বক্স অফিসে ভালো শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ ‘ডাকু মহারাজ’

বক্স অফিসে ভালো শুরুর

বিশ্বব্যাপী বক্স অফিসে ভালো শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে ‘ডাকু মহারাজ’। সংক্রান্তিতে শুরুটা ভালো হলেও, সিনেমাটি প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। ভেঙ্কটেশের ‘সংক্রান্তিকি বস্থুনম’ সিনেমার প্রভাবে বক্স অফিসে হতাশাজনক পথে এগুচ্ছে ‘ডাকু মহারাজ’। তবে এরমধ্যেই নন্দমুরি বালকৃষ্ণের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে উঠেছে এটি।

ববি কোলি পরিচালিত এই তেলুগু অ্যাকশন সিনেমা ১২ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রাথমিকভাবে কেনা দর্শকদের মধ্যে বেশিরভাগ প্রতিক্রিয়াই অনুকূল ছিল। তবে দুর্দান্ত শুরুর পরেও এটি তার গতি ধরে রাখতে ব্যর্থ হয়েছিল। সংক্রান্তির অন্য সিনেমার দাপটে বক্স অফিসে ভালো শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ ‘ডাকু মহারাজ’।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সর্বশেষ খবর অনুসারে, ‘ডাকু মহারাজ’ ভারতীয় বক্স অফিসে আনুমানিক ৮৩.৫৩ কোটি টাকা আয় করেছে। আর ভারতীয় বক্স অফিসে এর গ্রোস আয়ের পরিমাণ ৯৮.৫৬ কোটি টাকা। এর মধ্যে মুক্তির প্রথম পাঁচদিনে সিনেমাটির আয় ছিলো ৬৬ কোটি রুপির একটু বেশী। দ্বিতীয় সপ্তাহে বড় পতনের মুখে পরে সিনেমাটি।

ভারতীয় বক্স অফিসে মোটামুটি আয় করলেও, আন্তর্জাতিক বক্স অফিসে পুরোপুরি ব্যার্থ হয়েছে ‘ডাকু মহারাজ’। আন্তর্জাতিক বক্স অফিসে এখন পর্যন্ত সিনেমাটির আয়ের পরিমাণ প্রায় ১৭.৫০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী বক্স অফিসে ১২ দিন শেষে এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ১১৬.০৬ কোটি রুপি।

দুই সপ্তাহ (১২ দিন) বিশ্বব্যাপী বক্স অফিসে ‘ডাকু মহারাজ’ সিনেমার আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
ভারতীয় বক্স অফিসে নেট আয় – ৮৩.৫৩ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ৯৮.৫৬ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে গ্রোস আয় – ১৭.৫০ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় – ১১৬.০৬ কোটি রুপি

এদিকে ১১৬ কোটি রুপি আয়ের মাধ্যমে নন্দমুরি বালকৃষ্ণের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে ‘ডাকু মহারাজ’। খুব শীগ্রই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে এটি এই অভিনেতার দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা হতে যাচ্ছে। এই তালিকার প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ‘আখান্ডা’ (১২০.২০ কোটি রুপি) এবং ‘ভীরা সিমহা রেড্ডি’ (১৩১.৮৭ কোটি রুপি)।

উল্লেখ্য যে, ববি পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছে শ্রীকরা স্টুডিও, সিতারা এন্টারটেইনমেন্ট এবং ফরচুন ফোর সিনেমাস। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন এই তারকা। এছাড়া এতে আরো অভিনয় করেছেন ববি দেওল, উর্বশী রাউতেলা, শ্রদ্ধা শ্রীনাথ, প্রজ্ঞা জয়সওয়াল এবং প্রকাশ রাজ।

আরো পড়ুনঃ
তেলুগু সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ডিজাস্টার ‘গেম চেঞ্জার’
বক্স অফিস ব্লকবাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে ‘সংক্রান্তি কি ভাস্তুনাম’
‘গেম চেঞ্জার’ বক্স অফিস: আয় ঘোষণায় নির্মাতাদের কারসাজি!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত