দীর্ঘ চার বছর বিরতির পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত সিনেমাটি প্রথম ধাপের মুক্তিতে বিশ্বব্যাপী বক্স অফিসে অফিসে ১,০৫০ কোটি রুপি আয় করেছে। এছাড়া ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমার রেকর্ডও গড়েছে ‘পাঠান’। সম্প্রতি রাশিয়াতে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ইন্ডাস্ট্রি হিট সিনেমা ‘পাঠান’। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রাশিয়াতে রেকর্ড উদ্বোধনী দিয়েই শুরু হয়েছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার দ্বিতীয় ধাপের মুক্তি।
‘পাঠান’ সিনেমার দ্বিতীয় ধাপের মুক্তি শুরু হয়েছে রাশিয়া এবং সিআইএস অন্তর্ভূক্ত দেশে রাশিয়ান ভাষায় মুক্তির মাধ্যমে। সংবাদ মাধ্যমে প্রকাশিত সিনেমাটির বক্স অফিস প্রতিবেদন অনুসারে, উদ্বোধনী দিনে রাশিয়ার বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ছয় লাখ রুবলস (রাশিয়ান মুদ্রা)। এর মাধ্যমে রাশিয়াতে সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া ভারতীয় চলচ্চিত্র হিসেবে আবির্ভুত হয়েছে শাহরুখ খানের ইন্ডাস্ট্রি হিট সিনেমা ‘পাঠান’। এর আগে রাশিয়াতে রেকর্ড উদ্বোধনী পাওয়া সিনেমা ছিলো এসএস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’। উদ্বোধনী দিনে সেখানে এই সিনেমার আয় ছিলো ৪ লাখ ৩০ হাজার রুবলস।
এর আগে রাশিয়াতে সবচেয়ে বেশী পর্দায় মুক্তি পাওয়া ভারতীয় সিনেমার রেকর্ড গড়েছিল শাহরুখ খানের ‘পাঠান’। রাশিয়া ছাড়াও ‘পাঠান’ মুক্তি পেয়েছে বেলারুশ, উজবেকিস্থান, কাজাকাস্থান, আজারবাইজান, তাজিকিস্থান, আর্মেনিয়া, গর্জিয়া, মলডবা এবং কিরগিজস্তান। আন্তর্জাতিক বাজারে শাহরুখ খানের জনপ্রিয়তার আরো একটি উদাহরণ হতে যাচ্ছে ‘পাঠান’। ইউরোপের দেশগুলোতে শাহরুখ খান অভিনীত সিনেমা আগে থেকেই দারুণ আয় করে আসছে। রাশিয়ার বাজারে মুক্তির পর উদ্বোধনীতে নতুন রেকর্ড গড়েছে ‘পাঠান’ সিনেমাটি।
দ্বিতীয় ধাপের মুক্তিতে রাশিয়ার পর জাপানে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের ইন্ডাস্ট্রি হিট সিনেমা ‘পাঠান’। এছাড়া চীনেও এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। দুর্দান্ত অ্যাকশন এবং অসাধারণ ভিএফএক্সে কারনে বিশ্বব্যাপী দর্শকদের কাছে দারুণভাবে প্রশংসিত হয়েছে এই সিনেমা। প্রথম ধাপে বিশ্বব্যাপী বক্স অফিস ঝড়ের পর এবার রাশিয়া এবং জাপানের দর্শকদের মাত করতে যাচ্ছে এই সিনেমা। জানা গেছে, আগামী ১লা সেপ্টেম্বর ‘পাঠান’ সিনেমার সাব-টাইটেল সংস্করণ জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতিমধ্যে এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস।
প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি। শাহরুখ খানের সাথে এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। দীপিকাকে সিনেমাটিতে পাকিস্থানের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা গেছে। আর এতে জন আব্রাহাম থাকছেন নেতিবাচক চরিত্রে। এছাড়া এতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। আর সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।
উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ভারতীয় সিনেমার সবচেয়ে সফল এবং জনপ্রিয় ইউনিভার্স হিসেবে আবির্ভুত হয়েছে। ‘পাঠান’ সিনেমার আগে এই ইউনিভার্সের ‘এক থা টাইগার’ (২০১২), ‘টাইগার জিন্দা হ্যাঁ’ (২০১৭) এবং ‘ওয়ার’ (২০১৯) সিনেমাগুলো বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করতে সক্ষম হয়েছে। আর সর্বশেষ ‘পাঠান’ বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে। বক্স অফিসে প্রায় ৩০টির বেশী নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। আগামী দীপাবলিতে মুক্তি প্রতীক্ষিত ‘টাইগার থ্রী’ সিনেমাটিও বক্স অফিসে ঝড় তুলবে বলে ধারণা করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
আরো পড়ুনঃ
রেকর্ড দিয়েই শুরু হচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার দ্বিতীয় ধাপের মুক্তি
সালমান খানকে কারাগার থেকে উদ্ধার করতে আসছেন শাহরুখ খান
‘পাঠান’ শাহরুখ খানকে বাঁচাতে রাশিয়া যাচ্ছেন ‘টাইগার’ সালমান খান