বছরের সবচেয়ে বড় চমক ‘গাদার ২’: প্রথম সপ্তাহে বক্স অফিস সুনামি

বছরের সবচেয়ে বড়

‘গাদার – এক প্রেম কথা’ সিনেমার সিক্যুয়েল ‘গাদার ২ – দ্য প্রেম কথা কন্টিনিউস’ মুক্তির পর বক্স অফিসে সুনামি হিসেবে হাজির হয়েছে। সানি দেওল অভিনীত এই সিনেমাটি উদ্বোধনী দিনেই সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। প্রথম দিনে প্রায় ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে বলিউড বক্স অফিসের ইতিহাস নতুন করে লিখেছে বহুল আলোচিত এই সিনেমা। পাঁচ দিনের ছুটির সপ্তাহান্ত শেষে ষষ্ট দিনে সিনেমাটি আয় করেছিলো ৩০ কোটি রুপির বেশী। এর মাধ্যমে বলিউডে চলতি বছরের সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভুত হয়েছে ‘গাদার ২’।

প্রথম সপ্তাহান্তে সিনেমাটির বক্স অফিস আয়ে ধারাবাহিকতা বিবেচনা করে, প্রথম সপ্তাহে দুর্দান্ত আয়ের অনুমান করেছিলেন ট্রেড বিশেষজ্ঞরা। তবে স্বাধীনতা দিবসের ছুটির পর স্বাভাবিক কর্মদিবসে সিনেমাটি আবারো সবার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত ধারাবাহিকতা বিবেচনা করে সানি দেওল এবার ‘পাঠান’ সিনেমার বক্স অফিস রেকর্ড ভাঙ্গতে যাচ্ছেন বলে মনে করছেন অনেকে। প্রথম সপ্তাহে বক্স অফিস রীতিমত তাণ্ডব চালিয়েছে সানি দেওল অভিনীত এই সিনেমাটি। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, প্রথম সপ্তাহে ‘গাদার ২’ ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটি রুপি কাছাকাছি আয় করেছে।

প্রথম সপ্তাহ শেষে ভারতীয় বক্স অফিসে ‘গাদার ২ – দ্য প্রেম কথা কন্টিনিউস’ সিনেমাটির আয়ের হিসেব নীচে দেওয়া হলো –

দিন বক্স অফিস আয় (কোটি রুপি) পরিবর্তন (+/-)
প্রথম দিন (শুক্রবার) ৪০.১০
দ্বিতীয় দিন (শনিবার) ৪৩.০৮ ৭.৪৩%
তৃতীয় দিন (রবিবার) ৫১.৭০ ২০.০১%
চতুর্থ দিন (সোমবার) ৩৮.৭০ -২৫.১৫%
পঞ্চম দিন (মঙ্গলবার) ৫৫.৪০ ৪৩.১৫%
ষষ্ট দিন (বুধবার) ৩২.৩৭ -৪১.৫৭%
সপ্তম দিন (বৃহস্পতিবার) ২৩.২৮ -২৮.০৮%
প্রথম সপ্তাহে মোট ২৮৪.৬৩

এর আগে চলতি বছরের ২৫শে জানুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ সিনেমাটি বক্স অফিসে সুনামি হিসেবে হাজির হয়েছিলো। মহামারী পরবর্তি বক্স অফিসের অচলাবস্থাকে পিছনে ফেলে বলিউড বক্স অফিসে নতুন প্রাণের সঞ্চার করেছিলো শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগুতেও মুক্তি পেয়েছিলো ‘পাঠান’ সিনেমাটি। সব ভাষা মিলিয়ে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো ৫৪৩ (হিন্দিতে ৫২৪) কোটি রুপি। আর বিশ্বব্যাপী গ্রোস আয়ের হিসেবে সিনেমাটি মোট আয় করেছে ১,০৫০ কোটি রুপি। ধারণা করা হচ্ছে ‘পাঠান’-এর হিন্দি সংস্করণের আয়কে ছাড়িয়ে যাবে ‘গাদার ২’ সিনেমাটি।

তবে ভারতীয় বক্স অফিসে ঝড় তোলা সানি দেওলের ‘গাদার ২’ আন্তর্জাতিক বাজারে অনেকটাই মুখ থুবড়ে পরেছে। ভারতীয় বক্স অফিসে এটি ‘পাঠান’ সিনেমার আয়কে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও, আন্তর্জাতিক বাজারে দর্শক টানতে ব্যর্থ হয়েছে ‘গাদার ২’। প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয়ের হিসেব দেওয়া হলো –
ভারতীয় বক্স অফিসে নেট আয় – ২৮৪.৬৩ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ৩৩৫.৯০ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে বাজারে গ্রোস আয় – ৩৩.১০ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় – ৩৬৯.০০ কোটি রুপি

প্রসঙ্গত, ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেতাব’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর সময়ের সবচেয়ে বড় অ্যাকশন তারকা হিসেবে আবির্ভুত হয়েছিলেন তিনি। এরপর একের পর এক অ্যাকশন সিনেমা দিয়ে ভারতীয় দর্শকদের কাছে নিজের অবস্থান অন্য উচ্চতায় নিয়ে যান সানি দেওল। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাদার – এক প্রেম কাঁথা’ সিনেমার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি। এর ২২ বছর পর সিনেমাটির দ্বিতীয় পর্ব দিয়ে আবারো নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন সানি দেওল। বক্স অফিসে বাম্পার উদ্বোধনীর পর দুর্দান্ত প্রথম সপ্তাহ শেষে বছরের সবচেয়ে বড় হিসেবে আবির্ভূত হয়েছে ‘গাদার ২’।

আরো পড়ুনঃ
ঐতিহাসিক ষষ্ট দিন পার করলো ‘গাদার ২’: ভারতে ৬০০ কোটি রুপি দৃশ্যমান
ভারতীয় বক্স অফিসে ঝড়: আন্তর্জাতিক বাজারে ব্যর্থ ‘গাদার ২’ ও ‘ওএমজি ২’
‘পাঠান’ সিনেমার বক্স অফিস রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে সানি দেওলের ‘গাদার ২’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত