বর্ধিত প্রথম সপ্তাহে গড়পড়তা রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’

রজনীকান্তের নতুন সিনেমা

বিশ্বব্যাপী বক্স অফিসে ৮ দিনের বর্ধিত প্রথম সপ্তাহে গড়পড়তা আয় করতে সক্ষম হয়েছে রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’। বিশাল বাজেটে নির্মিত রজনীকান্তের নতুন সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা অনেক বেশী থাকলেও বক্স অফিসে এর প্রতিফলন দেখা যায়নি। সংবাদ মাধ্যমে প্রকাশিত খরবে এমনটাই নিশ্চিত হওয়া গেছে।

উদ্বোধনী দিনে ৩২ কোটি রুপি আয়ের মাধ্যমে বক্স অফিস যাত্রা শুরু করেছিলো এই সিনেমা। এরপর ৪ দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্তে বিশ্বব্যাপী বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় (গ্রোস) করতে সক্ষম হয়েছিলো রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’। বিশ্বব্যাপী তামিল, তেলুগু, হিন্দি এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিলো কলিউডের চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমা।

প্রথম সপ্তাহের আটদিনে ভারতীয় বক্স অফসে সিনেমাটি আয় (নেট) করেছে ১২২ কোটি রুপি। এই আয়ের সিংহভাগ ছিলো তামিল নাড়ু থেকে। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের (কোটি রুপি) হিসেব নিম্নরূপ –

তামিল তেলুগু হিন্দি কন্নড় মোট
প্রথম দিন ২৭.৭৫ ৩.৩ ০.৬ ০.০৫ ৩১.৭
দ্বিতীয় দিন ২১.৪৫ ২.১ ০.৪ ০.০৫ ২৪.০০
তৃতীয় দিন ২৩.৪ ২.৬৫ ০.৬৫ ০.০৫ ২৬.৭৫
চতুর্থ দিন ১৯.২৫ ২.৩৫ ০.৬৫ ০.০৫ ২২.৩০
পঞ্চম দিন ৪.৩৫ ০.২২ ০.০৩ ৫.৬০
ষষ্ট দিন ৩.২০ ০.৮৩ ০.২৫ ০.০২ ৪.৩০
সপ্তম দিন ৩.৩০ ০.৭৫ ০.২৩ ০.০২ ৪.৩০
অষ্টম দিন ২.৩৭ ০,৬০ ০.২৩ ০.০২ ৩.২০
সর্বমোট ১০৫.০৭ ১৩.৫৮ ৩.২০ ০.৩০ ১২২.১৫

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও ব্যার্থ হয়েছে রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’। আটদিনের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক বক্স অফিসে সিনেমাটি আয় করেছে মাত্র ৭৩ কোটি রুপি। বিশ্বব্যাপী বক্স অফিসে ‘ভেট্টিয়ান’ বক্স অফিস আয়ের হিসেব নিচে দেওয়া হলো –
ভারতীয় বক্স অফিসে নেট আয় – ১২২.১৫ কোটি রুপি’
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ১৪২.৬০ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে গ্রোস আয় – ৭৩.০০ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় – ২১৫.৫০ কোটি রুপি

তবে ইতিমধ্যে সিনেমাটি ২০২৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী কলিউড চলচ্চিত্র হিসাবে আবির্ভূত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত বিশ্বব্যাপী বক্স অফসে সবচেয়ে বেশী আয় করা সিনেমা হচ্ছে থালাপথি বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’। ভারতের মধ্যে শুধুমাত্র তামিল নাডু বক্স অফসে অপেক্ষাকৃত ভালো আয়ের করেছেন রজনীকান্তের ‘ভেট্টিয়ান’।

প্যান ইন্ডিয়া মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় রজনীকান্তের পাশাপাশি অন্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। সিনেমাটিতে রজনীকান্ত একজন এনকাউন্টার স্পেশালিষ্ট চরিত্রে অভিনয় করেছেন। ছাড়া এতে আরো আছেন ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি, মঞ্জু ওয়ারিয়ার, রিতিকা সিং, দুশারা বিজয়ন, রোহিনী, রাও রমেশ, অভিরামি এবং রমেশ থিলক।

আরো পড়ুনঃ
আয়ের ধারাবাহিক পতনে প্রথম সপ্তাহেই ফ্লপ আলিয়া ভাটের ‘জিগরা’
‘দেভারা’ বক্স অফিস: বাণিজ্যিক সাফল্যের পথে এনটিআরের সিনেমা
‘ভেট্টিয়ান’ বক্স অফিস: প্রত্যাশা পূরণে ব্যার্থ রজনীকান্তের নতুন সিনেমা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত