ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে আলোচনার দিক থেকে ‘প্রিয়তমা’-এর পরই ছিলো রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হয়েছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। টিজার প্রকাশের মাধ্যমেই দর্শকদের আগ্রহে চলে আসে সিনেমাটি। তবে প্রতি ঈদের মত এই ঈদেও দেশের সবচেয়ে প্রেক্ষাগৃহ দখলে নেয় শাকিব খানের ‘প্রিয়তমা’। আর রায়হান রাফীর সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিলো মাত্র ২৮টি প্রেক্ষাগৃহে। কিন্তু কম প্রেক্ষাগৃহ নিয়েও বক্স অফিসে ভালো আয় করছে রায়হান রাফী পরিচালিত‘সুড়ঙ্গ’ সিনেমাটি।
‘সুড়ঙ্গ’ পরিচালক রায়হান রাফী জানিয়েছেন মুক্তির প্রথম ৭ দিনেই নতুন ইতিহাস গড়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এই সিনেমাটি। ‘সুড়ঙ্গ’ দিয়ে নতুন ইতিহাস সৃষ্টির জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়ে নির্মাতা রায়হান রাফী এক ফেসবুক পোস্টে বলেন, ‘ধন্যবাদ আপনাদের। বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছে সুড়ঙ্গ। এই সফলতা ও প্রাপ্তি বাংলাদেশের সব সিনেমাপ্রেমীদের। আপনাদের ভালোবাসাতেই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের সিনেমা।‘
রায়হান রাফী সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম ৭ দিনে শুধুমাত্র সিনেপ্লেক্সে বিক্রি থেকে ‘সুড়ঙ্গ’ আয় করেছে ২.৫ কোটি টাকা। এই আয়ের পরিমাণ শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স চেইনের নাকি সব মাল্টিপ্লেক্স মিলিয়ে? – এমন প্রশ্নের উত্তরে রাফী জানান, ‘শুধু স্টার সিনেপ্লেক্সেই এ পরিমাণ অর্থের টিকিট বিক্রি হয়েছে!’ রায়হান রাফীর পাশাপাশি সিনেমাটির এই আয়ের ঘোষণা দিয়েছে ‘সুড়ঙ্গ’ সিনেমার দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকি। সরেজমিনে দেখা গেছে ঈদের দিন থেকেই প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে প্রদর্শিত হচ্ছে এই সিনেমা।
প্রথম সাত দিনে ‘সুড়ঙ্গ’ সিনেমার টিকেট বিক্রি থেকে মোট আয় হয়েছে হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা।#ফিল্মীমাইক #ঢালিউড #Filmymike #Dhallywood #BanglaCinema #Surongo #afrannisho #TomaMirza #RaihanRafi pic.twitter.com/euZdcbJKnI
— Filmymike – সিনেমার প্রচার মাইক (@FilmyMikeBD) July 7, 2023
প্রথম দিকে সিনেমাটি পর্যাপ্ত প্রদর্শনী না পেলেও, দর্শক চাহিদার কারনে বাড়তে থাকে প্রদর্শনী। রায়হান রাফীর সিনেমা ‘সুড়ঙ্গ’-এর সাথে সংশ্লিষ্টরা জানিয়েছে, মুক্তির প্রথম তিন দিন স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে একক পর্দার প্রেক্ষাগৃহে সব প্রদর্শনী ছিল হাউজফুল! ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা মিলিয়ে ‘সুড়ঙ্গ’ সিনেমার মোট প্রদর্শনী ছিলো মাত্র ৯টি। তবে দর্শক চাহিদার কারনে সেই সংখ্যা তৃতীয় দিনে বেড়ে দাঁড়ায় ৩৩টি’তে। জানা গেছে, দ্বিতীয় শুক্রবার (৭ জুলাই) থেকে সিনেপ্লেক্সের ২৭টি শাখায় প্রদর্শিত হতে যাচ্ছে ‘সুড়ঙ্গ’।
এদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি নিয়ে নতুন খবর জানালেন এর দুই প্রযোজক রেদওয়ান রনি এবং শাহরিয়ার শাকিল। প্রযোজক সূত্রে জানা গেছে, আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গে ২২ জুলাই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। ইন্ডিয়াতে এসভিএফ থেকে সেন্সরে সুড়ঙ্গ জমা দেয়া হয়েছে। সেন্সর ছাড়পত্র না পেলে চূড়ান্ত তারিখ বলা যাচ্ছে না।‘
আরো পড়ুনঃ
আগ্রহের শীর্ষে ‘প্রিয়তমা’: ঈদে মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’ এবং ‘রিভেঞ্জ’
আগামী ঈদেও শাকিবের দাপটঃ শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’
ঈদে মুক্তির মিছিলে অর্ধ ডজনের বেশি সিনেমাঃ প্রেক্ষাগৃহ নিয়ে চাপে নির্মাতারা