ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে মুক্তিপ্রাপ্ত ‘গাদার ২’ ও ‘ওএমজি ২’ সিনেমাগুলো ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে। এর মধ্যে সানি দেওল অভিনীত ‘গাদার ২’ একের পর এক রেকর্ড গড়েছে। আর শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড ২’ সিনেমাটিও বক্স অফিসে ভালো আয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এই দুই সিনেমার কল্যাণে রবিবার বলিউডের বাজারে ১০০ বছরে সবচেয়ে বেশী আয়ের রেকর্ড হয়েছে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ছুটিতে সিনেমাগুলো ভারতীয় বক্স অফিসে ঝড় অব্যাহত রাখতে সক্ষম হবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।
আলোচিত এই সিনেমাগুলোর মধ্যে সানি দেওল অভিনীত ‘গাদার ২’ ভারতীয় বক্স অফিসে সবার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে সিনেমাটি বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে ‘পাঠান’-কে পিছনে ফেলে দেয়ার পথে এগিয়ে যাচ্ছে। ভারতীয় বক্স অফিসে ৪০ কোটি রুপি উদ্বোধনীর পর টানা চারদিন নতুন নতুন রেকর্ড গড়েছে এই সিনেমা। ১৫ই আগস্ট ছুটির দিন থাকায় ভারতীয় বক্স অফিসে আবারো ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চারদিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৪ কোটি রুপি। পঞ্চম দিন শেষে এটি ২৩০ কোটি রুপির কাছাকাছি হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে ভারতীয় বক্স অফিসে ঝড় তোলা সানি দেওলের ‘গাদার ২’ আন্তর্জাতিক বাজারে অনেকটাই মুখ থুবড়ে পরেছে। ভারতীয় বক্স অফিসে এটি ‘পাঠান’ সিনেমার আয়কে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও, আন্তর্জাতিক বাজারে দর্শক টানতে ব্যর্থ হয়েছে ‘গাদার ৩’। চারদিন শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয়ের হিসেব দেওয়া হলো –
ভারতীয় বক্স অফিসে নেট আয় – ১৭৩.৫৮ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ২০৫.০০ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে বাজারে গ্রোস আয় – ২৫.০০ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় – ২৩০.০০ কোটি রুপি
বক্স অফিস আয়ের দিক থেকে ‘গাদার ২’-এর পথেই হাঁটছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওহ মাই গড ২’। প্রাপ্তবয়স্কদের জন্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি সীমিত প্রেক্ষাগৃহে প্রদর্শীত হচ্ছে। তবে মুক্তির পর দর্শক এবং সমালোচকদের কাছে প্রশংসিত সিনেমাটি বক্স অফিসে এর আয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, মুক্তির চতুর্থ দিন (সোমবার) ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় প্রথম দিনের চেয়ে বেশী ছিলো। বক্স অফিসে সিনেমাটির ধারাবাহিকতা সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা বলে মনে করেছেন অনেকে। ১৫ই আগস্ট ছুটির দিনে এই সিনেমার আয় রবিবারের চেয়ে বেশী হতে যাচ্ছেও জানিয়েছেন বলিউডের ট্রেড বিশেষজ্ঞরা।
‘গাদার ২’ সিনেমাটির মত অক্ষয়ের ‘ওহ মাই গড ২’ সিনেমাটিও আন্তর্জাতিক বক্স অফিসে মুখ থুবড়ে পরেছে। ভারতের বাইরের প্রেক্ষাগৃহে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না। ভারতীয় বক্স অফিসে দারুণ আয় করলেও, আন্তর্জাতিক বাজারে অনেকটাই না থাকার মত আছে ‘ওহ মাই গড ২’ সিনেমাটি। চারদিন শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয়ের হিসেব দেওয়া হলো –
ভারতীয় বক্স অফিসে নেট আয় – ৫৫.১৭ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ৬৫.০০ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে বাজারে গ্রোস আয় – ১০.০০ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় – ৭৫.০০ কোটি রুপি
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাদার – এক প্রেম কাঁথা’ সিনেমার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছিলেন বলিউড তারকা সানি দেওল। এর ২২ বছর পর সিনেমাটির দ্বিতীয় পর্ব দিয়ে আবারো নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন সানি দেওল। অন্যদিকে অক্ষয় কুমার এবং পারেশ রাওয়াল অভিনীত ‘ওহ মাই গড’ সিনেমাটিও বক্স অফিসে ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। সিনেমাটির দ্বিতীয় পর্বে এবার প্রধান চরিত্রে হাজির হয়েছেন পঙ্কজ ত্রিপাটি। যদিও অক্ষয় কুমারের সিনেমা হিসেবে প্রচারণা করা হচ্ছে, ‘ওহ মাই গড ২’ সিনেমায় এই তারকাকে মাত্র ১০ থেকে ১২ মিনিট পর্দায় দেখা গেছে।
আরো পড়ুনঃ
পাঁচ সিনেমায় ভারতীয় চলচ্চিত্রের শত বছরের ইতিহাসে সর্বোচ্চ আয়ের সপ্তাহান্ত
‘পাঠান’ সিনেমার বক্স অফিস রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে সানি দেওলের ‘গাদার ২’
সমালোচকদের কাছে প্রশংসিত ‘ওহ মাই গড ২’: বক্স অফিসে গড়পড়তা উদ্বোধনী