প্রথম সপ্তাহে বক্স অফিসে ভালো আয় করেছে ‘রকি অর রানী কি প্রেম কাহানী’

প্রথম সপ্তাহে বক্স অফিসে

মুক্তির প্রথম দিনে প্রত্যাশার চেয়ে আয় দিয়েই বক্স অফিসে যাত্রা শুরু করেছিলো করণ জোহর পরিচালিত সিনেমা ‘রকি অর রানী কি প্রেম কাহানী’। তবে সিনেমাটি নিয়ে দর্শক এবং সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়াকে কাজে লাগিয়ে উদ্বোধনী সপ্তাহান্তে সিনেমাটি বক্স অফিস আয় দারুণ প্রগতি দেখিয়েছিলো। এরপর সপ্তাহের স্বাভাবিক কর্মদিবসে সেই আয়ের ধারাও অব্যাহত রাখতে সক্ষম হয়েছিলো ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমাটি। সিনেমাটি নিয়ে সবার ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে এর উদ্বোধনী সপ্তাহের আয়ে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সিনেমাটির বক্স অফিস প্রতিবেদন অনুসারে, প্রথম সপ্তাহে বক্স অফিসে ভালো আয় করেছে ‘রকি অর রানী কি প্রেম কাহানী’।

প্রকাশিত বক্স অফিস প্রতিবেদন থেকে জানা গেছে প্রথম সপ্তাহ শেষে ভারতীয় বক্স অফিসে ৭০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে ‘রকি অর রানী কি প্রেম কাহানী’। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত রনবির কাপুর অভিনীত ‘তু ঝুটি মে মাক্কার’ সিনেমাটিও প্রথম সপ্তাহে একই রকম আয় করতে সক্ষম হয়েছিলো। বাজেট এবং তারকাদের উপস্থিতি বিবেচনায় কোন সিনেমার আয়ই দারুণ হিসেবে বলা যাচ্ছে না। তবে মহামারী পরবর্তি বক্স অফিসে রোম্যান্টিক ধারার সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হচ্ছে না। বিশেষ করে একক স্ক্রিনের প্রাক্ষাগৃহে এই ধারার সিনেমাগুলো মুখ থুবড়ে পরছে। সে হিসেবে প্রথম সপ্তাহে বক্স অফিসে ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমার আয়কে ভালো হিসেবে বিবেচনা করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমাটির জন্য সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে সপ্তাহের স্বাভাবিক দিনগুলোতে আয়ের ধারা। প্রথম সপ্তাহান্ত শেষে সিনেমাটি দর্শক ধরে রাখতে সক্ষম হয়েছিলো, যা দর্শকদের কাছে এর গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়। এছাড়া কিছু কিছু জায়গায় ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমার আয় ‘আদিপুরুষ’ সিনেমার চেয়ে বেশী ছিল। ‘রকি অর রানী কি প্রেম কাহানী’-এর ৭০ কোটি রুপির বিপরীতে ‘আদিপুরুষ’ সিনেমার প্রথম সপ্তাহের আয়ের পরিমাণ ছিলো ১১৫ কোটি রুপি। প্রথম তিনদিন করণ জোহরের সিনেমাটির মূল আয় মাল্টিপ্লেক্স থেকে আসলেও, সপ্তাহান্ত শেষে একক স্ক্রিনের প্রেক্ষাগৃহে সিনেমাটির আয়ে দারুণ ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে।

শেষ পর্যন্ত ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমার বক্স অফিস ভাগ্য কি হবে, সেটি নির্ভর করছে দ্বিতীয় শুক্রবারের আয়ের উপর। বৃহস্পতিবারের মত দ্বিতীয় শুক্রবার যদি আয় একই থাকে তাহলে, সামনের দিনগুলোতে সিনেমাটির জন্য দারুণ কিছু অপেক্ষা করছে বলে মনে করছেন সবাই। ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমার প্রথম সপ্তাহের আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
প্রথম দিন (শুক্রবার) – ১০.৫০ কোটি রুপি
দ্বিতীয় দিন (শনিবার) – ১৫.৫০ কোটি রুপি
তৃতীয় দিন (রবিবার) – ১৭.০০ কোটি রুপি
চতুর্থ দিন (সোমবার) – ০৬.৭৫ কোটি রুপি
পঞ্চম দিন (মঙ্গলবার) – ০৬.৭৫ কোটি রুপি
ষষ্ট দিন (বুধবার) – ০৬.২৫ কোটি রুপি
সপ্তম দিন (বৃহস্পতিবার) – ০৫.৭৫ কোটি রুপি
প্রথম সপ্তাহ – ৭০ কোটি রুপি

এদিকে ভারতীয় বক্স অফিসে তুলনায় আন্তর্জাতিক বক্স অফিসে ভালো আয় করছে করণ জোহর পরিচালিত ‘রকি অর রানী কি প্রেম কাহানী’। আন্তর্জাতিক বক্স অফিসে দারুণ শুরু পর, প্রথম সপ্তাহে ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমাটির আয় ছিলো ‘গাঙ্গুবাই কাঠিওয়ারি’-এর কাছাকাছি। দ্বিতীয় সপ্তাহান্ত শেষে সিনেমাটি আন্তর্জাতিক বক্স অফিসে ‘সুরিয়াবংশী’, ‘৮৩’ এবং ‘কেজিএফ ২’ (হিন্দি) সিনেমাগুলোর আয়কে ছাড়িয়ে যাবে। সে হিসেবে দ্বিতীয় সপ্তাহান্ত শেষে মহামারী পরবর্তি আন্তর্জাতিক বক্স অফিসে সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমার তালিকায় তৃতীয় স্থানে চলে আসবে ‘রকি অর রানী কি প্রেম কাহানী’। এই তালিকার প্রথম দুটি স্থানে রয়েছে যথাক্রমে ‘পাঠান’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাগুলো।

প্রথম সপ্তাহ শেষে আন্তর্জাতিক বক্স অফিসে ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমাটির মোট আয়রে পরিমাণ ছিলো ৭.২৫ মিলিয়ন মার্কিন ডলার। সপ্তাহের শেষ দিনগুলোতে সিনেমাটির ধারাবাহিকতা বিবেচনা করলে, দ্বিতীয় সপ্তাহান্ত শেষে আন্তর্জাতিক বক্স অফিসে সিনেমাটি ১০ মিলিয়ন মার্কিন ডলার আয় নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম সপ্তাহ শেষে আন্তর্জাতিক বক্স অফিসে সিনেমাটির আয়ের হিসেব নীচে দেওয়া হলো –
যুক্তরাজ্য – ০.৭ মিলিয়ন মার্কিন ডলার
যুক্তরাষ্ট্র/কানাডা – ২.৯ মিলিয়ন মার্কিন ডলার
মধ্যপ্রাচ্য – ২.১ মিলিয়ন মার্কিন ডলার
অস্ট্রেলিয়া – ০.৭ লাখ অস্ট্রেলিয়ান ডলার

উল্লেখ্য যে, করণ জোহর পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘এ দিল হ্যা মুশকিল’, যাতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর, আনুশকা শর্মা এবং ঐশ্বরিয়া রায় বচ্চন। ‘রকি অর রানী কি প্রেম কাহানী’ সিনেমার মাধ্যমে করণ জোহরের পরিচালনায় প্রথমবারের মত অভিনয় করছেন রনভির সিং। আর আলিয়া ভাটের সাথে রনভির সিং-এর দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘রকি অর রানী কি প্রেম কাহানী’। রনভির সিং এবং আলিয়া ভাট সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমি। ২৮শে জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই সিনেমাটি।

আরো পড়ুনঃ
বক্স অফিসে বাণিজ্যিক সাফল্য অর্জনের পথে ‘রকি অর রানী কি প্রেম কাহানী’
উদ্বোধনী সপ্তাহান্তে বক্স অফিসে গড়পড়তা ‘রকি অর রানী কি প্রেম কাহানী’
বক্স অফিসে প্রত্যাশার চেয়ে কম উদ্বোধনী পেয়েছে করণ জোহরের নতুন সিনেমা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত