প্রথম সপ্তাহে বক্স অফিসে মোটামুটি ভালো আয় করেছে ‘সিঙ্গাম এগেইন’

প্রথম সপ্তাহে বক্স অফিসে

প্রথম সপ্তাহে বক্স অফিসে মোটামুটি ভালো আয় করেছে রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সের সিনেমা ‘সিঙ্গাম এগেইন’। মুম্বাই এবং সিপি বিহারে সপ্তাহের শেষ দিন পর্যন্ত ভালো আয়ের ধারা রাখতে সক্ষম হয়েছে তারকাবহুল এই সিনেমাটি। ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার সাথে সংঘর্ষের কারণে সম্ভাব্য আয় থেকে কিছুটা কম আয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে নির্মাতাদের।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ‘সিঙ্গাম এগেইন’ বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথম সপ্তাহে বক্স অফিসে মোটামুটি ভালো করতে সক্ষম হয়েছে এই সিনেমা। প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বক্স অফিসে সিনেমাটির উদ্বোধনী সপ্তাহের আয়ের পরিমাণ ছিলো প্রায় ১৬১ কোটি রুপি। সোমবার যেরকম ধারণা করা হয়েছিলো শেষ পর্যন্ত সেখান থেকে কিছুটা এগিয়ে আছে ‘সিঙ্গাম এগেইন’।

তবে ‘সিঙ্গাম এগেইন’ সিনেমার জন্য সবচেয়ে খারাপ খবর হচ্ছে দীপাবলির ছুটির পর বক্স অফিসে ‘ভুল ভুলাইয়া ৩’-এর তুলনায় পতন বেশী দেখা গেছে। যদিও তিনদিনের প্রথম সপ্তাহান্তে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার তুলনায় বক্স অফিসে এগিয়ে ছিলো ‘সিঙ্গাম এগেইন’। তবে দ্বিতীয় সপ্তাহান্তের বক্স অফিসে ‘সিঙ্গাম এগেইন’ পিছিয়ে পরবে বলে ধারনা করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

ইউনিভার্সের সিনেমার সাথে বলিউডের একঝাক তারকার উপস্থিতি, সব মিলিয়ে ‘সিঙ্গাম এগেইন’ নিয়ে প্রত্যাশা ছিলো অনেক বেশী। স্বাভাবিকভাবেই সিনেমাটিকে বক্স অফিসে ব্লকবাস্টার/সুপার হিট প্রত্যাশা করেছিলেন সবাই। কিন্তু প্রথম সপ্তাহে বক্স অফিসে সিনেমাটির আয় বিবেচনা করলে শুধুমাত্র হিট তকমা নিয়ে খুশি থাকতে হবে নির্মাতাদের।

প্রথম সপ্তাহে ভারতীয় বক্স অফিসে ‘সিঙ্গাম এগেইন’ সিনেমার দৈনিক আয়ের হিসেব নীচে দেওয়া হলো –

ক্রম দিন আয় (কোটি রুপি)
০১ শুক্রবার ৪০.০০
০২ শনিবার ৩৮.২৫
০৩ রবিবার ৩৩.০০
০৪ সোমবার ১৭.৫০
০৫ মঙ্গলবার ১৩.৫০
০৬ বুধবার ১০.২৫
০৭ বৃহস্পতিবার ০৮.৫০
সর্বমোট ১৬১

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও মোটামুটি আয় করেছে অজয় দেবগণ অভিনীত ‘সিঙ্গাম এগেইন’। প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির মোট গ্রোস আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫০ কোটি রুপি। এখন পর্যন্ত বক্স অফিসের গতিবিধি অনুসারে, শেষ পর্যন্ত বিশ্বব্যাপী বক্স অফিসে ‘সিঙ্গাম এগেইন’ ৩৫০ কোটি রুপি আয় করবে বলে ধারনা করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির মোট গ্রোস আয়ের হিসেব নীচে তুলে ধরা হলো। ভারতের মত আন্তর্জাতিক বাজারেও এই সিনেমার আয় প্রত্যাশার চেয়ে কম ছিলো।
ভারতীয় বক্স অফিসে নেট আয় – ১৬১ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় – ১৯৫.৭৫ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে গ্রোস আয় – ৫৪.৭৫ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে মোট গ্রোস আয় – ২৫০.৫০

উল্লেখ্য যে, রোহিত শেঠির উচ্চাভিলাষী ‘সিঙ্গাম এগেইন’  পুলিশ ইউনিভার্সের সবচেয়ে বড় সিনেমা হিসেবে উপস্থাপিত হয়েছে। সিনেমাটিতে অজয় ছাড়া আরো অভিনয় করেছেন কারিনা কাপুর খান, অক্ষয় কুমার, রনভীর সিং, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর। জ্যাকি শ্রফ সহ আরো অনেকে। ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলো সিনেমাটি।

আরো পড়ুনঃ
উদ্বোধনী দিনে রেকর্ড আয়ে বক্স অফিস যাত্রা শুরু করলেন অজয়
‘ভুল ভুলাইয়া ৩’ হিট: ভালো অবস্থানে দীপাবলির অন্য মুক্তি ‘সিঙ্গাম এগেইন’
দীপাবলির প্রথম সপ্তাহান্তের আয়ে বলিউড বক্স অফিসের নতুন রেকর্ড

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত