দ্বিতীয় সপ্তাহান্তে বক্স অফিসে ‘সিঙ্গাম এগেইন’ থেকে এগিয়ে ‘বুল বুলাইয়া ৩’

দ্বিতীয় সপ্তাহান্তে বক্স অফিসে

প্রথম সপ্তাহে দুর্দান্ত বক্স অফিস আয়ের পর দ্বিতীয় সপ্তাহেও দারুণ শুরু করেছে দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা ‘সিঙ্গাম এগেইন’ এবং ‘বুল বুলাইয়া ৩’। বছরের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমাগুলো নিয়ে দর্শকদের আগ্রহের প্রতিফলন দেখা গেছে বক্স অফিস আয়েও। তবে দ্বিতীয় সপ্তাহান্তে বক্স অফিসে ‘সিঙ্গাম এগেইন’ থেকে এগিয়ে গেছে ‘বুল বুলাইয়া ৩’ সিনেমাটি।

দ্বিতীয় সপ্তাহান্তে অজয় দেবগণ অভিনীত ‘সিঙ্গাম এগেইন’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৩৪ কোটি রুপি। আর মুক্তির দশদিন শেষে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৯৫ কোটি রুপি। কিন্তু ছুটির সময় শেষে এখন থেকে বক্স অফিসে সিনেমাটির সম্ভাব্য আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে কমতে থাকবে।

‘সিঙ্গাম এগেইন’ এখন পর্যন্ত সবচেয়ে ভালো ব্যবসা করেছে মুম্বাইয়ে। ইতিমধ্যে মুম্বাই থেকে এই সিনেমা আয় করেছে ৮৫ কোটি রুপি। মুম্বাইয়ে ‘সিঙ্গাম এগেইন’ সিনেমার মোট আয়ের সম্ভাবনা দাঁড়াচ্ছে ১০০ কোটি রুপি। তবে সমস্যা হচ্ছে মুম্বাইয়ের বাইরে এই সিনেমার আয় সীমিত এবং আগামী দিনেও ভালো কিছুর সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মুক্তির দশদিন শেষে ‘সিঙ্গাম এগেইন’ কার্তিক আরিয়ানের ‘বুল বুলাইয়া ৩’ সিনেমার চেয়ে এগিয়ে থাকলেও, শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারবে না। কারণ, দ্বিতীয় সপ্তাহান্তে বক্স অফিসে ইতিমধ্যে ‘সিঙ্গাম এগেইন’ থেকে এগিয়ে আছে ‘বুল বুলাইয়া ৩’। ‘সিঙ্গাম এগেইন’-এর ৩৪ কোটির বিপরীতে দ্বিতীয় সপ্তাহান্তে ভারতীয় বক্স অফিসে ‘বুল বুলাইয়া ৩’ সিনেমাটি আয় করেছে প্রায় ৪০ কোটির রুপি।

দ্বিতীয় সপ্তাহান্ত শেষে দশদিনে ভারতীয় বক্স অফিসে ‘বুল বুলাইয়া ৩’ সিনেমার আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৯০ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহেই ভারতীয় বক্স অফিসে সিনেমাটি ২০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে। আগামী দিনগুলোতে বক্স আয়ে পতন হলেও, ইতিমধ্যে বছরের অন্যতম বাণিজ্যিক সফল সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে এটি।

মুম্বাই ছাড়া বাকি সব জায়গায় ‘সিঙ্গাম এগেইন’ থেকে এগিয়ে ‘বুল বুলাইয়া ৩’। ইতিমধ্যে দ্বিতীয় সপ্তাহান্তে অজয়ের সিনেমাকে ছাড়িয়ে গেছে ‘বুল বুলাইয়া ৩’। সামনের দিনগুলোতে দৈনিক আয়ের হিসেবে ‘সিঙ্গাম এগেইন’ থেকে এগিয়ে থাকবে ‘বুল বুলাইয়া ৩’। মুম্বাইয়ে ‘সিঙ্গাম এগেইন’ থেকে পিছিয়ে থাকলেও, অন্য সব জায়গায় বড় ব্যবধানে এগিয়ে থাকবে কার্তিক আরিয়ানের সিনেমাটি।

মুক্তির প্রথম দশদিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাগুলোর আয়ের (কোটি রুপি) তুলনামূলক চিত্র তুলে ধরা হলো –

সময় সিঙ্গাম এগেইন বুল বুলাইয়া ৩
প্রথম সপ্তাহ ১৬১.৫০ ১৫০.৫০
দ্বিতীয় শুক্রবার (অষ্টম দিন) ৮.০০ ৯.০০
দ্বিতীয় শনিবার (নবম দিন) ১২.২৫ ১৫.০০
দ্বিতীয় রবিবার (দশম দিন) ১৩.৭৫ ১৫.৫০
দ্বিতীয় সপ্তাহান্ত ৩৪.০০ ৩৯.৫০
সর্বমোট ১৯৫.৫০ ১৮৯.০০

উল্লেখ্য যে, ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় অজয়ের সাথে আরো অভিনয় করেছেন কারিনা কাপুর, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ, রনভীর সিং সহ আরো অনেকে। আর এতে দুটি খল চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ এবং অর্জুন কাপুর।

অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় কার্তিকের সাথে এবার পর্দায় হাজির হয়েছেন বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিত। সিনেমাটিতে এই দুই অভিনেত্রীকে মঞ্জুলিকা চরিত্রে দেখা গেছে। আর এতে কার্তিকের বিপরীতে আছেন তৃপ্তি দিম্রি। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাক সহ-অভিনেতা।

আরো পড়ুনঃ
উদ্বোধনী সপ্তাহেই বক্স অফিসে হিট কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’
প্রথম সপ্তাহে বক্স অফিসে মোটামুটি ভালো আয় করেছে ‘সিঙ্গাম এগেইন’
‘ভুল ভুলাইয়া ৩’ হিট: ভালো অবস্থানে দীপাবলির অন্য মুক্তি ‘সিঙ্গাম এগেইন’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত