দীর্ঘ সাত বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় নির্মাতা করণ জোহর। ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ শিরোনামের এই সিনেমাটি মুক্তি পেয়েছে ২৮শে জুলাই। করণ জোহর পরিচালিত আগের সবগুলো সিনেমা বক্স অফিসে বাণিজ্যিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। রনভির এবং আলিয়া ভাট জুটির এই সিনেমাটি নিয়েও সেরকমই প্রত্যাশা ছিলো সংশ্লিষ্টদের। কিন্তু উদ্বোধনী দিনে প্রত্যাশার চেয়ে কিছুটা কম আয় দিয়ে বক্স অফিস যাত্রা শুরু করেছিলো ‘রকি অর রানী কি প্রেম কাহানী’। তবে দর্শক এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় ভালো কিছুর সম্ভাবনা ছিলো। শেষ পর্যন্ত সেরকমই কিছু হতে যাচ্ছে। জানা গেছে, বক্স অফিসে বাণিজ্যিক সাফল্য অর্জনের পথে রয়েছে ‘রকি অর রানী কি প্রেম কাহানী’।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমার বক্স অফিস প্রতিবেদন অনুসারে, উদ্বোধনী দিনে আয়ের পরিমাণ ছিলো ১০.৫০ কোটি রুপি। মাল্টিপ্লেক্সে সিনেমাটি ভালো উদ্বোধনী পেতে সক্ষম হলেও, ভারতের একক স্ক্রিনের প্রেক্ষাগৃহে শুরুতে দর্শক টানতে পারেনি এটি। উদ্বোধনী দিনের মোট আয়ের ৬৫ ভাগ জাতীয় তিনটি চেইন মাল্টিপ্লেক্স থেকে এসেছে বলে উল্লেখ আছে উক্ত প্রতিবেদনে। মুক্তি দ্বিতীয় দিন (শনিবার) সিনেমাটির বক্স অফিস আয়ের ৫০% এর মত প্রবৃদ্ধি দেখা গেছে। একই প্রবণতা দেখা গিয়েছিলো তৃতীয় দিনও। মুক্তির দ্বিতীয় এবং তৃতীয় দিন ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ ছিলো যথাক্রমে ১৫.৫০ এবং ১৮.৫০ কোটি রুপি।
বক্স অফিসে উদ্বোধনী সপ্তাহান্তের উর্ধোমুখি প্রবণতাকে কাজে লাগিয়ে তিনদিনে ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমাটি মোট আয় করেছে ৪৪.৫০ কোটি রুপি। উদ্বোধনী প্রত্যাশার চেয়ে কম হলেও প্রথম সপ্তাহান্তে বক্স অফিসে সিনেমাটি ইতিবাচক ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে। ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমাটির উদ্বোধনী দিনের আয়ের বড় একটি অংশ এসেছে সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর কর্পোরেট বুকিং থেকে। কর্পোরেট বুকিং বাদ দিলে সিনেমাটির প্রথম দিনের আয় দাঁড়াবে ৯ কোটি রুপির কাছাকাছি। এরকম বিশাল আয়োজনে নির্মিত করণ জোহরের সিনেমার উদ্বোধনী ১৫ কোটি রুপির বেশী হওয়া খুবই প্রত্যাশিত ছিলো।
করণ জোহর পরিচালিত ‘রকি অর রানী কি প্রেম কাহানী’-এর বাজেট এবং তারকা উপস্থিতি বিবেচনা করলে উদ্বোধনী সপ্তাহান্তে বক্স অফিসে গড়পড়তা আয়ই করেছে এটি। তবে সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া শেষ পর্যন্ত ভালো ইঙ্গিত দিচ্ছে। প্রথম সপ্তাহান্ত শেষে সপ্তাহের স্বাভাবিক কর্ম দিবসে সিনেমাটি আয়ে বড় কোন পতন লক্ষ্য করা যায়নি। সোমবার বক্স অফিসে তুলনামূলক ভালো আয়ের পর, সেটি দেখা গেছে পঞ্চম দিন মঙ্গলবারের আয়েও। মুক্তির পাঁচ দিন পর সিনেমাটির আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
প্রথম সপ্তাহান্ত (তিন দিন) – ৪৪.৫০ কোটি রুপি
চতুর্থ দিন (সোমবার) – ০৬.৭৫ কোটি রুপি
পঞ্চম দিন (মঙ্গলবার) – ০৬.৭৫ কোটি রুপি
সব মিলিয়ে বক্স অফিসে বাণিজ্যিক সাফল্য অর্জনের পথে রয়েছে ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমাটি। সোমবার এবং মঙ্গলবার বক্স অফিসে আয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে এটি। এছাড়া মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর এবং কলকাতায় সোমবারের চেয়ে মঙ্গলবার আয়ে কিছুটা প্রগতিও লক্ষ্য করা গেছে। পাঁচদিন শেষে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৮ কোটি রুপি। সপ্তাহের স্বাভাবিক কর্মদিবসের দুইদিনের আয় দর্শকদের কাছে এর গ্রহণযোগ্যতা ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সবাই। এখন পর্যন্ত প্রাথমিক অনুমান অনুযায়ী, প্রথম সপ্তাহ শেষে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৭০ কোটি রুপি আয় করতে সক্ষম হবে।
উল্লেখ্য যে, করণ জোহর পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘এ দিল হ্যা মুশকিল’, যাতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর, আনুশকা শর্মা এবং ঐশ্বরিয়া রায় বচ্চন। ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমার মাধ্যমে করণ জোহরের পরিচালনায় প্রথমবারের মত অভিনয় করছেন রনভির সিং। আর আলিয়া ভাটের সাথে রনভির সিং-এর দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘রকি অর রানী কি প্রেম কাহানী’। রনভির সিং এবং আলিয়া ভাট সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমি। ২৮শে জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।
আরো পড়ুনঃ
উদ্বোধনী সপ্তাহান্তে বক্স অফিসে গড়পড়তা ‘রকি অর রানী কি প্রেম কাহানী’
বক্স অফিসে প্রত্যাশার চেয়ে কম উদ্বোধনী পেয়েছে করণ জোহরের নতুন সিনেমা
উদ্বোধনী দিনে ভালো শুরুর অপেক্ষায় ‘রকি অর রানী কি প্রেম কাহানী’