মুক্তির পর থেকেই ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ডের পর রেকর্ড গড়ছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পাঃ দ্যা রুল’। ঐতিহাসিক উদ্বোধনীর পর রেকর্ডের ধারা অব্যাহত রেখে বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ডের অন্য নাম আল্লু অর্জুনের ‘পুষ্পাঃ দ্যা রুল’!
মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা ছিলো আকাশচুম্বী। তবে মুক্তি পর যা হচ্ছে সেটি রীতিমত অতিমানবীয়। তবে সিনেমাটির হিন্দি সংস্করণ চমকে দিয়েছে সবাইকে। তেলুগু সিনেমা হয়েও হিন্দি বক্স অফিসে এটি ভেঙ্গে দিয়েছে অতীত সব রেকর্ড। বলিউডের ১০০ বছরের ইতিহাসে হিন্দিতে সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘পুষ্পাঃ দ্যা রুল’।
ইতিমধ্যে বক্স অফিসে আট সপ্তাহ অতিক্রম করেছে আল্লু অর্জুনের ‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমাটি। এখনো ভারতের বেশ কিছু প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এই সিনেমা। তবে বক্স অফিসে সিনেমাটির যাত্রার ইতি হতে চলতি সপ্তাহে। কারণ, ইতিমধ্যে নেটফ্লিক্সে সিনেমাটির ওটিটি প্রদর্শনী শুরু হয়েছে। প্রেক্ষাগৃহের চেয়ে আরো ২০ মিনিট বেশী ব্যাপ্তি নিয়ে ওটিটি’তে মুক্তি পেয়েছে এটি।
আট সপ্তাহ শেষে ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ১,৩৮১ কোটি রুপি। এর মাধ্যমে ভারতীয় বক্স অফিসে ‘বাহুবলী ২’-কে পিছনে ফেলে সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পাঃ দ্যা রুল’। বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১,৬৪২ কোটি রুপি। বিশ্বব্যাপী আয়ের হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছে এটি।
শুরু থেকেই, বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ডের অন্য নাম ছিলো আল্লু অর্জুনের ‘পুষ্পাঃ দ্যা রুল’। ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়ের সিনেমার পাশাপাশি প্রাথমিক সব রেকর্ড এখন পুষ্পার দখলে। অবশিষ্ট রেকর্ড হচ্ছে বিশ্বব্যাপী বক্স অফিসে সর্বোচ্চ আয়ের ভারতীয় সিনেমা। এই তালিকায় প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ‘দাঙ্গাল’ এবং ‘বাহুবলীঃ দ্যা কনক্লুশন’।
০১। প্রথম সপ্তাহের যত রেকর্ড
মুক্তির প্রাথমিক সব রেকর্ড এখন আল্লু অর্জুনের ‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমার দখলে। চলুন দেখে নেয়া যাক, প্রথম সপ্তাহে যত রেকর্ড গড়েছে সিনেমাটি।
- ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ উদ্বোধনী – ১৯১.৫০ কোটি রুপি
- ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী সর্বোচ্চ উদ্বোধনী – ২৫৮ কোটি রুপি
- ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ প্রথম সপ্তাহান্ত – ৪২৮ কোটি রুপি
- ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী সর্বোচ্চ প্রথম সপ্তাহান্ত – ৫৬১ কোটি রুপি
- ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ প্রথম সপ্তাহ – ৭৬৭ কোটি রুপি
- ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী সর্বোচ্চ প্রথম সপ্তাহ – ৯৫৩ কোটি রুপি
০২। ভারতীয় বক্স অফিসে সর্বকালের রেকর্ড
ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছে ‘পুষ্পাঃ দ্যা রুল’ সিনেমাটি। বিশ্বব্যাপী বক্স অফিসে পিছিয়ে থাকলেও, ভারতীয় বক্স অফিসে আয়ে সবাইকে ছাড়িয়ে গেছে এই সিনেমা। বিশেষ করে হিন্দিতে সিনেমাটির নতুন রেকর্ড আকাশচুম্বী।
- ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমা – ৮৯৮ কোটি রুপি (৭৪০ কোটি রুপি নেট)
- ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়ের সিনেমা – ১,৩৮১ কোটি রুপি
০৩। দ্রুততম সময়ে আয়ের যত রেকর্ড
বক্স অফিসে দ্রুততম সময়ে আয়ের মালফলক অতিক্রমের একাধিক রেকর্ড গড়েছে সিনেমাটি। চলুন দেখে নেয়া যাক সিনেমাটির দ্রুততম আয়ের যত রেকর্ড।
- সবচেয়ে দ্রুততম সময়ে ভারতীয় বক্স অফিসে ১,০০০ কোটি রুপি (১১ দিন)
- ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে দ্রুততম সময়ে ১,০০০ কোটি রুপি (৮ দিন)
- ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে দ্রুততম সময়ে ১,৫০০ কোটি রুপি (২২ দিন)
- দ্রুততম সময়ে ভারতীয় বক্স অফিসে ৬০০ এবং ৭০০ কোটি আয়ের হিন্দি সিনেমা
তেলুগু সিনেমা হলেও তেলুগুর চেয়ে হিন্দিতে বেশী আয় করেছে এই সিনেমা। ইতিহাসের প্রথম সিনেমা হিসেবে হিন্দিতে ৭০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি। ভারতীয় বক্স অফিসে এই আয়ের বড় অংশই এসেছে এর হিন্দি সংস্করণ থেকে। ভারতীয় বক্স অফিসে মোট আয়ের (নেট) ৬৫%-এর বেশী আয় এসেছে সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে।
ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের বিবরণ নীচে দেওয়া হলো –
এলাকা | কোটি রুপিতে আয় (গ্রোস) |
অন্দ্র প্রদেশ/তেলাঙ্গা | ৩৪২.০০ |
কান্নাটাকা | ৮৭.৫০ |
তামিল নাডু | ৭৬.০০ |
কেরালা | ১৮.০০ |
হিন্দি (ভারতের বাকী এলাকা) | ৮৫৭.৫০ |
ভারতীয় বক্স অফিসে সর্বমোট | ১,৩৮১.০০ |
ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো আয় করতে সক্ষম হয়েছে ‘পুষ্পাঃ দ্যা রুল’। আট সপ্তাহ শেষে বিশ্বব্যাপী এই সিনেমার আয় দাঁড়িয়েছে প্রায় ১,৬৪২ কোটি রুপি। তবে নির্মাতাদের হিসেবে এই আয়ের পরিমাণ ১,৮০০ কোটি রুপির বেশী। ট্রেড বিশেষজ্ঞদের হিসেবে বিশ্বব্যাপী সিনেমার আয়ের হিসেব নিম্নরূপ –
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ১,৩৮১.০০ কোটি রুপি
আন্তর্জাতিক বাজারে গ্রোস আয় – ২৬১.০০ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় – ১,৬৪২ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে আয়ের হিসেবে সুকুমার পরিচালিত এই সিনেমার অবস্থান তিন নম্বরে। ১,৯৭০ কোটি রুপি আয়ের মাধ্যমে এই তালিকায় সবার উপরে আছে আমির খান অভিনীত সিনেমা ‘দাঙ্গাল’। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে এসএস রাজামৌলী পরিচালিত সিনেমা ‘বাহুবলীঃ দ্যা কনক্লুশন’। খুব শীগ্রই ‘পুষ্পা ২’ ভারতের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবির্ভুত হতে যাচ্ছে।
আরো পড়ুনঃ
তেলুগু অল টাইম ব্লকবাস্টার দাজ্ঞুবতির ‘সংক্রান্তি কি ভাস্তুনাম’
তেলুগু সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ডিজাস্টার ‘গেম চেঞ্জার’
চতুর্থ সপ্তাহেও নতুন রেকর্ড গড়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পাঃ দ্যা রুল’