এসএস রাজামৌলী পরিচালিত সিনেমা মানেই বক্স অফিস ধামাকা। এই নির্মাতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘আরআরআর’ সিনেমার অন্যতম প্রধান তারকা ছিলেন এনটিআর। তবে রাহামৌলী পরিচালিত সিনেমার প্রধান তারকাদের পরবর্তী সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পরে। প্রভাশ থেকে রাম চরন, সবাই ক্ষেত্রেই দেখা গেছে এই প্রথা। কিন্তু, সম্প্রতি রাজামৌলী উত্তর সিনেমায় ব্যর্থতার ধারা ভাঙল এনটিআরের ‘দেভারা’।
তিন সপ্তাহে বিশ্বব্যাপী বক্স অফিসে ৪০০ কোটি রুপি আয়ের বাণিজ্যিক সাফল্যে অর্জনের পথে রয়েছে এই সিনেমাটি। মুক্তির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে আয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছিলো এনটিআরের ‘দেভারা’ সিনেমাটি। রাজামৌলী উত্তর সিনেমায় ব্যর্থতার ধারা ভেঙ্গে ব্যবসা সফল সিনেমার উদাহরণ তৈরি করলেন তেলুগু সুপারস্টার এনটিআর জুনিয়র।
মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির বেশী আয়ের মাধ্যমে বক্স অফিস যাত্রা শুরু করেছিলো বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। এরপর দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ভালো বিশ্বব্যাপী বক্স অফিসে অবস্থানে ছিলো এটি। তৃতীয় সপ্তাহ শেষে ভারতীয় বক্স অফিসে এই সিনেমার নেট আয়ের পরিমান দাঁড়িয়েছে প্রায় ২৮১ কোটি রুপি। তেলুগুর পাশাপাশি হিন্দিতেও এই সিনেমার আয় সন্তোষজনক বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
সব মিলিয়ে তিন সপ্তাহে বিশ্বব্যাপী বক্স অফিসে এই সিনেমার আয়ের পরিমান দাঁড়িয়েছে প্রায় ৪১০ কোটি রুপি। তবে ভারতের তুলনায় আন্তর্জাতিক বাজারে তেমন ভালো করতে পারেনি সিনেমাটি। বিশ্বব্যাপী বক্স অফিসে এই সিনেমার গ্রোস আয়ের হিসেব নিম্নরূপঃ
ভারতীয় বক্স অফিসে নেট আয় – ২৮০.৬০ কোটি রুপি’
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ৩৩১.৯০ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে গ্রোস আয় – ৭৮.৬০ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় – ৪১০.৫০ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে আয়ের মধ্যে তেলুগুর পরই আছে হিন্দি সংস্করন থেকে আয়। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির নেট আয়ের (কোটি রুপি) হিসেব নিচে দেওয়া হলো –
সময় | তেলুগু | হিন্দি | তামিল | কন্নড় | মালয়ালাম | মোট |
প্রথম সপ্তাহ | ১৬৪ | ৪৪ | ৪.৮ | ১.৫৮ | ১.২২ | ২১৫.৬ |
দ্বিতীয় সপ্তাহ | ২৯.১৭ | ১৪.৩৫ | ১.১৪ | ০.৪৬ | ০.১৩ | ৪৫.২৫ |
তৃতীয় সপ্তাহ | ১৭.৩৫ | ২.৩৭ | ০.০৩ | ০ | ০ | ১৯.৭৫ |
সর্বমোট | ২১০.৫২ | ৬০.৭২ | ৫.৯৭ | ২.০৪ | ১.৩৫ | ২৮০.৬০ |
উল্লেখ্য যে, কোরাটোলা শিভা পরিচালিত সিনেমাটিতে এনটিআর জুনিয়রের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নভি কাপুর। এছাড়া সিনেমাটির প্রধান খল চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা সাইফ আলী খান। প্রথম পর্বের সাফল্য, সিনেমাটির দ্বিতীয় পর্ব নিয়ে দর্শক এবং নির্মাতাদের প্রত্যাশা বেড়েছে কয়েক গুন। সিনেমাটিতে এনটিআর-কে দ্বৈত চরিত্রে দেখা গেছে।
আরো পড়ুনঃ
বর্ধিত প্রথম সপ্তাহে গড়পড়তা রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’
‘দেভারা’ বক্স অফিস: বাণিজ্যিক সাফল্যের পথে এনটিআরের সিনেমা
আয়ের ধারাবাহিক পতনে প্রথম সপ্তাহেই ফ্লপ আলিয়া ভাটের ‘জিগরা’