প্রথম সপ্তাহান্ত শেষে ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে দীপাবলির দুই সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ‘সিঙ্গাম এগেইন’। এর মাধ্যমে যৌথভাবে প্রথম সপ্তাহান্তের আয়ে বলিউড বক্স অফিসের নতুন রেকর্ড গড়তে সক্ষম হয়েছে সিনেমাগুলো। চতুর্থ দিন সোমবার শেষে ‘ভুল ভুলাইয়া ৩’ হিট হিসেবে আবির্ভুত হয়েছে। ভালো অবস্থানে ‘সিঙ্গাম এগেইন’ সিনেমাটিও।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, প্রথম সপ্তাহান্ত শেষে অজয়ের ‘সিঙ্গাম এগেইন’ সিনেমাটি আয় করেছে ১১১ কোটি রুপি। উদ্বোধনী দিনের ৪০ কোটি রুপির পর তৃতীয় দিনেও ভালো আয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছিলো সিনেমাটি। সংঘর্ষের বিষয়টি বিবেচনা করলে, আই আয় নিঃসন্দেহে দারুণ অর্জন।
দীপাবলির ছুটির শেষে, চতুর্থ দিন সোমবার বক্স অফিসে সিনেমাটির আয়ের ধারাবাহিকতায় ভালো অবস্থানে ‘সিঙ্গাম এগেইন’। দীপাবলির ছুটিতে বড় অংকের আয়ের পর চতুর্থ দিন ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ১৫ কোটি রুপি। প্রথম দিনের আয়ের তুলনায় চতুর্থ দিনে আয় কমেছে ৬০%। দুর্দান্ত উদ্বোধনী বিবেচনায় এই পতন সিনেমাটির জন্য আশাব্যাঞ্জক।
মুক্তির চারদিনে রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সের সিনেমা ‘সিঙ্গাম এগেইন’-এর আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২৬ কোটি রুপি।
বিবরণ | কোটি রুপিতে আয় |
প্রথম দিন (শুক্রবার) | ৪০ কোটি রুপি |
দ্বিতীয় দিন (শনিবার) | ৩৮.২৫ কোটি রুপি |
তৃতীয় দিন (রবিবার) | ৩৩ কোটি রুপি |
চতুর্থ দিন (সোমবার) | ১৫ কোটি রুপি |
সর্বমোট | ১২৬.২৫ কোটি রুপি |
অন্যদিকে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাটি চারদিন শেষে ইতিমধ্যে বক্স অফিসে হিট হিসেবে আবির্ভুত হয়েছে। চতুর্থ দিন সোমবারের আয়ের ধারাবাহিকতা বিবেচনা করলে শেষ পর্যন্ত সুপারহিট হতে পারে বলে মনে করছেন বলিউডের ট্রেড বিশেষজ্ঞরা। প্রথম সপ্তাহান্ত শেষে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো।
মুক্তির চতুর্থ দিন সোমবার ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো ১৫ কোটি রুপি। প্রথম দিনের হিসেবে চতুর্থ দিনের আয়ে পতন হয়েছে ৫৫%। তিনদিনের দারুণ আয়ের পর চতুর্থ দিনে বক্স অফিসের এই পতন যতেষ্ট ভালো বলে মনে করছেন সবাই। এছাড়া সিনেমাটি নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে বক্স অফিসে।
মুক্তির চারদিনে আনিস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া ৩’-এর আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১৫ কোটি রুপি। দৈনিক হিসেবে সিনেমাটির আয়ের পরিমাণ নিম্নরূপ –
বিবরণ | কোটি রুপিতে আয় |
প্রথম দিন (শুক্রবার) | ৩৩.২৫ কোটি রুপি |
দ্বিতীয় দিন (শনিবার) | ৩৪.৭৫ কোটি রুপি |
তৃতীয় দিন (রবিবার) | ৩২ কোটি রুপি |
চতুর্থ দিন (সোমবার) | ১৫ কোটি রুপি |
সর্বমোট | ১১৫ কোটি রুপি |
সোমবার বক্স অফিস আয়ে পতনের হিসেবে ধারাবাহিকতায় এগিয়ে আছে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’। সামনের দিন গুলোতে দৈনিক আয়ের দিক থেকে ‘সিঙ্গাম এগেইন’ থেকে এগিয়ে থাকবে ‘ভুল ভুলাইয়া ৩’। প্রথম সপ্তাহান্তে দারুণ আয়ের পর শেষ পর্যন্ত সিনেমাগুলো কত আয় করে সেটি অনেকটাই নির্ভর করছেন এই সপ্তাহের বাকি দিনগুলোতে আয়ের ধারাবাহিকতার উপর।
উল্লেখ্য যে, ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় অজয়ের সাথে আরো অভিনয় করেছেন কারিনা কাপুর, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ, রনভীর সিং সহ আরো অনেকে। আর এতে দুটি খল চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ এবং অর্জুন কাপুর।
অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় কার্তিকের সাথে এবার পর্দায় হাজির হয়েছেন বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিত। সিনেমাটিতে এই দুই অভিনেত্রীকে মঞ্জুলিকা চরিত্রে দেখা গেছে। আর এতে কার্তিকের বিপরীতে আছেন তৃপ্তি দিম্রি। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাক সহ-অভিনেতা।
আরো পড়ুনঃ
দীপাবলির প্রথম সপ্তাহান্তের আয়ে বলিউড বক্স অফিসের নতুন রেকর্ড
দুই সিনেমার বাম্পার উদ্বোধনী: বলিউডে একদিনের সর্বোচ্চ আয়ের রেকর্ড
দীপাবলির দুই সিনেমার অগ্রিম টিকেট এবং সম্ভাব্য বক্স অফিস উদ্বোধনী