুপি
ষষ্ট দিন ২৫ কোটি রুপি
সপ্তম দিন* ২০ কোটি রুপি
মোট ৩১৪.৫০ কোটি রুপি
*প্রাথমিক অনুমান

শুধু ‘পাঠান’ সিনেমা হিন্দি সংস্করণ থেকে আয় বিবেচনা করলে ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয় করতে সিনেমাটির সময় লেগেছে ৭ দিন। তবে ‘পাঠান’ সিনেমার তামিল এবং তেলুগু সংস্করণ থেকে আয় বিবেচনা করলে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৩০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে মুক্তির ষষ্ট দিনে। এর আগে সবচেয়ে দ্রুততম সময়ে ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছিল এসএস রাজামৌলী পরিচালিত প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার ‘বাহুবলী ২’। আর এতে এই সিনেমার সময় লেগেছিলো ১০ দিন।

সাতদিনে ৩১৫ কোটি রুপির পর নয়দিন শেষে সিনেমাটির আয় ৩৫০ কোটি রুপি হবে বলে মনে করছেন বলিউডের ট্রেড বিশেষজ্ঞরা। অতীতের সব রেকর্ড ভেঙ্গে বর্ধিত প্রথম সপ্তাহে ‘পাঠান’ সিনেমাটি ছাড়িয়ে যাবে একাধিক ব্লকবাস্টার সিনেমার আয়কে। আর আগামী সপ্তাহেই ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমাকে পিছনে ফেলে হিন্দি সিনেমার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবির্ভুত হবে ‘পাঠান’। এরপর সিনেমাটির লক্ষ্য দাঁড়াবে ‘বাহুবলী ২’ সিনেমার হিন্দি সংস্করণের আয়। এই সিনেমাটির মোট আয় হচ্ছে ৫১০ কোটি রুপি।

এদিকে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বক্স আফিসেও ‘পাঠান’ সুনামি অব্যাহত রয়েছে। উত্তর অ্যামেরিকা, যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে সিনেমাটি ছাড়িয়ে গেছে গত বছরের বাণিজ্যিক সফল সিনেমাগুলোকে। ছয়দিন শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৯১ কোটি রুপি (গ্রোস)। এর মধ্যে ভারতীয় বক্স অফিস আয়ের পরিমাণ ছিলো ৩৬৭ কোটি রুপি। অন্যদিকে আন্তর্জাতিক বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ২২৪ কোটি রুপি (২৭.৫৬ মিলিয়ন মার্কিন ডলার)।

প্রসঙ্গত, শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের সিনেমাকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত ছিলেন ভক্তরা। তাই এর নির্মাতা যশ রাজ ফিল্মস সিনেমাটির মুক্তি দিয়েছে বিশাল আয়োজনে। প্রথমে ভারতে ৫,২০০ স্ক্রিনে মুক্তির পর দর্শকদের চাহিদার কারনে প্রথম দিনে আরো ৩০০ স্ক্রিন বাড়াতে বাধ্য হয়েছিলেন প্রদর্শকরা। এছাড়া ভারত ছাড়া বিশ্বের ১০০ দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে ২,৫০০ স্ক্রিনে। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট ৮,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি। শাহরুখ খানের সাথে এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। শাহরুখ খানের মত সিনেমাটিতে দীপিকাকেও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা যাবে। আর এতে জন আব্রাহাম থাকছেন নেতিবাচক চরিত্রে। এছাড়া এতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। আর সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ।

আরো পড়ুনঃ
সোমবারের পরীক্ষায় উত্তীর্ণঃ সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা হবে ‘পাঠান’!
‘পাঠান’ দাপটে পিছিয়ে গেলো কার্তিক আরিয়ানের নতুন সিনেমা ‘শাহজাদা’
বক্স আফিসে ‘পাঠান’ সুনামি অব্যাহতঃ পঞ্চম দিনে নতুন মাইলফলক অর্জন

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত