গত ৫ই মে মুক্তি পেয়েছে বলিউড সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির পর থেকেই গত বছরের ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার মত দারুণ আয় করছে সিনেমাটি। মুক্তির আগে থেকেই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। বিষয়বস্তু নিয়ে বিতর্কের প্রেক্ষিতে এই সিনেমার প্রদর্শন বন্ধ করে দিয়েছে তামিল নাডুর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ। এরপর কলকাতার রাজ্য সরকার সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করেছিলো। তবে সবকিছু ছাপিয়ে ভারতীয় বক্স অফিস কাঁপাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির প্রথম দিন থেকে সপ্তাহজুরে বলিউডের বিতর্কিত এই সিনেমাটি নিয়ে ভারতে দর্শকদের মাঝে প্রচণ্ড আগ্রহ লক্ষ্য করা গেছে।
ভারতীয় বক্স অফিসে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটির আয়ের ধারাবাহিকতা অব্যাহত ছিলো প্রথম সপ্তাহের শেষ দিন (বৃহস্পতিবার) পর্যন্ত। এমনকি সোমবারের চেয়ে বৃহস্পতিবার বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ ১০% বেশী ছিলো। প্রথম শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের ধারাবাহিকতা বিবেচনা করলে দেখা যায় যে, প্রথম সাতদিনের ছয়দিনই সিনেমাটি দুই অংকের আয় নিশ্চিত করেছে। প্রথম দিন ৬.৭৫ কোটি দিয়ে যাত্রা শুরুর পর, সিনেমাটির আয়ের অসাধারণ ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে।
‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটির প্রকাশিত বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথম সপ্তাহে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭.৫০ কোটি রুপি। মহামারী পরবর্তি বক্স অফিসে সিনেমাটির প্রথম সপ্তাহের আয় চলতি বছরে তৃতীয় অবস্থানে রয়েছে। ঈদের ছুটির সুবিধা বাদ দিলে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার চেয়ে বেশী হত। এছাড়া সিনেমাটির প্রথম সপ্তাহের আয় রনবীর কাপুর অভিনীত ‘তু ঝুটি মে মাক্কার’ সিনেমার চেয়ে ১০% বেশী ছিলো।
এখন পর্যন্ত সিনেমাটির বক্স অফিস আয়ের ধারাবাহিকতা বিবেচনা করলে দ্বিতীয় সপ্তাহের আয়ের সিনেমাটি শাহরুখ খানের ‘পাঠান’-কে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। চলতি বছরের প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের পাঁচটি সিনেমার তালিকা নীচে দেওয়া হলো –
ক্রম | সিনেমার নাম | আয় (কোটি রুপি) |
০১ | পাঠান | ৩১৭.০৬ |
০২ | কিসি কা ভাই কিসি কি জান | ৮২.৮৪ |
০৩ | দ্য কেরালা স্টোরি | ৭৭.৫০ |
০৪ | তু ঝুটি মে মাক্কার | ৭০.০৬ |
০৫ | ভোলা | ৫০.৪৫ |
দ্বিতীয় শুক্রবারও সিনেমাটি বক্স অফিসে দুই অংকের আয় নিশ্চিত করেছে। প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয় বেশী হবে বলে মনে করছেন অনেকে এছাড়া ভারতের বেশ কয়েকটি রাজ্যে সিনেমাটিকে ট্যাক্স ফ্রী ঘোষণা করেছে সেখানকার রাজ্য সরকার। প্রথম সপ্তাহে সিনেমাটির আয়ের বিস্তারিত নীচে দেওয়া হলো –
দিন | আয় (কোটি রুপি) |
শুক্রবার | ৬.৭৫ |
শনিবার | ১০.৫০ |
রবিবার | ১৬.০০ |
সোমবার | ১০.০০ |
মঙ্গলবার | ১১.০০ |
বুধবার | ১১.৭৫ |
বৃহস্পতিবার | ১১.৫০ |
সর্বমোট | ৭৭.৫০ |
শেষ পর্যন্ত সিনেমাটি খুব সহজেই ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির বেশী আয় করবে বলে নিশ্চিত করেছেন বলিউডের ট্রেড বিশেষজ্ঞরা। ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটির বক্স অফিসে তুলনা শুধুমাত্র গত বছর মুক্তিপ্রাপ্ত ‘দ্য কাশ্মীর ফাইলস’। গত বছর একই ভাবে ব্যাপক বিতর্কের জন্ম দিয়ে এই সিনেমার মত ভারতীয় বক্স অফিস কাঁপাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি শেষ পর্যন্ত ভারতীয় বক্স অফিসে প্রায় ২৫০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিলো। ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটিও একই পথে এগুচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
প্রথম টিজার অনুসারে প্রায় ৩২,০০০ মহিলাকে ইসলাম ধর্মে রূপান্তরিত করা হয়েছে বলে দাবী করেছিলেন এর নির্মাতা। কিন্তু তথ্যটিকে অনেকে ‘মিথ্যা’ এবং ‘বিকৃত’ দাবি করে নিন্দা প্রকাশ করলে নির্মাতারা এটিকে তিনজন মহিলাতে পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন। কেরালায় বামপন্থীরাও সিনেমাটি নিয়ে হতাশা প্রকাশ করেছে এবং রাজ্যের অনেকেই দাবি করেছে যে, ‘দ্য কেরালা স্টোরি’ প্লট মিথ্যা এবং বানোয়াট। সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইনানি, সোনিয়া বালানি, প্রণব মিশ্র সহ আরো অনেকে।
আরো পড়ুনঃ
এবার কলকাতায় নিষিদ্ধ হলো বলিউডের বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’
প্রথম সপ্তাহে প্যান ইন্ডিয়া বক্স অফিসে শতকোটির উপরে ‘পোন্নিয়ান সেলভান ২’
শতকোটির ঘরে সালমান খানের ঈদের সিনেমা ‘কিসিকা ভাই কিস কি জান’